শিক্ষা ও গবেষণা এগিয়ে নিতে আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। গতকাল এক প্যানেল আলোচনায় তিনি এ আহ্বান জানান। নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার ভারতে এ সভার আয়োজন করে। এ সময় ছিলেন এলসেভিয়ারের এশিয়া প্যাসিফিক রিসার্চ সলিউশন্সের ভাইস প্রেসিডেন্ট সৌরভ শর্মা, গ্লোবাল লাইব্রেরি রিলেশন্সের ভাইস প্রেসিডেন্ট গুয়েন ইভান্স।
মন্তব্য করুন