দিন যত যাচ্ছে বইমেলা প্রাঙ্গণে পদচারণা বাড়ছে পাঠক ও দর্শনার্থীদের। দল বেঁধে ঘুরতে আসছেন অনেকে। কিনছেন পছন্দের লেখকের বই। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বইমেলার নবম দিন পার হয়েছে গতকাল রোববার। প্রথমদিকে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় থাকলেও বই বিক্রি ছিল নগণ্য। তবে দিন যত বাড়ছে বিক্রিও বাড়ছে বেশ। অনেক প্রকাশনীর স্টলে দম ফেলার ফুরসতও পাচ্ছেন না বিক্রেতারা। তারা বলছেন, দিন দিন বিক্রি বাড়ছে। তবে এখন পর্যন্ত ইতিহাস ঘনিষ্ঠ বই এবং উপন্যাসের চাহিদা বেশি। নতুন লেখকদের লেখা উপন্যাসের পাশাপাশি খ্যাতিমান লেখকদের উপন্যাসের দিকেও পাঠকদের আগ্রহ রয়েছে।
গতকাল রোববার বইমেলার বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্র, ইত্যাদি, প্রথমা, অন্বেষ, আদর্শসহ একাধিক স্টলের বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা যায় এসব তথ্য।
প্রথমা প্রকাশনীর বিক্রেতা মোহম্মদ আল রাজি বলেন, আমাদের এখানে ইতিহাস ও উপন্যাসের বই সবসময়ই বেশি প্রকাশিত হয়। পাশাপাশি সায়েন্স ফিকশন ও অন্যান্য বই রয়েছে। তবে প্রতিবারের মতো এবারও পুরোনো উপন্যাস ও ইতিহাসের বইগুলোয় পাঠকের বেশি আগ্রহ। আমার মনে হয় সচেতন বইপ্রেমী ছাড়া নতুন বইয়ের খোঁজ তেমন কেউ রাখে না।
বাংলা একাডেমি বিক্রয়কেন্দ্রের বিক্রেতা লয়েট রহমান জানান, আমাদের এখানে আত্মজীবনী ও উপন্যাসের বই এবার বেশি। তবে উপন্যাস বেশি বিক্রি হচ্ছে। এখনো ক্রেতা সংখ্যা তুলনামূলক কম।
অন্বেষা প্রকাশনীর বিক্রেতা নাফিজ বলেন, সব ধরনের বই আমাদের প্রকাশনীতে আছে। জুলাইয়ের ৩টি নতুন বই বিক্রি হচ্ছে আর ইতিহাসভিত্তিক অন্য বইগুলো বিক্রি হচ্ছে। বিক্রি এখনো জমজমাট হয়নি, তবে বাড়ছে বলে জানিয়েছেন প্রথমার এই বিক্রেতা।
সরেজমিন বইমেলার অন্যধারা ২ নম্বর প্যাভিলিয়নে দেখা যায় পাঠকদের দীর্ঘ সারি। সবাই বই কিনছেন। সঙ্গে নিচ্ছেন লেখক সাদাত হোসেনের অটোগ্রাফ। অন্যধারা এবার সাদাত হোসেনের ‘তুমি সন্ধ্যা অলকানন্দা’ নামের একটি উপন্যাস এনেছে। বইটি স্টল থেকে বিক্রির পাশাপাশি দেওয়া হচ্ছে লেখকের হাতে লেখা চিঠি ও কবিতাকার্ড। অন্যধারার বিক্রয়কর্মীরা জানান, বরাবরের মতই সাদাত হোসেনের উপন্যাস বিক্রি হচ্ছে দেদার। পাঠকদের ভিড় থাকছে মেলা বন্ধ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত।
কেবল অন্যধারাই নয় বেশ কয়েকটি স্টল ঘুরে পাঠকদের সঙ্গে আলাপ করে দেখা গেছে সবার আগ্রহ উপন্যাস এবং ইতিহাসের দিকেই। বিশেষ করে তরুণ পাঠকরা উপন্যাসের দিকে বেশি ঝুঁকছেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইফফাত আনজুম বন্ধুদের সঙ্গে বইমেলায় এসেছেন। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে কিনছেন বই। তিনি বলেন, আমার পছন্দ মূলত উপন্যাস। বর্তমান সময়ের জনপ্রিয় লেখকদের পাশাপাশি পুরোনো খ্যাতিমান লেখকদের অনেক বই কিনেছি।
গতকাল নতুন বই এসেছে ৯৭টি। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘মাকিদ হায়দারের কবিতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন চঞ্চল আশরাফ। আলোচনায় অংশগ্রহণ করেন আসিফ হায়দার এবং শাওন্তী হায়দার। সভাপতিত্ব করেন আতাহার খান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী সাহেদ মন্তাজ, শাহ কামাল সবুজ এবং আফরোজা পারভীন। আজ ছিল ফয়জুল আলম পাপ্পুর পরিচালনায় আবৃত্তি সংগঠন ‘প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন’ এবং ঢালী মোহাম্মদ দেলোয়ারের পরিচালনায় নৃত্যসংগঠন ‘বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা)’-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী সুমন মজুমদার, শারমিন সাথী ইসলাম, সুনীল সূত্রধর, ড. পরিতোষ মণ্ডল, ফারহানা আক্তার শার্লি এবং শাহনাজ নাসরীন ইলা। যন্ত্রাণুষঙ্গে ছিলেন বিশ্বজিৎ সরকার (তবলা), রবিনস চৌধুরী (কি-বোর্ড), গাজী আবদুল হাকিম (বাঁশি) এবং ফিরোজ খান (সেতার)।
আজকের অনুষ্ঠান: আজ ১০ ফেব্রুয়ারি সোমবার। অমর একুশে বইমেলার দশম দিন মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ : মনিরুজ্জামান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মাশরুর ইমতিয়াজ। আলোচনায় অংশগ্রহণ করবেন সালমা নাসরীন এবং মামুন অর রশীদ। সভাপতিত্ব করবেন অধ্যাপক মনসুর মুসা।