আমজাদ হোসেন হৃদয়
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ১১:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

এনসিপি জুলাই সনদের আগেই ঘোষণাপত্র চায়

অভ্যুত্থানের নেতারা ক্ষোভ প্রকাশ করছেন
এনসিপি জুলাই সনদের আগেই ঘোষণাপত্র চায়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত বছরের ২৯ ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিলে সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র তৈরি করা হবে বলে জানানো হয়। ছয় মাস অতিবাহিত হলেও এখনো তা আলোর মুখ না দেখায় ক্ষোভ প্রকাশ করছেন অভ্যুত্থানের নেতারা। তারা বলছেন, ঘোষণাপত্র না হওয়ায় অভ্যুত্থানকে মিথ্যা দাবি ও ভুল ব্যাখ্যা করার সুযোগ থাকছে।

গত ৬ জুন সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে জুলাই মাসেই সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি ‘জুলাই সনদ’ প্রস্তুতের কথা জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরবর্তী সময়ে ১১ জুন লন্ডনে এক আলোচনাতেও প্রধান উপদেষ্টা সেটি পুনর্ব্যক্ত করেছেন। তবে জুলাই সনদ রচনার আগে রেফারেন্স পয়েন্ট হিসেবে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তারা বলছেন, সনদের আগে জুলাইয়ের স্বীকৃতিটা জরুরি। কোন কোন কারণে এবং পরিস্থিতিতে অভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেটি সাংবিধানিক কাঠামোতে আনা প্রয়োজন। তার ভিত্তিতেই সব পরিচালনা হওয়া উচিত।

দলটির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ কালবেলাকে বলেন, জুলাই সনদের আগে রেফারেন্স পয়েন্ট হিসেবে জুলাই ঘোষণাপত্রের দাবি করছি আমরা। এটি ছাড়া জুলাই সনদের গ্রাউন্ড নেই। তাই আগে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। ঘোষণাপত্রে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে যে প্রেক্ষাপটে, সে প্রেক্ষাপট তুলে ধরব। সে প্রেক্ষাপটগুলোর ভিত্তিতেই জুলাই ঘোষণাপত্র হবে।

দলটির আরেক যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন কালবেলাকে বলেন, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দুটিই আমাদের প্রত্যাশা ও দাবি। জুলাই ঘোষণাপত্র না হলে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরিপূর্ণ বাস্তবায়ন হবে না। জুলাইয়ের ঘোষণাপত্রটা দরকার তার কারণ হচ্ছে জুলাইয়ের এ গণঅভ্যুত্থানটা বাংলাদেশের মানুষ কেন করছিল, সেটার একটা লিখিত রূপ থাকা প্রয়োজন এবং সেটি সংবিধানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

২০২৪ সালের ২৯ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছিলেন, ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র উত্থাপন করা হবে। ঘোষণাপত্রে দুটি মৌলিক বিষয় হিসেবে ১৯৭২ সালের সংবিধানকে ‘মুজিববাদী সংবিধান’ আখ্যায়িত করে এর ‘কবর রচনা করা ও নাৎসিবাদী আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক’ ঘোষণা করার কথা বলা হয়। সে সময় বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করে। পরদিন ৩০ ডিসেম্বর রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র তৈরি করা হবে। এ ছাড়া গত ১০ মে রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে তা প্রকাশ করার সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। চলতি সপ্তাহে শেষ হচ্ছে সে সময়ও। সর্বশেষ সরকারের পক্ষ থেকে ৫ আগস্টের মধ্যে ঘোষণাপত্র প্রকাশের কথা জানানো হয়। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়া করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। পরবর্তী সময়ে রাষ্ট্রীয়ভাবেও একটি খসড়া তৈরি করা হয়। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে তা চূড়ান্ত করে প্রকাশ করবে সরকার।

কী আছে খসড়ায়:

জুলাই ঘোষণাপত্রের বিদ্যমান সংবিধানকে ফ্যাসিবাদ ও স্বৈরাচার লালনের দলিল আখ্যা দিয়ে তা সংশোধন কিংবা প্রয়োজনে বাতিলের কথা বলা হয়েছে। গত ৫ আগস্ট থেকে কার্যকর ধরে খসড়ায় রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির প্রস্তাব রয়েছে। খসড়ায় সাতচল্লিশে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি, একাত্তরে জনযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ও পরবর্তী ঘটনাপ্রবাহ রয়েছে। এতে বলা হয়েছে, বাহাত্তরের সংবিধান স্বাধীনতার শহীদ ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের প্রত্যাশার প্রতিফলনে ব্যর্থ হয়েছিল।

ঘোষণাপত্র না হওয়ার বিষয়ে ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) মুখপাত্র শাহরিন সুলতানা ইরা কালবেলাকে বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান এক বছর পার হলেও এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি, এটা যেমন অন্তর্বর্তীকালীন সরকারের অবহেলার ফসল, তেমনই রাজনৈতিক দলগুলোর উদাসীনতার প্রতিফলন। সেইসঙ্গে এই ব্যর্থতার দায় গণঅভ্যুত্থানে সম্মুখ সারিরতে নেতৃত্ব প্রদানকারী ছাত্র-জনতার ওপরও বর্তায়। জুলাই-পরবর্তী সময়ে গণঅভ্যুত্থানের চেতনা আগের মতো ধরে রাখতে অসফল হওয়ার কারণেই এক বছরেও এ রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করা সম্ভব হয়নি। অতিদ্রুত জুলাই ঘোষণাপত্র ও সনদের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে জুলাইকে সর্বজনীন রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের ব্যবস্থা করতে হবে।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন কালবেলাকে বলেন, বাংলাদেশের ইতিহাসের পরিক্রমায় জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দুটিই খুব জরুরি। আমাদের ইয়াং জেনারেশন যে স্পিরিট নিয়ে অভ্যুত্থানটা ঘটিয়েছে, সেটা কোথাও লেখা নেই। সেজন্য ঘোষণাপত্রটা একটু জরুরি। এতে অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা কোন কোন পরিস্থিতি এবং কোন কোন কারণে শেখ হাসিনাকে উৎখাতের সিদ্ধান্তে উপনীত হয়েছে, তা স্পষ্ট হবে। না হলে অভ্যুত্থানকারীরা রাষ্ট্রদ্রোহের একটা আবরণের মধ্যে আছে।

তিনি বলেন, এটি যদি সাংবিধানিক কাঠামোর মধ্যে না আসে, স্বীকৃতি না দেওয়া হয়, তাহলে এই পুরো অভ্যুত্থানটাকে ভুল ব্যাখ্যা করার, মিথ্যা দাবি করার সুযোগ থাকবে। এজন্য জুলাই ঘোষণাপত্রটা জুলাই সনদের আগেই দেওয়া উচিত। সরকারের সদিচ্ছা থাকলে এটা কালকেও দিতে পারে। আর সরকার যদি জুলাই সনদ, ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয় এনসিপি এটাকে তার পলিটিক্স হিসেবে গ্রহণ করবে।

গত ১৯ জুন ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ৫ আগস্টের আগেই ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। যদিও ঘোষণাপত্র প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবে শিগগির তা জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। এ বিষয়ে সরকারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদের ব্যাপারে নির্বাচিত সরকারই আইন ও সংবিধান সংশোধন করবে : রিজভী

ফেসবুকে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি : নেতাকর্মীদের যে অনুরোধ করলেন রিজভী

বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার পরিকল্পনা করছেন তারেক রহমান : এ্যানি

নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে : ব্যারিস্টার অসীম

আন্তর্জাতিক অঙ্গনে ইতিহাস গড়ল সাইফের ‘গো বিয়ন্ড’

জুলাই সনদে মতামত দিল আরও ৩ দল 

গাজার পক্ষে থাকতে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি

পেটের মেদ কমাতে এই ৬টি খাবার বাদ দিন

কী কী চুক্তি-সমঝোতা স্মারক সই হলো বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে

শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

১০

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ চূড়ান্ত, জেনে নিন কবে কখন ম্যাচ

১১

মুখ খুললেন নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী

১২

ইরানে অভিযান, ইসরায়েলসংশ্লিষ্ট ছয়জন নিহত

১৩

টানা বৃষ্টি কতদিন থাকবে, জানালেন আবহাওয়াবিদ

১৪

স্থায়ীভাবে সিনেমা থেকে সরে দাঁড়াবেন জলিল-বর্ষা দম্পতি

১৫

খোলা মাঠে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ

১৬

যুদ্ধ বন্ধে ব্যস্ত হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা

১৭

যমুনা সেতুতে কাভার্ডভ্যান-ট্রাক-পিকআপের সংঘর্ষ

১৮

’৭১ সালের অমীমাংসিত বিষয় দুবার সমাধান হয়েছে, দাবি ইসহাক দারের

১৯

ক্রিকেটকে ‘গুডবাই’ বললেন একশর বেশি টেস্ট খেলা তারকা ক্রিকেটার

২০
X