নূর হোসেন মামুন, চট্টগ্রাম
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৩:৪০ এএম
আপডেট : ২৬ জুন ২০২৪, ০৯:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম লাগামহীন

প্রভাব খুচরা বাজারেও
খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম লাগামহীন

কোরবানির ঈদ হলো প্রায় এক সপ্তাহ। এখনো জমে উঠেনি চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজার। মোটা চাল, দেশি পেঁয়াজ ও চায়না আদার দাম আরেক দফা বাড়িয়েছেন দেশের সর্ববৃহৎ এ পাইকারি বাজারের ব্যবসায়ীরা। যার প্রভাব সরাসরি পড়ছে খুচরা বাজারেও। নিত্যপণ্যের লাগামছাড়া দাম এখন সাধারণ ভোক্তাদের সাধ্যের বাইরে। ফলে বাজেট হিসেবে বাজার কাটছাঁট করেই বাড়ি ফিরছেন ক্রেতারা। তারা বলছেন, ঈদ-পরবর্তী সময়ে এখনো খোলেনি বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। এ সুযোগে যেসব দোকান খোলা রয়েছে, তারা নিচ্ছেন দ্বিগুণ দাম। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। তবে জেলা প্রশাসক বলছেন, বাজার নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন।

সরেজমিন দেখা গেছে, চাক্তাই, খাতুনগঞ্জ, আসাদগঞ্জ ও পাহাড়তলী এলাকায় কিছু দোকান খুলেছে। অধিকাংশ দোকান এখনো বন্ধ। পাশাপাশি পণ্যবাহী গাড়ির তেমন কোনো জটলাও চোখে পড়েনি। দেখা যায়নি ক্রেতার আনাগোনাও। যারা দোকান খুলেছেন, তারাও পার করছেন অলস সময়।

খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, অফিস-আদালত খুললেও কারখানাগুলো এখনো পুরোদমে চালু হয়নি। রেস্টুরেন্ট ও হোটেলগুলো বন্ধ রয়েছে। আবার ঈদের আগে অনেক খুচরা দোকানদার ঈদ ও ঈদ-পরবর্তী সময়ের জন্য প্রচুর মালপত্র সংগ্রহ করে নিয়েছেন। অন্যদিকে ঈদের ছুটিতে যাওয়া মানুষ এখনো পুরোপুরি শহরে ফেরেনি। ফলে ক্রেতা সংকট দেখা দিয়েছে। সামনের সপ্তাহ থেকে পুরোদমে কার্যক্রম শুরু হওয়ার আশা তাদের।

জানা গেছে, ঈদের তিন দিন আগে খাতুনগঞ্জে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয় ৭৫ টাকায়। বর্তমানে পণ্যটি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এদিকে ঈদের আগে প্রতি কেজি চায়না আদা ২৫০ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে পণ্যটিতে কেজিপ্রতি ১০ টাকা বেড়ে দাম ঠেকেছে ২৬০ টাকায়।

খাতুনগঞ্জে হামিদুল্লাহ মিয়া মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস বলেন, ‘কৃষকরা ঈদের দুই দিন আগে দেশি পেঁয়াজের দাম বাড়িয়েছেন। আগে আমরা মণপ্রতি (৪০ কেজি) দেশি পেঁয়াজ ২ হাজার ৮০০ টাকা দরে কিনেছিলাম। ফলে আমরা ৭৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করেছিলাম। ঈদের দুই দিন আগে মণপ্রতি পেঁয়াজ কিনতে হয়েছে ৩ হাজার টাকা দরে। আর পরিবহন খরচ যোগ করে সে পেঁয়াজ এখন আমরা ৮০ টাকা কেজিতে বিক্রি করছি। অন্যদিকে চায়না আদার বুকিং খরচ বেড়েছে। আমদানি খরচ বেড়ে যাওয়ায় আদার দামটা আরও বেড়েছে। ক্রেতা না থাকায় বেচা-বিক্রি নেই।’

একই পরিস্থিতি চট্টগ্রামের বৃহত্তর ভোগ্যপণ্যের বাজার পাহাড়তলীতেও। মোটা সেদ্ধ চালের বস্তায় (৫০ কেজি) দাম বেড়েছে ৫০ টাকা। বর্তমানে প্রতি বস্তা মোটা সেদ্ধ চালের বস্তায় নতুন করে ৫০ টাকা বেড়ে ২ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্য জাতের চালগুলো আগের দরে বিক্রি হচ্ছে। বর্তমানে প্রতি বস্তা স্বর্ণা চাল ২ হাজার ৪৫০ টাকা, নূরজাহান চাল ২ হাজার ৬০০, মিনিকেট ২ হাজার ৬৫০, জিরাশাইল সেদ্ধ চাল ৩ হাজার ৪৬০, নাজিরশাইল সেদ্ধ ৩ হাজার ৬৫০, মিনিকেট আতপ চাল ২ হাজার ৮৫০, পাইজাম ২ হাজার ৬৫০, বেতি ২ হাজার ৭০০, কাটারি আতপ চাল ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, ‘ব্যবসায়ীদের অনেকেই গ্রাম থেকে ফেরেননি। এই সপ্তাহেও একই পরিস্থিতি। এবারের ঈদেও চট্টগ্রাম বন্দর খোলা থাকায় পণ্যের সরবরাহে কোনো সমস্যা হয়নি। খাতুনগঞ্জে এখনো যথেষ্ট পরিমাণে ভোগ্যপণ্য মজুত রয়েছে।’

খাতুনগঞ্জের মেসার্স শাহাদাত অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. শাহাদাত বলেন, ‘ঈদের পর অনেক ব্যবসায়ী এখনো গ্রাম থেকে ফিরে আসেননি। অন্যদিকে যারা ঈদ করতে বাড়ি গিয়েছেন, তারাও এখনো শহরে ফিরে আসেননি। আশা করছি আগামী সপ্তাহে চাক্তাই-খাতুনগঞ্জ আগের রূপ ফিরে যাবে।’

পাহাড়তলী বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, মোটা চালের সংকট রয়েছে। এ কারণে মোটা চালের দাম কিছুটা বেড়েছে। অন্য জাতের চালগুলো আগের দরে বিক্রি হচ্ছে। পাহাড়তলী বাজারে এখনো অনেক দোকান বন্ধ রয়েছে। ক্রেতাও নেই।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, ঈদের এই ছুটির সময়ে প্রশাসনের তৎপরতা না থাকায় অসৎ ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়েছে। ফলে আমরা আশা করব বাজার নিয়ন্ত্রণে প্রশাসন সব ব্যবস্থা নেবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, বাজার নিয়ন্ত্রণে কাজ করছে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের বেলা গায়েবি নোটিশ আসে : সাদিক কায়েম

ইসলামী ব্যাংকে আলোচিত ‘বিশেষ দক্ষতা মূল্যায়ন’ অবশেষে স্থগিত

মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটির নামে সভা-সমাবেশ নয় : মুক্তিযোদ্ধা দল 

জামালপুরে শহীদ ও আহতদের পরিবারের পাশে তারেক রহমান

বুয়েট শিক্ষার্থীদের রক্তাক্ত করার সাহস প্রশাসন কোথায় পায় : সারজিস

ইসরায়েলের সঙ্গে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

‘সিজি বেশি থাকলেই উড়তে হয় না জেসমিন’—ফেসবুকে ভাইরাল সংলাপ

কাজী নজরুলকে নিয়ে সত্যিকারের গবেষণা হয় না : দুদু

৪ বছর পর শপথ নিলেন ইউপি চেয়ারম্যান 

সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়াতে চান? ব্যবহার করুন এই ১০টি হ্যাশট্যাগ

১০

বিস্ফোরণ ঘটিয়ে বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান

১১

আলুর সর্বনিম্ন দাম বেঁধে দিল সরকার

১২

বালু-পাথর নিয়ে সিলেট জেলা প্রসাশনের নতুন নির্দেশনা

১৩

‘কুত্তার মতো পেটায়, এজন্য কি যুদ্ধ করেছিলাম’, আদালতে রিয়াদ

১৪

কুয়েট শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

১৫

ভোটকেন্দ্রে সেনাবাহিনী রাখা নিয়ে উমামার উদ্বেগ

১৬

বিনামূল্যে অতিরিক্ত ব্যাগেজ সুবিধা নিয়ে ‘বড় সুখবর’ দিল নভোএয়ার 

১৭

আমির হোসেন আমুর সহকারী আজাদ গ্রেপ্তার

১৮

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভাষা এক হলে আমি কী করব : মমতা

১৯

একসঙ্গে ২২৫ কর পরিদর্শককে বদলি

২০
X