বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
জাফর ইকবাল
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০২:৩৩ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৯:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

নানকের সুলভমূল্যের বাজারে ক্রেতার স্বস্তি

ঢাকা-১৩ আসন
নানকের সুলভমূল্যের বাজারে ক্রেতার স্বস্তি

প্রতি বছরই রোজা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নিত্যপণ্যের দাম হুহু করে বাড়তে থাকে। এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি। নিত্যপণ্যের দাম বাড়লেও বাড়েনি মানুষের আয়। ফলে খুব কম মানুষই বাজারে গিয়ে ব্যাগ ভরে বাজার করতে পারেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যে মানুষের নাভিশ্বাস উঠলেও খানিকটা স্বস্তিতে রয়েছেন রাজধানী বুকে ঢাকা-১৩ আসনের বাসিন্দারা। তাদের এ স্বস্তিটুকুর ব্যবস্থা করেছেন স্থানীয় সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তার উদ্যোগে এ আসনের প্রতিটি ওয়ার্ডে বসানো হয়েছে সুলভমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার। এরই মধ্যে এ বাজার ব্যাপক সাড়া ফেলেছে। সকাল থেকেই হরদম বেচাকেনা শুরু হয়। ব্যবসায়ীরাও কোনো চাঁদা কিংবা জায়গা ভাড়া না দিয়ে ব্যবসা করতে পেরে খুশি। এই বাজার রোজার পরও অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।

ঢাকা-১৩ আসনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারগুলো হলো ৩২ নম্বর ওয়ার্ডে লালমাটিয়া নিউ কলোনি মাঠ (আড়ংয়ের পেছনের মাঠ), ৩০ নম্বর ওয়ার্ডে শ্যামলী মাঠ সংলগ্ন সংসদ সদস্যের কার্যালয়ের সামনে, ১০০ নম্বর ওয়ার্ডে আদাবর পিসি কালচার হাউজিং শেখেরটেক ১২ নম্বরে এবং ২৮ নম্বর ওয়ার্ডে আগারগাঁও বিজ্ঞান জাদুঘর সংলগ্ন ঈদগাঁ মাঠে। প্রতিদিন ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ বাজার।

জানা যায়, কৃষক ও পাইকারদের কাছ থেকে সরাসরি পণ্য কিনে এখানে স্বল্পমূল্যে বিক্রি করা হয়। কোনো মধ্যস্বত্বভোগী না থাকায় এ বাজারে অনেক কম দামে পাওয়া যায় নিত্যপ্রয়োজনীয় পণ্য। ক্রেতারা স্বল্পমূল্যে এখান থেকে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারছেন। এসব বাজার পরিচালনা এবং মনিটরিংয়ে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতরা।

বিক্রেতারা জানান, স্থানীয় এমপি জাহাঙ্গীর কবি নানকের নির্দেশে আমরা এখানে ব্যবসা পরিচালনা করছি। কাউকে চাঁদা, কমিশন কিংবা জায়গা ভাড়া দিতে হয় না। সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে আমরা এখানে বিক্রি করি। রমজান মাস উপলক্ষে আমাদের সবকিছুর দাম কম রাখতে বলেছেন। তাই আমরা সীমিত লাভে এখানে পণ্য বিক্রি করছি।

সরেজমিন গতকাল শনিবার এসব বাজার ঘুরে দেখা যায়, ঢ্যাঁড়শ ৬০ টাকা, শিম ৩০, মাঝারি সাইজের লাউ ৩০, গাজর ২০, রসুন ১২০, পেঁয়াজ ৫০ ও গরুর মাংস ৬৮০ টাকায় বিক্রি হচ্ছে। এখানে প্রায় সব পণ্যই কম দামে বিক্রি করতে দেখা যায়।

ক্রেতা সালমা বেগম কালবেলাকে বলেন, এ বাজারে সব পণ্যের দাম একটু কম। এখান থেকে কিনতে পেরে আমরা একটু স্বস্তি পাই। আর এক ক্রেতা বলেন, এমপি নানককে এমন উদ্যোগের জন্য সাধুবাদ জানাই। আমরা চাই রমজানের পরও এ বাজার চালু থাকুক।

জানতে চাইলে ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বলেন, এ ওয়ার্ডের বাজার পরিচালনার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি সবাইকে নিয়ে পরিচালনা করছি। সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। পাশের যে টাউনহল বাজার রয়েছে, সেখানকার তুলনায় এখানে প্রতিটি পণ্য অন্তত ১৫ থেকে ২০ টাকা কমে পাওয়া যায়। রমজানের পরও এ বাজার চালু রাখার পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আসলে এ বাজার রমজান কেন্দ্র করে। তা ছাড়া খেলার মাঠের মধ্যে বাজার বসানো হয়েছে। যদিও মানুষের জন্যই রাজনীতি, মানুষের জন্যই সবকিছু। তাই মানুষ যদি চায়, তাহলে এমপিকে আমরা জানাব তিনি বিষয়টি ভেবে দেখবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোট অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ

জেসিআই ঢাকা ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসউদ

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

চীনা দূতাবাস কর্মকর্তার সঙ্গে চৌদ্দগ্রাম জামায়াত নেতাদের মতবিনিময়

নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে সেলফি তুলতে মুখিয়ে যুবসমাজ

অগ্রণী ব্যাংকের লকারে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণ

শুভর বুকে ঐশী, প্রেম নাকি সিনেমার প্রচারণা?

৭০৮ সরকারি কলেজকে চার ক্যাটাগরিতে ভাগ

ইউএস বাংলার সাময়িকীর কনটেন্ট তৈরি করবে অ্যানেক্স কমিউনিকেশনস

সাদিয়া আয়মানের সমুদ্র বিলাশ

১০

পৌরসভার পরিত্যক্ত ভবনে মিলল নারীর মরদেহ 

১১

কড়াইলের আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ জানাল ফায়ার সার্ভিস

১২

প্রশাসনের ৭ কর্মকর্তার পদোন্নতি

১৩

যুক্তরাষ্ট্রে যোগাযোগ ও মিডিয়া কনফারেন্সে জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনা

১৪

এবার জুবিনের মৃত্যু নিয়ে উত্তাল বিধানসভা

১৫

‘সুখবর’ পেলেন বিএনপির আরেক নেত্রী

১৬

বাজার থেকে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক

১৭

দারিদ্র্যসীমা নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিল বিশ্বব্যাংক

১৮

সাড়ে ৪ ঘণ্টায়ও নেভেনি কড়াইল বস্তির আগুন, পুড়ল শতাধিক ঘর

১৯

ভুলেও এআই চ্যাটবটকে এই ১০ তথ্য দেবেন না

২০
X