বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কাঁচা মরিচ কৃষিজাত পণ্য। তাই এর দাম কেন বেড়েছে তা কৃষি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। এটি আমাদের জানার কথা নয়। গতকাল শনিবার রোটারি বর্ষ উপলক্ষে বগুড়ায় আয়োজিত শোভাযাত্রার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী এ বিষয়ে আরও বলেন, কাঁচা মরিচের উৎপাদন কত, তা কৃষি মন্ত্রণালয় ভালো জানে। তবে এতটুকু বলতে পারি, সরকার কাঁচা মরিচ আমদানি করার অনুমতি দিয়েছে।
ব্যবসায়ীদের সিন্ডিকেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে সিন্ডিকেট বলে কিছু নেই। আমরা মনে করি যেসব পণ্য আমদানি করতে হয়, সেসব পণ্য ব্যবসায়ীরা হোল্ড (মজুত) করে রাখে। তখন আমরা চেষ্টা করি ভোক্তা অধিকার দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে। এ ছাড়া কিছু পণ্যের দাম বাইরের দেশে বাড়লে আমাদের দেশেও বাড়ে।
শোভাযাত্রা শেষে রোটারি ক্লাবের অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
মন্তব্য করুন