ওমর ফারুক, হায়দরাবাদ থেকে
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৩০ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

স্কোর কার্ডটাও যখন ইতিহাসের অংশ

স্কোর কার্ডটাও যখন ইতিহাসের অংশ

‘হু-হা, হু-হা; উ-উ-উ, হে-হে-হে’—শব্দগুলো শুনে রাজীব গান্ধীর গ্যালারিকে তখন মাঠ নয়, মনে হচ্ছিল গুহাসদৃশ কিছু। ২৭ হাজার ১৪৪ জন মানুষের মুখ থেকে একসঙ্গে উচ্চারিত শব্দতরঙ্গগুলো বহুদূর ছড়িয়ে পড়ার কথা। থরথর করে কাঁপছিল গ্যালারির সিটগুলোও। মাঠে ভারতের ব্যাটাররা, আর গ্যালারিতে হায়দরাবাদের দর্শকরা—বাংলাদেশকে যেন রীতিমতো ভীতিকর পরিস্থিতিতে ফেলে দেয় তারা। নাজমুল হোসেন শান্তর দলটা যে কতটা অসহায়; কতটা দুর্বল হয়ে পড়েছিল—সেটা খেলার ধরনই বলে দেবে। একটা স্কোর কার্ডও এখন ইতিহাসের অংশ হয়ে গেল। টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে যে এটিই আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস। ৩০০ থেকে ৩ রান দূরে ছিল সূর্যকুমার যাদবের দল। আইপিএলের ইতিহাসেও এত রান দেখেনি ভারতীয়রা। ২২টি ছক্কা ও ২৫টি চারে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বাউন্ডারির ম্যাচ দেখা গেল রাজীব গান্ধীর উইকেটে।

সানজু স্যামসনের অভিষেক সেঞ্চুরি মোড়ানো ইনিংসে চড়ে ভারত পেয়েছিল ২৯৭ রানের হিমালয় সমান পুঁজি। যার সামনে বাংলাদেশের ১৬৪ রানের ইনিংসটা বড্ড বেমানান। সর্বোচ্চ ৬৩ রান করে অপরাজিত ছিলেন তাওহীদ হৃদয়, সেটাও ছিল পার্থক্য কমানোই। ১৩৩ রানে জিতল ভারত; সেটাও কখনো কখনো বাংলাদেশের জন্য কঠিন হয়ে যায়। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত যে কতটা এগিয়ে গেছে, আর বাংলাদেশ যে কতটা পিছিয়ে রইল; সেটা বুঝতে এই এক সিরিজই যথেষ্ট। তিন ম্যাচেই বাংলাদেশকে বিধ্বস্ত করে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবাল স্বাগতিকরা। ম্যাচটা হতে পারত মাহমুদউল্লাহ রিয়াদের জন্য। ম্যাচটা হতে পারত বাংলাদেশের শেষ সান্ত্বনার অংশ। ১৪১টি ম্যাচ খেলে সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের জার্সিকে বিদায় জানালেন অভিজ্ঞ রিয়াদ। শেষ বেলায় বল হাতে এক উইকেট ও ব্যাটিংয়ে ৮ রানই ছিল তার প্রাপ্তি।

অথচ ভারতের ব্যাটিংটা যদি আপনি টেলিভিশনের পর্দায়ও দেখে থাকেন, তাহলে বুঝবেন এটা নিয়ে কোনো বিশ্লেষণ হতে পারে না। কোনো ম্যাচের হাইলাইটসও এমন হয় কি না, সেটাও সন্দেহ। সুদূর ওয়েস্ট ইন্ডিজ থেকে দলটির মিডিয়ার এক কর্মীকে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখতে দেখা গেল, ‘টি-টোয়েন্টিতে ভারত ২৯৭ রান নিয়েছে। তাদের জয়ের সম্ভাবনা ৯৯ শতাংশ। কোথাও কিছু মানুষ এখনো বিশ্বাস করে বাংলাদেশের জেতার সুযোগ আছে।’ ওই কিছু মানুষের কথা ভেবে ক্রিকেটের স্কোর আপডেটভিত্তিক কিছু ওয়েবসাইটকেও বাংলাদেশের পক্ষে ০.০৩ শতাংশ জয়ের সম্ভাবনা দিতে দেখা গেছে। ১৫ ওভার শেষ হতে সেই পরিসংখ্যানটা নেমে গেছে ০.০১ এ।

ম্যাচের ঠিক প্রথম ওভার থেকেই বিধ্বংসী ব্যাটিং শুরু করে ভারত। তানজিম হাসান সাকিবের করা তৃতীয় ওভারের প্রথম বলে ভাঙে তাদের ২৩ রানের জুটি। পরের দৃশ্যটা আর মনে করার মতো ছিল না। যেখানেই ফিল্ডার থাকুক না কেন, বল বাউন্ডারিতে যাবেই। হয় ওপর দিয়ে, না হয় নিচ দিয়ে—সানজু ও সূর্যকুমার সেটাই করে যাচ্ছিলেন। ৭.১ ওভার কিংবা সংখ্যায় বললে ৪৩ বলে শতরান পেরিয়ে যায় তারা। এ জুটির সেঞ্চুরি হতেও লেগেছিল মাত্র ৪৩ বল। ওভার যখন ১০; তখন ভারতের সংগ্রহ ১৫০। একবার মনে হচ্ছিল নেপালের করা ৩১৪ রানের রেকর্ডটি না জানি ভেঙে দেয় ভারতীয় ব্যাটাররা। দর্শকরাও সেটাই দেখতে অধীর আগ্রহে ছিলেন। ৪০ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন সানজু। ব্যক্তিগত ১১১ রানে মুস্তাফিজুর রহমানের বলে থামেন তিনি। তার আগে অবশ্য রিশাদ হোসেনকে এক ওভারে পরপর পাঁচ বলেই ছক্কা হাঁকিয়েছেন তিনি। সানজু-সূর্যকুমারের ৬৯ বলে ১৭৩ রানের জুটি টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানরেট। ভারতের উইকেট গেলেও রানের গতির কমতি ছিল না। যে-ই আসছিল, সে-ই মারছিল।

একটা সময় বাংলাদেশের ফিল্ডারটা বুকে হাত রেখে শুধু দেখে গেল। ১৮তম ওভারে মুস্তাফিজের তৃতীয় বলে দুবার সুযোগ পেয়েও রানআউট করতে পারেননি শান্ত; হতাশাচ্ছন্নই ছিলেন তিনি। এমনকি পরের বলে মিড উইকেটে ক্যাচ তুলেও বেঁচে গিয়েছিলেন রায়ান পরাগ। চার ওভারে ৬৬ রান দিয়ে বাংলাদেশের খরুচে বোলারের রেকর্ড গড়েন তানজিম সাকিব। আগে যা ছিল রুবেল হোসেনের। বোলিং-ফিল্ডিংয়ের মতো হয়েছে বাংলাদেশের ব্যাটিংও। প্রথম বলেই উইকেট; এরপর একটু রান করে আবারও উইকেট ছুড়ে দেওয়া—সবমিলিয়ে যাচ্ছেতাই টি-টোয়েন্টির দেখা মিলল হায়দরাবাদের রাজীব গান্ধীতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কুচকাওয়াজে যেসব অস্ত্রের প্রদর্শন করল চীন

মরেও রেহাই পেলেন না কাউন্সিলর মিন্টু

পিটার হাস এখন কক্সবাজারে

২ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে

৬ হাজার টাকায় বিক্রি এক ইলিশ

ইসরায়েলের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের পথে মিসর

চীনের সামরিক প্যারেড নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখাল জাপান

পুলিশের ওপর হামলায় গ্যাংহোতা জনি-রনি গ্রেপ্তার

পিয়াকে ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব, অতঃপর

সন্ধ্যায় বাংলাদেশ-ভিয়েতনাম ফুটবল ম্যাচ, দেখবেন যেভাবে

১০

কিশোরের করুণ পরিণতির পর চ্যাটজিপিটি নিয়ে নতুন পরিকল্পনা 

১১

চবিতে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৮

১২

টানা ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

১৩

ফরহাদের ছাত্রলীগ বিতর্ক, ভিডিও বার্তা দিলেন আসল ফরহাদ

১৪

শসায় ওজন কমে? জানুন পুষ্টিবিদ কী বলছেন

১৫

সাকিবের কীর্তিতে ভাগ বসালেন নবি

১৬

এস এম ফরহাদের ডাকসু নির্বাচনে বাধা নেই

১৭

মাদক সেবন করে মাতাল দুই বন্ধুর ঝগড়া, অতঃপর...

১৮

কুড়িলে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল  

১৯

কিশোরীকে ধর্ষণ : কেয়ারটেকারের আমৃত্যু কারাদণ্ড

২০
X