

আদিত্য ধর পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ সিনেমার সুবাদে এই মুহূর্তে বলিপাড়ার হট টপিক অক্ষয় খান্না। দীর্ঘদিন ধরে চরিত্রাভিনেতা হিসেবে নিজের জাত চেনালেও, নায়ক হিসেবে কাঙ্ক্ষিত স্টারডম খুব একটা ধরা দেয়নি তার ঝুলিতে। তবে এবার যখন তিনি প্রশংসার জোয়ারে ভাসছেন, ঠিক তখনই বলিউডের অন্দরমহলে ভেসে উঠল এক পুরনো কানাঘুষা। শোনা যাচ্ছে, আমির খানের কৌশলী চালে ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া এক বিশাল সুযোগ হাতছাড়া হয়েছিল অক্ষয়ের।
‘তারে জমিন পার’ ও ফোন নম্বর বিভ্রাট অবিশ্বাস্য হলেও সত্য, কালজয়ী সিনেমা ‘তারে জমিন পার’-এর সেই সংবেদনশীল শিক্ষক ‘রাম শঙ্কর নিকুম্ভ’ চরিত্রে অভিনয়ের জন্য নির্মাতার প্রথম পছন্দ আমির খান ছিলেন না, ছিলেন অক্ষয় খান্না।
ছবির চিত্রনাট্যকার ও মূল ভাবনার কারিগর অমোল গুপ্ত চেয়েছিলেন অক্ষয়কেই। কিন্তু অক্ষয়ের ফোন নম্বর না থাকায় তিনি যোগাযোগ করতে পারছিলেন না। অমোলের ঘনিষ্ঠ বন্ধু হওয়ার সুবাদে তিনি আমির খানের কাছে অক্ষয়ের নম্বর চান। আর সেখানেই ঘটে বিপত্তি। নম্বর দেওয়ার বদলে আমির জানতে চান, কেন অক্ষয়ের সঙ্গে যোগাযোগ করতে চান তিনি।
আমিরের ‘মাস্টারস্ট্রোক’ অমোল যখন পুরো ছবির ভাবনা ও চিত্রনাট্যের খসড়া আমিরকে শোনান, তখন মুগ্ধ হয়ে যান ‘মিস্টার পারফেকশনিস্ট’। বলিপাড়ার একাংশের দাবি, আমির আগেই আঁচ করেছিলেন ছবিটি বক্স অফিসে ইতিহাস গড়বে। তাই তিনি অমোলকে অনুরোধ করেন, অক্ষয়ের বদলে যেন তাকেই শিক্ষকের চরিত্রে নেওয়া হয়।
পরবর্তীতে এক সাক্ষাৎকারে আমির নিজেও স্বীকার করেন যে, চিত্রনাট্য পড়ে তার মনে হয়েছিল এই চরিত্রটি তিনি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন। তাছাড়া তার মনে হয়েছিল, অমোল গুপ্ত পরিচালনার জন্য তখনো প্রস্তুত ছিলেন না। ফলে অমোলের কাছ থেকে গল্পটি কিনে নেন আমির এবং পরিচালনার দায়িত্বও নিজের কাঁধে তুলে নেন। আর এভাবেই ছবি থেকে বাদ পড়েন অক্ষয়।
অক্ষয়ের প্রতিক্রিয়া ‘দিল চাহতা হ্যায়’ ছবির শুটিং থেকেই আমির ও অক্ষয়ের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। ‘তারে জমিন পার’ মুক্তির পর আমির খান নিজেই অক্ষয়ের সঙ্গে দেখা করে পুরো ঘটনাটি খুলে বলেন। চমকপ্রদ বিষয় হলো, নিজের মুখের গ্রাস কেড়ে নেওয়া হয়েছে জেনেও বন্ধু আমিরের ওপর কোনো রাগ বা ক্ষোভ পোষণ করেননি অক্ষয় খান্না।
তবে ভক্তদের মনে আজও প্রশ্ন, আমির যদি সেই সুযোগটি অক্ষয়কে দিতেন, তবে আজ হয়তো তার ক্যারিয়ারের গ্রাফটা অন্যরকম হতে পারত।
মন্তব্য করুন