

নির্বাচনকে কেন্দ্র করে ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জরুরি স্বাস্থ্যসেবা চালু রাখতে দেশজুড়ে বিশেষ প্রস্তুতির নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, বিভাগীয় ও জেলা পর্যায়ের স্বাস্থ্য প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, সিটি করপোরেশনে ৬টি, বিভাগীয় পর্যায়ে ৪টি, জেলা পর্যায়ে ৩টি, উপজেলা পর্যায়ে ২টি এবং ইউনিয়ন পর্যায়ে ১টি করে মেডিকেল টিম গঠন করতে হবে।
কর্মস্থলে প্রতিষ্ঠানপ্রধানকে উপস্থিত থাকতে হবে; না থাকলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি ও মোবাইল নম্বর জানাতে হবে। বেসরকারি হাসপাতালেও সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে।
জরুরি বিভাগ, ল্যাব, ডায়ালাইসিস, সিটি স্ক্যান ও এমআরআই সেন্টার খোলা থাকবে। বিভাগীয় স্বাস্থ্য অফিস ও সিভিল সার্জন কার্যালয়ে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন