দেশে এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র বিকাশ মঞ্চের আহ্বায়ক শেখ ছালাউদ্দিন ছালু। গতকাল বুধবার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনপিপির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের প্রসঙ্গ টেনে এনপিপি নেতৃত্বাধীন ১৭ দলীয় জোট গণতন্ত্র বিকাশ মঞ্চের আহ্বায়ক ছালু বলেন, ৯০ শতাংশ ভোটারই কেন্দ্রে যাননি। এটা নির্বাচন কমিশনের চরম ব্যর্থতা। এতে আরও বক্তব্য দেন এনপিপির মহাসচিব ইদ্রিস চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য আব্দুল হাই মণ্ডল, শেখ আবুল কালাম, আনিসুর রহমান দেওয়ান, গণতন্ত্র বিকাশ মঞ্চের সদস্য সচিব মহিউদ্দিন বাবলু, দপ্তর সম্পাদক আব্দুল হাই সরকার। এর আগে সকালে বনানী কবরস্থানে এনপিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ ছালু।
মন্তব্য করুন