কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

বেশি দামে তেল বিক্রি করায় তোপের মুখে বিপিসি

ফার্নেস অয়েলের দাম নিয়ে গণশুনানি
বেশি দামে তেল বিক্রি করায় তোপের মুখে বিপিসি

দেশে প্রথমবারের মতো ফার্নেস অয়েলের দাম নির্ধারণে অনুষ্ঠিত গণশুনানিতে আন্তর্জাতিক বাজারের তুলনায় বেশি দামে তেল বিক্রি করায় তোপের মুখে পড়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। গতকাল বৃহস্পতিবার বিইআরসি কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই গণশুনানিতে বিপিসি ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ৮১ টাকা করার প্রস্তাব করলে উপস্থিত ভোক্তা ও অন্যান্য অংশীজন ক্ষোভ প্রকাশ করেন। শুনানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) দাবি করেছে, আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী এই তেলের দাম সর্বোচ্চ ৫০ টাকা ৮২ পয়সা হওয়া উচিত। বর্তমানে বিপিসি এই তেল ৮৬ টাকায় বিক্রি করছে, যা কমিয়ে ৭৪ টাকা ০৪ পয়সায় নির্ধারণের সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি।

গণশুনানিতে বিপিসির জেনারেল ম্যানেজার এ টি এম সেলিম বলেন, ২০২৫ সালের জানুয়ারিতে যখন দাম সমন্বয়ের প্রস্তাব করা হয়, তখন আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ফার্নেস অয়েলের দাম ছিল ৪৭৮ দশমিক ৪৫ ডলার, দামের সূচক ছিল কমতির দিকে। ডিসেম্বরে তা ৩৪০ দশমিক ৯৪ ডলারে পাওয়া গেছে। তখন ৮৫ টাকা প্রস্তাব করলেও ডিউটি এবং অন্যান্য খরচসহ লিটারপ্রতি ৮১ টাকা করার প্রস্তাব করছি।

তবে বিপিসির তথ্য সঠিক নয় দাবি করে ফার্নেস অয়েলের প্রধান ক্রেতা পিডিবি। প্রতিষ্ঠানটির পরিচালক জাহাঙ্গীর আলম মোল্লা বলেন, আমরা বিপিসির কাছে থেকে তেল কিনে বিপুল লোকসানি দিচ্ছি। আর আমাদের কাছে তেল বিক্রি করে ২০২৪-২৫ অর্থবছরে বিপিসি লাভ করেছে ৪ হাজার ৩১৬ কোটি টাকা।

তিনি বলেন, ডিসেম্বরে বেসরকারি কোম্পানির আমদানি করা ফার্নেস অয়েলের দাম পড়েছে ৫৭ টাকা। আর বিপিসির কাছ থেকে কিনতে হয়েছে ৮৬ টাকা দরে। ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি খরচ হচ্ছে ১৮ দশমিক ৪১ টাকা। আর আমরা প্রতি ইউনিট বিক্রি করছি ৬ দশমিক ৯৯ টাকা (পাইকারি)। ভোক্তাদের কথা চিন্তা করে দাম বাড়ানো যাচ্ছে না।

আন্তর্জাতিক বাজারদরের তথ্য তুলে ধরে জাহাঙ্গীর আলম মোল্লা বলেন, কোনো অবস্থাতেই দাম ৫০ টাকার বেশি হওয়া উচিত না। আমরা বলছি— ভোক্তাকে সাশ্রয়ী মূল্যে দিতে হবে, সেখানে বিপিসি ও তাদের অধীন কোম্পানিগুলো (পদ্মা, মেঘনা, যমুনা) তাদের মুনাফা উপস্থাপন করছে। পিডিবি চরম আর্থিক সংকটে রয়েছে এবং আগামী গরমের মৌসুম নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। ফার্নেস অয়েলের দাম কমানো না গেলে বিদ্যুৎ সরবরাহে সংকট হতে পারে। আমরা চাই আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী দর নির্ধারণ করা হোক।

এ পর্যায়ে বিপিসি দাবি করে, পিডিবির আন্তর্জাতিক বাজারদরের তথ্য সঠিক হলেও ডিউটিসহ অন্য খরচ হয়তো বিবেচনায় নেওয়া হয়নি।

গণশুনানিতে বিপিসির সহযোগী বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি তাদের বিতরণ চার্জ বাড়ানোর দাবি জানালেও জেরা পর্বে তারা স্বীকার করে, তারা নিয়মিত বড় অঙ্কের মুনাফা করছে এবং শেয়ারহোল্ডারদের ১৮০ শতাংশ পর্যন্ত লভ্যাংশ দিয়েছে। পদ্মা অয়েল কোম্পানি তার স্টাফদের ১৫ লাখ টাকা করে প্রফিট বোনাস দেওয়ার কথা স্বীকার করে। মেঘনা অয়েল কোম্পানি ৬ লাখ টাকার মতো প্রফিট বোনাস দেওয়ার কথা জানায়। এত মুনফার পরও কেন বিতরণ মার্জিন বাড়ানোর দাবি—এমন প্রশ্নের জবাবে তারা বলেন, এগুলো আমাদের অপরিচালন খাত থেকে আয় হয়েছে, সেখান থেকে দেওয়া হচ্ছে।

গণশুনানিতে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বিপিসি কর্তৃক নির্ধারণের

কঠোর সমালোচনা করেন এক ভোক্তা। তিনি বলেন, আইন অনুযায়ী সব জ্বালানির মূল্য নির্ধারণের এখতিয়ার বিইআরসির। সব ধরনের জ্বালানির দাম বিবেচনা করে মূল্য নির্ধারণ করা উচিত।

পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, সব তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হবে। কাউকে বেশি কিংবা কম সুবিধা দেওয়া হবে না। সবার উইন-উইন সুবিধা নিশ্চিত করেই আদেশ দেওয়া হবে। গণশুনানির বিষয়ে কারও কোনো মতামত থাকলে লিখিত আকারে জমা দেওয়ার জন্য ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন তিনি।

এ সময় কমিশনের সদস্য মো. আব্দুর রাজ্জাক, মো. মিজানুর রহমান, সৈয়দা সুলতানা রাজিয়া, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহিদ সারওয়ার উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩

নীরবতা ভাঙলেন পরেশ রাওয়াল 

ক্ষমতায় গেলে জামায়াত কওমি মাদ্রাসা বন্ধ করবে, এটি জঘন্য মিথ্যাচার : শফিকুর রহমান

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ‘ইমার্জেন্সি অপশন’ হতে পারেন স্টিভ স্মিথ

জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী

কিশোরীকে ধর্ষণ, ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি

বিশ্বকাপে না যাওয়া ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট

শেরপুরে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

জবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

১০

যেসব কারণে বিশ্বজুড়ে বাড়ছে স্বর্ণের দাম

১১

রাজধানীতে বাসে আগুন

১২

হাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১৩

নিখোঁজের ৩ দিন পর ডোবায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

১৪

কিয়েভে হামলা বন্ধে রাজি হয়েছেন পুতিন

১৫

দেশে স্বর্ণের দাম কমলো

১৬

দুপুরে অপহরণ, রাতেই উদ্ধার মুগদার সেই শিশু

১৭

পাকিস্তান সিরিজেই জাতীয় দলে ফিরছেন সাকিব!

১৮

৫০তম বিসিএস পরীক্ষা শুরু

১৯

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

২০
X