আমজাদ হোসেন শিমুল, রাজশাহী
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০৩:০১ এএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৭:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ

বঙ্গবন্ধু স্কয়ার এখন ‘বিষফোড়া’

ইজারা দেওয়ার পরিকল্পনা
বঙ্গবন্ধু স্কয়ার এখন ‘বিষফোড়া’

রাজশাহী নগরীর তালাইমারি মোড়ে ১ দশমিক ৪২ একর জমির ওপর নির্মিত হয়েছে ‘বঙ্গবন্ধু স্কয়ার’। এরই মধ্যে প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে এটির কেবল মূল অবকাঠামো নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। যেখানে শেখ মুজিবুরের ভাস্কর্য, মিউজিয়াম, আর্ট গ্যালারি, নাট্যশালা, সমৃদ্ধ লাইব্রেরিসহ বঙ্গবন্ধুকেন্দ্রিক নানা ব্যবসার পরিকল্পনা ছিল। এরই মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের পতন ও শেখ হাসিনা পালিয়ে গেলে ‘খামখেয়ালিপনা’র এই প্রকল্পটি বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার। ফলে বিপুল টাকা ব্যয়ে গড়ে ওঠা স্থাপনাটি এখন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ‘বিষফোড়া’ হয়ে দাঁড়িয়েছে। তবে এটিকে ওপেন টেন্ডারের (ওটিএম) মাধ্যমে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ইজারা দেওয়ার পরিকল্পনা করেছে আরডিএ।

এ নিয়ে গত বুধবার কথা হয় আরডিএর চেয়ারম্যান (যুগ্ম সচিব) এস এম তুহিনুর আলমের সঙ্গে। কালবেলাকে তিনি বলেন, বর্তমানে এটির (বঙ্গবন্ধু কমপ্লেক্স) নাম পরিবর্তন করে আরডিএ কমপ্লেক্স করা হবে। এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আমরা প্রস্তাব পাঠিয়েছি। হয়তো দ্রুতই এর অনুমোদন আসবে। আমরা এই আরডিএ কমপ্লেক্স ঘিরে বেশ কিছু পরিকল্পনাও এরই মধ্যে গ্রহণ করেছি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে ওপেন টেন্ডারের মাধ্যমে আমরা বাণিজ্যিকভাবে এটি ভাড়া দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি।

তিনি বলেন, রাজশাহীতে সুন্দর সিনেপ্লেক্স নেই। ২৫০ জনকে প্রমোট করতে পারে—এমন একটা সিনেপ্লেক্স সেখানে করা হবে। পাশাপাশি এখানে জুলাই বিপ্লবের গ্রাফিতি ও আলোকচিত্রের আলাদা গ্যালারি রাখা হবে।

তুহিনুর আলম আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা চিন্তা করে সেখানে দুই ধরনের রেস্টুরেন্ট করা হবে। যাতে করে রাজশাহীর অভিজাত শ্রেণির মানুষজনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও সেখানে খাওয়া-দাওয়ার পাশাপাশি বিনোদন নিতে পারেন। এখানে বেশ কিছু কনফারেন্স রুম রাখা হবে। কিছু নাট্যমঞ্চ থাকবে, যাতে করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা সেখানে অনুশীলন করার সুযোগ পান। নাট্যমঞ্চে যে প্রোগ্রামগুলো হবে, সেগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে। আরও বেশ কিছু ওপেন স্পেস রয়েছে, যেগুলো ব্যাংক বা অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হবে।

তিনি আরও বলেন, রাজশাহীতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থার স্বল্পতা রয়েছে। আমরা সেখানে উন্নতমানের একটি পার্কিং ব্যবস্থা রাখতে চাচ্ছি। এ ছাড়া এই কমপ্লেক্স ঘিরে আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, রাজশাহী মহানগর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান ২০১৪ সালে আরডিএর চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান। এরপর ওই বছরের ৯ অক্টোবর থেকে ২০২৩ সালের ৫ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে দুই দফায় দায়িত্ব পালন করেন। এ সময় শেখ হাসিনাকে খুশি করতে নগরীর তালাইমারি মোড়ে ২০১৭ সালে এই প্রকল্প নেন তিনি। ব্যয় ধরা হয় ১২৫ কোটি টাকা। প্রথম দফায় ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন এবং অবকাঠামো নির্মাণ খাতে ব্যয় হয় ৬২ কোটি ৭৬ লাখ টাকা। মূল ভবন নির্মাণের কাজ পায় ঢাকার দ্য ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেকটস লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর থেকে ঢিমেতালেই প্রকল্পের কাজ চলেছে। এ ছাড়া এ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) আরডিএর

সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান দুর্নীতির মামলায় কারাগারে গেলে কাজে আরও ধীরগতি আসে। পরে পিডি হিসেবে নিয়োগ পান তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল্লাহ আল তারিক। বাকি কাজ তার তত্ত্বাবধানেই সম্পন্ন হয়।

এ প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু স্কয়ারটির বেজমেন্টের মধ্যে গাড়ি পার্কিং, আর্ট গ্যালারি ও জলধারাবেষ্টিত বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করার কথা ছিল। এ ছাড়া ৬ হাজার ৩৩২ দশমিক ৭১ বর্গমিটার গ্রাউন্ড ফ্লোর হবে, যেখানে আধুনিক সাউন্ড সিস্টেম, লাইটিং, ডিজিটাল স্ক্রিনযুক্ত স্থায়ী আর্ট গ্যালারি ও মিউজিয়াম থাকার কথা ছিল। ১ হাজার ৫৭৬ দশমিক ৮৬ বর্গমিটার ফার্স্ট ফ্লোরের মধ্যে আধুনিক রেস্তোরাঁ, দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপ, উন্মুক্ত স্থানে বসা এবং সুস্থধারার বিনোদনের জন্য সব ধরনের ব্যবস্থা রাখার কথা জানানো হয়েছিল। এ ছাড়া অত্যাধুনিক তিনটি লিফট, জেনারেটর, সোলার প্যানেল ও ইলেকট্রিসিটি সরবরাহের জন্য সাব-স্টেশন স্থাপন করার সিদ্ধান্ত ছিল।

এদিকে, আরডিএর তথ্যমতে, ২০১৮ সালে প্রকল্পটি অনুমোদন হয় একনেকে। অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয় ২০২০ সালের ফেব্রুয়ারিতে। কিন্তু কাজের মাঝপথে এসে প্রকল্পটির নকশায় ব্যাপক পরিবর্তন আনে পরামর্শক প্রতিষ্ঠান। কাজের মাঝে নকশায় পরিবর্তন এনে আরও ১ কোটি ৪৪ লাখ টাকা নেয় পরামর্শক প্রতিষ্ঠান। এই প্রকল্পে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, তিনটির স্থলে ৫টি লিফট, ৪২ টন থেকে বাড়িয়ে ২৬২ টনের এয়ারকুলার, আসবাবের পরিমাণ বৃদ্ধি, ইলেকট্রিক সাব-স্টেশনের ক্যাপাসিটি বাড়িয়ে ৫০০ কেভি, জেনারেটর ও অগ্নিনির্বাপক ব্যবস্থাপনা খাতের খরচ বাড়ানোসহ সংশোধনের পর নানা খাতে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় ১২৪ কোটি ৭০ লাখ টাকা। পরবর্তী সময়ে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করা হলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ বাতিল কয়ে দেয়। এখন শুধু ৬২ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে ১২ হাজার ৫১৮ দশমিক ৮ বর্গমিটার জমিতে নির্মিত ভবনটি ছয় মাস ধরে পড়ে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস 

ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বিশেষ সেবা চালু

সারা শরীরে আঘাতের চিহ্ন, মরদেহ মিলল প্রতিবেশীর পরিত্যক্ত টয়লেটে

সুয়ারেজের দুই পেনাল্টিতে মেসিবিহীন মায়ামির রোমাঞ্চকর জয়

গাজায় নতুন ধাপে ‘গণহত্যা’ শুরু করল ইসরায়েলের সেনাবাহিনী

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  / ওষুধ-চিকিৎসকের সংকটে ভোগান্তিতে রোগীরা

পাকিস্তানের হুমকির পর ‘অগ্নি ৫’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান 

সাগরে ভাসমান ১৩ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন

১০

অ্যাপলের আগে সারপ্রাইজ ‍দিল গুগল

১১

ভয়াবহ আগুনে তুলার মিল পুড়ে ছাই

১২

২১ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

১৫

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৬

২১ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৭

৪ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

১৮

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ল বাস ভাড়া

১৯

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় গড়ে তোলা হবে ক্লিন সিটি : চসিক মেয়র

২০
X