ভবতোষ চৌধুরী নুপুর, মুন্সীগঞ্জ
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৬:২২ এএম
আপডেট : ০৬ জুন ২০২৪, ০৮:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

লৌহজংয়ে ভাঙনে বিলীন হচ্ছে সড়ক ও বাড়িঘর

দিশেহারা মানুষ
লৌহজংয়ে ভাঙনে বিলীন হচ্ছে সড়ক ও বাড়িঘর

মুন্সীগঞ্জের তালতলা গৌরগঞ্জ খাল। মুন্সীগঞ্জের দুটি উপজেলার মাঝখান দিয়ে বয়ে যাওয়া এই খালটি পদ্মা ও ধলেশ্বরী নদীকে সংযুক্ত করেছে। লৌহজংয়ের গৌরগঞ্জ খালের তীরবর্তী মানুষ এখন ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে।

বর্ষা মৌসুম আসার আগেই টঙ্গিবাড়ীর শিলিমপুর, তস্তিপুর কিংবা ভোরন্ডা অঞ্চলের মানুষ যেমন ভাঙন আতঙ্কে থাকে। ঠিক তেমনি ভাঙন আতঙ্কে থাকে লৌহজং উপজেলার কাজীরগাঁও গ্রামের মানুষ। তিন হাজারেরও অধিক মানুষের বসবাস এই গ্রামে। ভাঙন হুমকির মুখে রয়েছে প্রাইমারি স্কুল, মসজিদ, গোরস্তানসহ স্বাস্থ্যকেন্দ্র। পাশাপাশি এই গ্রামটির বাসিন্দাদের একমাত্র যোগাযোগের মাধ্যম ২ হাজার মিটারের একটি সড়ক। সেই সড়কের বেশিরভাগ অংশ ভাঙা, খানাখন্দে ভরা। সড়কটি সংস্কারসহ স্থায়ী বাঁধ ও বিভিন্ন স্থাপনা রক্ষার্থে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের।

বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান বলেন, বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেলে খালের প্রশস্ততা বৃদ্ধি পায়। তখন এই খাল দিয়ে দক্ষিণাঞ্চলের বেশকিছু জেলার মালবাহী নৌযান ও যাত্রীবাহী লঞ্চসহ বিভিন্ন নৌযান চলাচল করে। চলাচল করে মাটিবোঝাই বাল্কহেডও। ২০২০ সালে বৃহত্তর ঢাকা প্রকল্প-৩ এর আওতায় দুই পর্বে ‘মামা খেতের পাড়া থেকে কাজীরগাঁও’ পর্যন্ত খাল সংলগ্ন ২ হাজার মিটার পিচঢালা সড়ক নির্মাণ হলেও কয়েক বছরে খালের ভাঙনে প্রায় ৫০০ মিটার সড়ক ভেঙে যায়। ভাঙনে ইতোপূর্বে স্থানীয়দের বসতভিটা, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা গৌরগঞ্জ খালে বিলীন হয়েছে। ফসলি জমিসহ সড়কটি দ্রুত সংস্কারসহ স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তিনি।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, গৌরগঞ্জ খালের বিষয়ে আমি তেমন কিছু জানি না। আপনার মাধ্যমে বিষয়টি জানলাম। পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে। মুন্সীগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোনায়েম সরকার বলেন, কয়েক বছর ধরে নদীভাঙনে প্রায় দুই হাজার মিটার সড়কটির অনেকাংশেই ভেঙে গেছে। ইতোমধ্যে জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, মুন্সীগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. তাওহীদুল ইসলাম জানান, লৌহজং উপজেলার কাজীরগাঁও গ্রামের একমাত্র সড়কটি পরিদর্শন করেছি। আমরা ইমার্জেন্সি বরাদ্দ চেয়েছি। তবে এখনো কোনো বরাদ্দ পাইনি। বরাদ্দ পেলে দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে কাজ করা হবে। আশা করি বর্ষার আগেই কাজ শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৫ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

নিখোঁজের ৩৩ বছর পর বাড়ি ফেরা সেই মোবারক মারা গেছেন

বরিশালে হেনস্থার ঘটনা নিয়ে মুখ খুললেন ফুয়াদ

সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৫ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

বিএনপির সঙ্গে আসন সমঝোতা না হলে যে পথে এগোতে চায় জমিয়ত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া

সুদানে গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র দখল বিদ্রোহীদের

বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ

বিএনপিতে যোগ দিয়ে এলডিপি নেতা লিখলেন, ‘আলহামদুলিল্লাহ’

আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া গ্রেপ্তার

১০

৪০ ঘণ্টা ধরে অনশনে স্কুলশিক্ষক

১১

বেশি দামে সার বিক্রি, ২ ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা

১২

আসিফের মন্তব্যের কড়া জবাব ওমর সানীর

১৩

বাবা সাগরে-মা জেলে, ঘরে ফিরতে পারছে না সাত বছরের ছোট্ট শিশু

১৪

কোন কোন খাবার শরীরে সুগন্ধ ও দুর্গন্ধ তৈরি করে

১৫

৫০ দফাদার পেলেন নতুন সাইকেল

১৬

বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুর সভায় হামলা-ভাঙচুর

১৭

টি–টোয়েন্টি অভিষেকে ভারতীয় ব্যাটারের ধ্বংসলীলা

১৮

মাছ ধরা নিয়ে তুমুল সংঘর্ষ

১৯

এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক আজিজুল

২০
X