

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে প্রার্থী অন্তর্ভুক্তির শেষ সময়সীমা আগামী ৮ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৮ ফেব্রুয়ারির পর যদি কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল বা পুনর্বহাল হয়, তাহলে তিনি প্রবাসীদের ভোটে অন্তর্ভুক্ত হবেন না।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, আদালত যদি ৮ ফেব্রুয়ারির মধ্যে কোনো প্রার্থীর প্রার্থিতা পুনর্বহাল বা বাতিল করে, তবে তাকে পোস্টাল ব্যালটে অন্তর্ভুক্ত করা হবে। আর যদি এর পর প্রার্থিতা পরিবর্তিত হয়, প্রবাসীদের ভোট প্রযোজ্য হবে না। কারণ ব্যালট ছাপিয়ে প্রবাসীদের কাছে পাঠানো এবং ফেরত সংগ্রহ করার পর্যাপ্ত সময় থাকবে না।
ওসিভি ও আইসিপিভি প্রকল্প পরিচালক ড. সালীম আহমাদ খান জানান, বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ পর্যন্ত প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি। এর মধ্যে ৫ লাখ ৯ হাজার ৬০১ ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। মোট ৮ লাখ ৮৫ হাজার ৫৮৮ ভোট প্রদান হয়েছে, যার মধ্যে ৩ লাখ ৯৮ হাজার ১৭৮টি পোস্ট অফিসে জমা হয়েছে এবং ৫৫ হাজার ৩৮১টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।
ইসি সচিব আরও বলেন, নির্বাচনী ব্যানারের ক্ষেত্রে আমরা ১০ ফুট বাই ৪ ফুট মাপ নির্ধারণ করেছিলাম। রঙিন ব্যানার ব্যবহার করার বিষয়টি নির্বাচনী আচরণবিধির ব্যতিক্রম হিসেবে গণ্য হবে। ডিজিটাল ডিসপ্লে বোর্ডে রঙিন ব্যানার অনুমোদিত, তবে অন্যান্য ক্ষেত্রে রঙিন বা পিভিসি ব্যানার ব্যবহার করলে রিটার্নিং কর্মকর্তারা ব্যবস্থা নেবেন।
মন্তব্য করুন