কনফেকশনারি শপে (দোকান) ঢুকে প্রায় একটি শঙ্খচিল চিপসের প্যাকেট চুরি করে নিয়ে যায়। ছয় বছর ধরে সে এ কাণ্ডটি করে চলেছে! এমনকি গত দুই মাসে ৩০টির বেশি প্যাকেট নিয়ে গেছে! ঘটনাটি অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। তবে এ ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই হাস্যরসের সৃষ্টি হয়। পরে কর্তৃপক্ষ সেখানে পাখিটির প্রবেশ একপ্রকার নিষিদ্ধ করেছে!
এই অদ্ভুত কাণ্ড ঘটেছে ইংল্যান্ডের ডরসেটের ওয়াইক রেজিসের একটি শপে। দোকানের ম্যানেজার স্টুয়ার্ট হার্মার বলেন, শঙ্খচিলের কারণে ওই পণ্যের বেচাকেনায় ক্ষতি হয়েছে। বিষয়টি প্রথমে মানতে চায়নি কর্তৃপক্ষ। তারা এটিকে ‘কৌতুক’ ভেবেছে।
ম্যানেজারের মতে, ওই পাখিটি এখনো একই কাজ করে যাচ্ছে এবং বিষয়টি অনেক ক্রেতাও দেখেছেন। তিনি ওই পাখির প্রিয় চিপস সরিয়ে সেখানে মসলাদার চিপস রেখেছিলেন। তবে সে তার প্রিয় খাবার না পাওয়া পর্যন্ত তা খুঁজতে থাকে।
এখন ম্যানেজার ও স্টাফরা ক্রেতাদের সবসময় দোকানের দরজা ও জানালা বন্ধ রাখতে অনুরোধ করেন। এরপরও পাখিটি দরজা খুলতে ঠোঁট দিয়ে ঠোকরাতে থাকে। দোকানের স্টাফরা ওই পাখির নাম দিয়েছে ‘স্টিভেন সিগাল’। সূত্র: অ্যারিনিউজ