আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলীয় জোটের নেতারা বৈঠকে বসবেন আজ বুধবার। এতে আগামী সংসদ নির্বাচন এবং সম্প্রতি বিদেশি কূটনীতিকদের বাংলাদেশ সফর নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। বৈঠক থেকে বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে ১৪ দলীয় জোটের অবস্থান এবং কর্মকাণ্ড কী হবে সে বিষয়েও দিকনির্দেশনা আসতে পারে। ১৪ দলের শরিক তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী কালবেলাকে বলেন, সভায় আগামী জাতীয় নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হবে। এ ছাড়া বিদেশিদের বাংলাদেশ সফর এবং নির্বাচন নিয়ে তাদের বক্তব্যের বিষয়েও আলোচনা হবে। বৈঠকটি আজ সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে অনুষ্ঠিত হবে বলে ১৪ দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ১৪ দলীয় জোট নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
মন্তব্য করুন