সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচন নিশ্চিতের দাবিতে দেশজুড়ে বিরোধী দলের নেতৃত্বে বিক্ষোভ চলাকালে পুলিশ কর্মকর্তাদের সংযম প্রদর্শন নিশ্চিত করতে জোরাল আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত বুধবার সংস্থাটি তাদের ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশে নির্বাচন সামনে রেখে ক্রমবর্ধমান উত্তেজনা, বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ বেশ উদ্বেগজনক হারে লক্ষ্য করা যাচ্ছে। কর্তৃপক্ষের দায়িত্ব শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সহজতর করার পাশাপাশি তা রক্ষা করা এবং বলপ্রয়োগের ক্ষেত্রে পুলিশ যাতে অহিংস উপায় অবলম্বন করে তা নিশ্চিত করা। আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সংযম প্রদর্শন নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি জোরাল আহ্বান জানাচ্ছি।
মন্তব্য করুন