সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
নূর হোসেন মামুন, চট্টগ্রাম
প্রকাশ : ২২ মে ২০২৪, ০২:৪৪ এএম
আপডেট : ২২ মে ২০২৪, ১০:১৯ এএম
প্রিন্ট সংস্করণ

রোমাঞ্চকর অধ্যায় লিখলেন বাবর

এভারেস্টের পর লোৎসে জয়
পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে রোমাঞ্চকর অধ্যায় লিখলেন বাবর।
পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে রোমাঞ্চকর অধ্যায় লিখলেন বাবর।

বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে লেখা হলো অভূতপূর্ব ও রোমাঞ্চকর এক অধ্যায়, যার লেখক বাবর আলী। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে রোববার পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি। এবার জয় করলেন বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎসে। এভারেস্ট জয়ের দুদিনের মাথায় মঙ্গলবার লোৎসের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ান বাবর। আর এর মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে এক অভিযানে হিমালয়ের দুই শৃঙ্গ জয়ের অনন্য রেকর্ড গড়লেন চট্টগ্রামের এই পর্বতারোহী। পর্বতারোহণের পরিভাষায় যাকে বলা হয় ‘ডাবল হেডার’। সফল অভিযান শেষে দেশে ফেরার অপেক্ষা চিকিৎসক বাবরের।

বাবর আলীর অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান বলেন, মঙ্গলবার নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ৫ মিনিট) বাবর লোৎসের চূড়ায় পৌঁছান। তিনি জানান, এভারেস্ট থেকে নেমে এসে রোববার রাতে ক্যাম্প-৪-এ বিশ্রাম নেন বাবর আলী। তারপর সোমবার রাতে লোৎসে অভিযান শুরু করেন।

ফরহান জামান বলেন, বাবর গত ১৯ মে ভোরে সামিট করেছেন মাউন্ট এভারেস্ট। বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। কারণ, কোনো বাংলাদেশির এক অভিযানে দুটি ৮ হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত সামিটের সাফল্য এটিই প্রথম।

বাবর আলীর নিজের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্সের ফেসবুক পেজে মঙ্গলবার সকালে দেওয়া পোস্টে লেখা হয়েছে, ‘আজ তিন দিন ধরে রুদ্ধশ্বাস প্রতীক্ষার হলো অবসান। আমরাও পারি! আমাদের দিয়েও সম্ভব! এটিই এই বাংলাদেশের কোনো সন্তানের প্রথম লোৎসে সামিট এবং প্রথম একই অভিযানে দুটি আট হাজারি শৃঙ্গ সামিট। এই জাতি অন্তত একটা দিন আনন্দে মাতুক। তবে ভুললে চলবে না, বাবর এখন নেমে আসা শুরু করেছেন। বেজক্যাম্পে পৌঁছালেই হবে মূল উৎসব।’

বাবরের আগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে পাঁচজন বাংলাদেশি এভারেস্ট জয় করেন। তারা হলেন মুসা ইব্রাহিম, এম এ মুহিত (দুবার), নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন ও মো. খালেদ হোসাইন।

ভার্টিক্যাল ড্রিমার্সের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাবর আলী জোড়া এই আট হাজারি পর্বত (এভারেস্ট এবং লোৎসে) শীর্ষ স্পর্শ করে বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন।

বাড়িতে আনন্দ-উৎসব: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর নজুমিয়াহাটে বাবরের বাড়িতে চলছে আনন্দ-উৎসব। মঙ্গলবার দুপুরে সরেজিমন দেখা যায়, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী ও বন্ধুরা ছুটে আসছেন মিষ্টি হাতে। ছেলের সাফল্যে গর্বিত বাবা লিয়াকত আলী ও মা লুৎফুর নাহারের মুখে হাসি। তবে ভেতরে ভেতরে দুশ্চিন্তাও রয়েছে।

লুৎফুর নাহার বলেন, ‘প্রথমে দুশ্চিন্তা ছিল এভারেস্টের চূড়ায় ঠিকমতো উঠতে পারবে কি না, তা কেটে গেছে। এখন একই চিন্তা লোৎসে পর্বত শৃঙ্গে ওঠানামা নিয়ে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, বাবর যেন সুস্থভাবে ফিরে আসে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

১০

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

১১

তারের পর এবার চুরি হলো সেতুর রিফ্লেক্টর লাইট

১২

‘এবার আমাদের পালা’ স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে : টিআইবি

১৩

ভূমি অধিগ্রহণে আটকে আছে ইউলুপ, ইউটার্নে মরছে মানুষ!

১৪

কনে দেখতে যাওয়ার পথে নৌকাডুবি : নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

১৫

থাইল্যান্ডের ক্লাবে আবার ভাইরাল ‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি

১৬

চাকসুতে সমকামিতা সমর্থক ও মাদকাসক্তদের প্রার্থিতা বাতিলের দাবি

১৭

ঠাকুরগাঁওয়ের মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৮

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন

১৯

এবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

২০
X