বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) পরিচয় ব্যবহার করে সম্প্রতি নানা অনিয়মের অভিযোগ উঠেছে। প্ল্যাটফর্মটির কেন্দ্রীয় কমিটি কার্যকর না থাকায় এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন অনেকেই। এরই মধ্যে নতুন নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগের সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া এই প্ল্যাটফর্ম। আগামী ২৪ জুন অনুষ্ঠিত হবে এই নির্বাচন। কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবে নতুন নেতৃত্ব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সূত্রে জানা যায়, সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র পদে নির্বাচন হবে। এসব পদে প্রার্থী হতে আবেদন করেছেন জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা ১৪ জন শিক্ষার্থী। তারা সবাই এই প্ল্যাটফর্মের কেন্দ্র, সেলসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ১৬ থেকে ১৯ জুনের মধ্যে প্রার্থিতার আবেদন ফর্ম সংগ্রহ করেছেন তারা। প্রার্থিতা প্রত্যাহার করার সুযোগ থাকছে আজ রোববার পর্যন্ত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, সভাপতি পদে আসতে পারেন সাবেক সমন্বয়ক রাশিদুল ইসলাম রিফাত, যিনি রিফাত রশীদ নামে পরিচিত। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সূত্রটি জানায়, রিফাত সভাপতি পদে আবেদন করেছেন। সে ক্ষেত্রে তাকে ছাড়তে হবে এনসিপির পদ। এরই মধ্যে রিফাত মৌখিকভাবে সেটিও দলকে জানিয়ে রেখেছেন বলে নিশ্চিত করেছেন একাধিক নেতা। গণঅভ্যুত্থানের অন্যতম মুখ হিসেবে রিফাত রশীদকেই নেতৃত্বে চাচ্ছেন অনেকে। রিফাত ছাড়াও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক এম জে এইচ মঞ্জু।
সাধারণ সম্পাদক পদে আসতে পারেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেলের সম্পাদক ও জুলাই ম্যাসাকার আর্কাইভের প্রতিষ্ঠাতা হাসান ইনাম। জুলাইকেন্দ্রিক বেশকিছু কার্যক্রমে নেতৃত্ব দিয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রনেতা। হাসান ইনাম ছাড়াও সাধারণ সম্পাদক পদে লড়বেন বর্তমান কার্যনির্বাহী সদস্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ইব্রাহীম নিরব এবং ঢাকা মহানগরের আহ্বায়ক অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইব্রাহীম হোসেন মুন্না।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়বেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য মইনুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাবি শাখার সাবেক মুখপাত্র মালিহা নামলা এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার সদস্য সচিব মোহাম্মদ সাজ্জাদ হোসেন। মুখপাত্র হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য সিনথিয়া জাহীন আয়েশা, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নূপুর আক্তার নোভাসহ কয়েকজন প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছেন।
এর আগে গত ২৩ জুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে লুৎফর রহমান এবং নির্বাচন কমিশনার হিসেবে মোহাম্মদ রাকিব ও মো. ওয়াহিদ উজ্জামানকে মনোনীত করে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে প্ল্যাটফর্মটি। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পাওয়া লুৎফর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। বর্তমানে তিনি এনসিপির যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই নির্বাচনের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা মো. ওয়াহিদ উজ্জামান কালবেলাকে বলেন, এখন পর্যন্ত চার পদের জন্য ১৪ জন আবেদন করেছেন। প্রার্থিতা যাচাই-বাছাইপূর্বক চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আজ ২২ জুন। প্রার্থীর বিরুদ্ধে কোনো অনৈতিকতা, দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও অপরাধে যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হলে এবং শর্ত পূরণ না হলে আবেদন বাতিল করা হবে। আগামী ২৪ জুন কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বর্তমান কার্যনির্বাহী কমিটির ২৪ জন কাউন্সিলর ভোট দিতে পারবেন।
জুলাই গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৩৬ দিনের সেই আন্দোলনে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই প্ল্যাটফর্মে বিভিন্ন দল ও মতের শিক্ষার্থীরা সমন্বয়ক হিসেবে ছিলেন। অভ্যুত্থানের প্রায় তিন মাসের মাথায় ২২ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ সদস্যের সমন্বয়ক টিম বিলুপ্ত করে চার সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক, আরিফ সোহেলকে সদস্য সচিব, উমামা ফাতেমাকে মুখপাত্র ও আবদুল হান্নান মাসউদকে মুখ্য সংগঠক করা হয়। উমামা ছাড়া বাকি তিনজনই এখন এনসিপির নেতা। শুধু তারাই নন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বড় অংশই নতুন দলটিতে যোগ দিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ, আব্দুল হান্নান মাসউদসহ অনেকেই এই প্ল্যাটফর্মটি জিইয়ে রাখার কথা জানিয়েছিলেন। তাই দীর্ঘদিন পর হলেও নতুন করে নির্বাচনের মাধ্যমে তা কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্তব্য করুন