কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০২:২১ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৮:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ
আয়োজন

৫ হাজার কোটি টাকার বিয়ে!

৫ হাজার কোটি টাকার বিয়ে!

বিশ্বে ‘বিগ ফ্যাট ওয়েডিং’য়ের দেশ হিসেবে ভারত পরিচিত। দেশটির ধনকুবের ও বলিউড সেলিব্রেটিদের জাঁকজমকপূর্ণ ও চোখ ধাঁধানো বিয়ের আয়োজন নিয়ে প্রায় সবাই অবগত। এ নিয়ে যেমন রয়েছে ব্যাপক আগ্রহ, তেমনি রয়েছে নানা আলোচনা-সমালোচনা। সেই বিগ ফ্যাট ওয়েডিংয়ের দেশে তর্কাতীতভাবে সর্বকালের ‘বিগেস্ট অ্যান্ড ফ্যাটেস্ট’ বিয়ের আসরটিই গতকাল শুক্রবার বসেছে মুম্বাইয়ে। এটিই বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের জমজমাট বিয়ের আসর।

আম্বানি বাড়ির ছোট ছেলের বিয়ে উদযাপন যে রাজকীয় হবে, তা নিয়ে কোনো সন্দেহ ছিল না। তবে কতটা রাজকীয় হতে চলেছে, জামনগরে প্রথম প্রাক-বিবাহ উদযাপনে তার আভাস পাওয়া গিয়েছিল। ইতালির বিলাসবহুল ক্রুজে দ্বিতীয় উদযাপনও ছিল বিলাসিতায় মোড়া। প্রাক-বিবাহেই যদি এমন রাজকীয় আয়োজন থাকে, তাহলে বিয়েতে কি হবে! বিস্ময় প্রকাশ করেছিলেন অনেকেই। এখন ফোর্বসের প্রতিবেদন বলছে, অনন্তের বিয়ের অনুষ্ঠানে ৫ হাজার কোটি রুপির বেশি খরচ করেছেন মুকেশ আম্বানি, যা নাকি তাদের বার্ষিক আয়ের মাত্র ০.৫ শতাংশ।

একেই হয়তো বলে বিয়ের মতো বিয়ে। প্রায় এক বছর ধরে প্রাক-বিবাহ অনুষ্ঠান চলছে রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানির। গতকাল শুরু হয় বিয়ের মূল আনুষ্ঠানিকতা। এবার অতিথি তালিকায়ও আছে চমক। জানা গেছে, উপস্থিত থাকছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অতিথি হিসেবে থাকছেন যুক্তরাষ্ট্রের রিয়েলিটি শো তারকা কিম কার্দাশিয়ান এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও অতিথি তালিকায় আছেন বলে শোনা যাচ্ছে। এ ছাড়া শোনা যাচ্ছে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন কেরি, সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্ডট এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের নাম।

মুম্বাইয়ের বান্দ্রা কুরলা সেন্টারের (বিকেসি) জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে বিয়ের অনুষ্ঠান। ঐতিহ্যবাহী হিন্দু বৈদিক রীতিনীতি মেনে শুক্রবার সম্পন্ন হয় আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ে। এরপর শনিবার শুভ আশীর্বাদের মধ্য দিয়ে উৎসব উদযাপন হবে। আর ১৪ জুলাই হবে রিসেপশন পার্টি।

কয়েক মাস ধরে জমকালো উদযাপনে মুম্বাইয়ে গত শুক্রবার নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে ‘সেলিব্রেশন অব হার্টস’ শিরোনামের সংগীতানুষ্ঠানে প্রথমেই মঞ্চ মাতিয়ে দেন কানাডিয়ান তরুণ শিল্পী জাস্টিন বিবার। বিবারের গানের পর আম্বানিদের পারিবারিক নাচ এবং সালমান খান, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুরসহ বলিউডের আরও কয়েক তারকা নাচে-গানে আসরে আলো ছড়ান।

এই ‘মহাবিবাহ’ অনুষ্ঠানে হাজির থাকছেন দেশ-বিদেশের নামি তারকা ও রাজনৈতিক ব্যক্তিরা। ইতোমধ্যে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে বিদেশ থেকে আসা অতিথিদের আনতে তিনটি ফ্যালকন-আম্বানি জেট বিমান ভাড়া করেছে আম্বানি পরিবার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিদের বিয়ের আসরে উড়িয়ে নিয়ে আসবে এই বিশেষ ধরনের চার্টার্ড বিমান। শোনা যাচ্ছে, প্রতি ঘণ্টায় এসব বিমানের ভাড়া ৭ লাখ ২০ হাজার রুপি। তবে শুধু তিনটি জেট-ই নয়, আরও ১০০টি বিমান আগামী তিন দিন অতিথিদের সেবায় নিয়োজিত থাকবে।

পৃথিবীতে এত বড় বিয়ের আয়োজন আগে হয়েছে কি না, তা সঠিকভাবে জানা যায় না। এর আগে আলোড়ন তুলেছিল যুবরাজ চার্লস ও ডায়ানার বিয়ে। ১৯৮১ সালে ইংল্যান্ডের তৎকালীন যুবরাজ চার্লস এবং ডায়ানার বিয়েকে গত কয়েক দশকের সবচেয়ে আড়ম্বরপূর্ণ আয়োজন বলে মনে করা হয়। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএমইদের আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন কার্ড চালু করল ব্র্যাক ব্যাংক

দেশীয় সুতার কারখানা বন্ধ হলে আমদানি নির্ভর হয়ে পড়বে পোশাক খাত : বিটিএমএ

রমজানে মসজিদের বাইরে মাইক ব্যবহার নিষিদ্ধ করল সৌদি

এটি শুধু একটি শিরোনাম নয়; সময়ের দাবি

ফুসফুস ক্যানসারের এই ৫ উপসর্গ সাধারণ অসুখ ভেবে এড়িয়ে যাচ্ছেন না তো?

এনআইডি সংশোধন কবে থেকে চালু, জানাল ইসি

টানা ৩ দফা বৃদ্ধির পর দাম কমলো স্বর্ণের

জঙ্গল সলিমপুরে র‍্যাব হত্যাকাণ্ডে গ্রেপ্তার ২

২০ কোটি মানুষের দেশকে এভাবে উপেক্ষা করা হতাশাজনক : আমিনুল ইসলাম

ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, দিল্লিকে পররাষ্ট্র উপদেষ্টার বার্তা

১০

নির্বাচনী প্রচারের প্রথম দিনেই প্রার্থীর গাড়িতে হামলা

১১

আইসিসি আমাদের সাথে সুবিচার করেনি : আসিফ নজরুল

১২

রিট খারিজ / কুমিল্লা-১০ আসনে নির্বাচন করতে পারবেন না গফুর ভূঁইয়া

১৩

এবার পারসার সঙ্গে জুটি বাঁধলেন ইয়াশ

১৪

পুকুরে আছড়ে পড়ল ভারতীয় বিমান

১৫

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা নিয়ে যা জানা গেল

১৬

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের

১৭

 ভূত আমাকে ছেড়ে দিয়েছে : মিমি চক্রবর্তী

১৮

শান্তিপূর্ণভাবে সম্পন্ন রুয়েট ভর্তি পরীক্ষা, ফল প্রকাশ কবে?

১৯

আসছে টানা ৪ দিনের ছুটি

২০
X