

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিএনপির প্রার্থীর বিপক্ষে নির্বাচনে অংশগ্রহণের অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি মুহাম্মদ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মো. মফিদুল ইসলাম মোহনের যৌথ স্বাক্ষরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে, দায়িত্বশীল পদে থেকেও সৌমিক হাসান সোহাগ বারবার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, যা তদন্তে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। জেলা শ্রমিক দলের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি নিজেকে সংশোধন করেননি।
ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সিদ্ধান্ত অনুযায়ী, তার প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ বাতিল করা হয়েছে।
মন্তব্য করুন