দেশে গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন একজন। এ সময় আরও ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় মোট ৭৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৩১ ভাগ। দেশে এ পর্যন্ত ২০ লাখ ৪৩ হাজার ৯১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ৮১৫ জন। মারা গেছেন ২৯ হাজার ৪৬৭ জন।
মন্তব্য করুন