কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৩:৪১ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৮:২০ এএম
প্রিন্ট সংস্করণ

চ্যালেঞ্জে পড়বে দেশি ফ্রিজ এসি মোটরবাইক শিল্প

বাড়ল কর
চ্যালেঞ্জে পড়বে দেশি ফ্রিজ এসি মোটরবাইক শিল্প

অর্থনৈতিক মন্দার সময়ে বছরের মাঝামাঝি এসে অর্ধশতাধিক পণ্যে ভ্যাট বাড়ানোর পর এবার দেশের মোটরসাইকেল, রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনার উৎপাদনকারীদের আয়কর বাড়ানোর কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী অর্থবছর থেকে তাদের দ্বিগুণ হারে আয়কর দিতে হবে। এতে দেশীয় এসব শিল্প বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, দেশে এমনিতেই উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এর মধ্যে কর বাড়ালে সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়বে, যার পুরো চাপ পড়বে ভোক্তার ওপর। এতে ভোক্তারা ঝুঁকতে পারেন আমদানি পণ্যের দিকে।

গত মঙ্গলবার এক প্রজ্ঞাপনে মোটরসাইকেল, রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনার উৎপাদনকারী প্রতিষ্ঠানের আয়ের ওপর ২০ শতাংশ কর নির্ধারণ করার কথা জানায় এনবিআর, এতদিন যা ছিল ১০ শতাংশ। প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামী ২০২৫-২৬ করবর্ষ থেকে এই নতুন হারে আয়কর ধার্য হবে; অর্থাৎ চলতি অর্থবছরে এ ধরনের শিল্পের যে আয় হবে, তার ওপর এই বাড়তি কর দিতে হবে।

এসব শিল্পকারখানা যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও উপকরণ আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) দিয়ে আসছে। এই করও বাড়ানোর কথা রয়েছে জানিয়ে এনবিআরের কর্মকর্তারা বলছেন, এআইটি যেদিন থেকে বাড়ানো হবে, সেদিন থেকেই তা কার্যকর হয়ে যাবে।

এসব শিল্প ২০২১ সাল থেকে যন্ত্রপাতি আমদানিতে ২ শতাংশ এআইটি এবং আয়ের ওপর ১০ শতাংশ কর দেওয়ার সুবিধা পেয়ে আসছিল, যা ২০৩২ সাল পর্যন্ত বলবৎ থাকার কথা ছিল। সেই আদেশ বাতিল করে এখন নতুন

করহার ধার্য করা হলো।

মোটরসাইকেল, এসি, রেফ্রিজারেটর ও কম্প্রেসার উৎপাদনকারী কোম্পানির ক্ষেত্রে বর্তমানে ২৫ শতাংশ ও সাড়ে ২৭ শতাংশ হারে সাধারণ করপোরেট কর প্রযোজ্য রয়েছে। এ চার ধরনের পণ্যের আয়কর বাড়ানোর ফলে বাড়তি ১ হাজার কোটি টাকা আদায় হবে বলে এনবিআর কর্মকর্তাদের ভাষ্য।

এ বিষয়ে জানতে চাইলে প্রাণ-আরএফএফএলের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল কালবেলাকে বলেন, এক সময় দেশের ইলেকট্রনিক্সের বাজার পুরোটাই ছিল আমদানিনির্ভর। সরকার কর সুবিধা দেওয়ার পর এই ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে। দীর্ঘদিন কর অব্যাহতি ছিল। পরবর্তীকালে ১০ শতাংশ করারোপ করা হয়েছে। এই সুবিধা আগামী ২০৩২ সাল পর্যন্ত ছিল। তবে বিদ্যমান সুবিধা বাতিল করে আগামী অর্থবছর থেকে কর ২০ শতাংশ বা দ্বিগুণ করা হয়েছে।

তার মতে, নবজাতক এই শিল্প খাত কর বাড়ার কারণে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। এ ছাড়া কর বাড়লে পণ্যের দামেও এর প্রভাব পড়বে। এতে ভোক্তাকে বাড়তি দামে পণ্য কিনতে হবে। আর দেশি পণ্যের বাড়তি দামের কারণে ক্রেতারা আমদানি পণ্যের দিকে ঝুঁকতে পারেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ চুক্তির শর্ত হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাড়তি ১২ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করতে বলেছে। এরপরই এনবিআর অর্থবছরের মাঝপথে এসে হঠাৎ ভ্যাটের বোঝা বাড়ানোর উদ্যোগ নেয়। এর সঙ্গে এখন দেশীয় শিল্পে আয়কর বাড়ানোর সিদ্ধান্তও এলো। যদিও আয়করের ক্ষেত্রে তাৎক্ষণিক রাজস্ব আদায় হবে না। তবে পরের অর্থবছরে যে আদায় বাড়বে, সেই বার্তা আইএমএফকে দিতেই এনবিআর অর্থবছরের মাঝপথে কর বাড়ানোর সিদ্ধান্ত নিলো।

রাজস্ব আদায় বাড়ানোর জন্য এনবিআর এর আগে প্রাথমিকভাবে ৪৩ ধরনের পণ্য ও সেবার ভ্যাট বাড়ানোর প্রস্তাব করেছে এনবিআর। ওষুধ, গুঁড়া দুধ, বিস্কুট, জুস, ফলমুল, সাবান, মিষ্টি, মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, হোটেল-রেস্তোরাঁয় খাওয়া, বিমানের টিকিটসহ সিগারেট এবং তামাকপণ্য রয়েছে বাড়তি ভ্যাট ও শুল্ক করের তালিকায়। এসব পণ্যে মোট ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে, যা এতদিন ৫ থেকে সাড়ে ৭ শতাংশ ছিল। এ ছাড়া বিভিন্ন পণ্য ও সেবায় আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন ধরনের সিগারেটে দেড় শতাংশ এবং মোবাইল ফোনের টক টাইমে ৩ শতাংশ সম্পূরক শুল্ক বাড়তে পারে।

কর বাড়ানোর বিষয়ে জানতে চাইলে দেশের বৃহৎ মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান কালবেলাকে বলেন, কর সুবিধার কারণে দ্রুততম সময়ে বড় বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। আর আগামী অর্থবছর থেকে করহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে নতুন খাত হিসেবে পরিবেশবান্ধব ভেহিক্যাল অর্থাৎ ইলেকট্রিক ভেহিক্যালের কর না বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিলে নতুন শিল্প খাত তৈরি হবে।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে আইএমএফের চাপে বছরের মাঝামাঝি সময়ে হুট করে ভ্যাট-ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত ভোক্তাকে বড় ধরনের চাপে ফেলবে। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে নতুন করে কর বাড়ানো ভোক্তার খরচ বাড়িয়ে দেবে। এতে কমে আসবে ক্রয় ক্ষমতা। আর বছরের মাঝামাঝি সময়ে করহারের এই পরিবর্তন বিনিয়োগের অন্যতম অন্তরায় হিসেবে দাঁড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেক উদ্যোক্তা।

দেশের অন্যতম রেফ্রিজারেটর উৎপাদনকারী প্রতিষ্ঠানের এক শীর্ষ কর্মকর্তা কালবেলাকে বলেন, হুট করে ভ্যাট-ট্যাক্স বাড়ানোর কারণে বিক্রি অনেক কমে গেছে। এর মধ্যে নতুন করে বাড়তে পারে পণ্যের উৎপাদন খরচ। আর উৎপাদন খরচ বাড়লে বাড়বে পণ্যের দাম।

প্রয়োজনীয় পণ্য হিসেবে করছাড় দেওয়া এসব পণ্যের দাম বাড়লে আবারও আমদানি নির্ভরতা তৈরি হবে বলেও মনে করেন এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

এর আগে গত শনিবার এনবিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির শুল্ক করহারে ব্যাপক ছাড় দেওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, এসডিজি বাস্তবায়নে ভ্যাটের আওতা বৃদ্ধি ও হার যৌক্তিকীকরণে নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এনবিআর বলছে, ভ্যাটের আওতা বাড়ানোর পাশাপাশি ভ্যাট, সম্পূরক শুল্ক এবং আবগারি শুল্কের হার ও পরিমাণ ‘যৌক্তিকীকরণের মাধ্যমে রাজস্ব আহরণ বাড়াতে ২০২৪-২৫ অর্থবছরের মাঝামাঝি সময়ে বিশেষ পদক্ষেপ নিতে হচ্ছে। মূল্য সংযোজন করের পাশাপাশি আয়করের ক্ষেত্রেও করের আওতা বৃদ্ধির নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। আয়কর অব্যাহতির সংস্কৃতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার ধারাবাহিকতায় আয়কর অব্যাহতির বিধান বাতিল ও সংশোধনের কার্যক্রম ও প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনি : রয়েটার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১০

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১১

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১২

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৩

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৪

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৫

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৬

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৭

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৮

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৯

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

২০
X