পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, ‘দৃশ্যমান, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য যে ব্যবস্থা করা দরকার, তা আমরা নিয়েছি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দৃশ্যমান, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করতে পুলিশ বদ্ধপরিকর।’ গতকাল রাজশাহী পুলিশ লাইন্স মাঠে আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মোকাবিলা করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা আগের চেয়ে অনেক বেশি শান্তিপূর্ণ রাখতে পেরেছি।
এর আগে আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধনে আরএমপি কমিশনার আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ একাডেমি, সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) মীর রেজাউল আলম ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন। অনুষ্ঠানে রাবির সাবেক ভিসি ড. মো. আব্দুল খালেক, ভিসি ড. গোলাম সাব্বির সাত্তার, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মহানগর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল প্রমুখ বক্তব্য দেন।
মন্তব্য করুন