মোশাররফ হোসেন, পঞ্চগড়
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

পঞ্চগড়ে চা শিল্পে নতুন দিগন্ত

পঞ্চগড়ে চা শিল্পে নতুন দিগন্ত

১৯৯৯ সালে পঞ্চগড়ে শুরু হয় চা চাষ। এরপর থেকে দীর্ঘ ২৪ বছরে এ জেলায় চা চাষে ঘটেছে নীরব বিপ্লব। দেশের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজার দখল করেছে এখানকার চা। বিশাল এ শিল্পকে এগিয়ে নিতে চট্টগ্রাম ও শ্রীমঙ্গলের পর এবার পঞ্চগড়ে চালু হলো দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র। সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে চা কারখানার মালিকদের ব্যয় কমে আসবে। নিলাম কেন্দ্রে চায়ের উন্মুক্ত কেনাবেচায় ক্ষুদ্র চা চাষিরাও পাবেন ন্যায্যমূল্য। তৈরি হবে নতুন কর্মসংস্থান। এতে গোটা উত্তরাঞ্চলের অর্থনীতিতেই ইতিবাচক পরিবর্তন হবে।

পঞ্চগড়ে এ পর্যন্ত ১০ হাজার ২৪০ একর জমিতে চা চাষ সম্প্রসারিত হয়েছে। ৮টি নিবন্ধিত ও ২০টি অনিবন্ধিত চা বাগান, সাত হাজার ৩৩৮টি ক্ষুদ্রায়তন এবং এক হাজার ৩৬৮টি ক্ষুদ্র চা বাগান গড়ে উঠেছে এ জেলায়। তবে এ অঞ্চলে ছিল না কোনো চা নিলাম কেন্দ্র। ফলে পঞ্চগড়ে উৎপাদিত চা বিক্রির জন্য শ্রীমঙ্গল বা চট্টগ্রামে পাঠাতে হতো। এতে বাড়ত পরিবহন খরচ ও সময়। এ সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে পঞ্চগড়ে চা নিলাম কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন সংশ্লিষ্টরা।

অবশেষে গতকাল শনিবার পঞ্চগড়ে চা নিলাম কেন্দ্রের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র থেকে নিলাম কার্যক্রম চালুর মাধ্যমে এ অঞ্চলের চা চাষি ও চা উৎপাদনকারীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। এত দিন শুধু চট্টগ্রাম ও শ্রীমঙ্গলে চা নিলাম হতো। এতে চা উৎপাদনকারীদের বেশ সমস্যা হতো এবং ব্যয় বেশি হতো। চা উৎপাদনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালুর উদ্যোগ নেয়।

মন্ত্রী বলেন, চা চাষিরা যাতে কাঁচা চা পাতার ন্যায্যমূল্য পান, সে ব্যাপারে চা বোর্ড ও প্রশাসন প্রয়োজনে আইন প্রয়োগ করবে। চা চাষিদের যাতে নীল চাষিদের মতো অবস্থা না হয়, তারা যেন কারও হাতের পুতুল না হন। চা চাষিদের ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি গুণগত মানসম্পন্ন পাতা সরবরাহ করার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বারের সভাপতি আব্দুল হান্নান শেখ, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট। স্বাগত বক্তব্য দেন স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমিরুল হক খোকন ও সম্মানিত অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক রবিউল ইসলাম। অনুষ্ঠান শেষে অনলাইনের নিলাম বাজার অনুষ্ঠিত হয়। এতে ১৬ জন বিডার অংশগ্রহণ করেন। এ সময় সুপ্রিম টি কারাখানার ২০০ কেজি তৈরি চা নিলামে তোলা হলে চৌধুরী ট্রেডার্স নামে একটি বিডার প্রতিষ্ঠান সর্বোচ্চ ৫৪৩ টাকা কেজি দরে তা কিনে নেয়।

এদিকে পঞ্চগড়কে অনুসরণ করে চা চাষে এগিয়ে যাচ্ছে আশপাশের জেলাগুলোও। এরই মধ্যে ঠাকুরগাঁওয়ে ১ হাজার ৪৫৭ দশমিক ২৯ একর, লালমনিরহাটে ২২২ দশমিক ৩৮ একর, দিনাজপুরে ৮৯ একর এবং নীলফামারীতে ৭০ দশমিক ৫৯ একর জমিতে চা চাষ হচ্ছে। সর্বশেষ উত্তরাঞ্চল চা চাষ প্রকল্পের আওতায় পঞ্চগড়সহ পাঁচ জেলায় মোট ১২ হাজার ৭৯ দশমিক ৬ একর জমিতে ৩০টি চা বাগান এবং ৮ হাজারের বেশি ক্ষুদ্রায়তন চা বাগান গড়ে উঠেছে।

চা উৎপাদনের হিসাবে চট্টগ্রামকে ছাড়িয়ে এ অঞ্চল দেশের দ্বিতীয় বৃহত্তম চা অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে। ২০২১ সালে এ চা অঞ্চলে চা আবাদে জমির পরিমাণ ছিল ১১ হাজার ৪৩৩ দশমিক ৯৪ একর। উৎপাদন হয়েছিল ১ কোটি ৪৫ লাখ ৪০ হাজার কেজি চা। ২০২২ মৌসুম ১ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার কেজি চা উৎপাদন হয়েছে এখানে, যা বিগত বছরের তুলনায় ৩২ লাখ ১৯ হাজার ২২৬ কেজি বেশি এবং দেশের মোট উৎপাদনের ১৯ শতাংশ।

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম জানান, গত বছর জেলায় ২৫টি কারখানায় ১ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার কেজি চা উৎপন্ন হয়েছে। যার বাজারমূল্য ২৬০ কোটি টাকা। দেশে মোট উৎপাদিত চায়ের ১৯ শতাংশ চা পঞ্চগড়ে উৎপাদিত হয়েছে। অনলাইনে এ কেন্দ্রটির নিলাম পরিচালনা করা হবে। এজন্য ব্রোকার ও ওয়্যার হাউস নির্মাণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা-উপজেলায় আনসার বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ শুরু

ওজন কমাতে ৭ প্রচলিত ধারণা ভুলে গেলেই ফল আসবে আরও সহজে

হিজাববিদ্বেষী শিক্ষিকার শাস্তি চাইল বাংলাদেশ খেলাফত মজলিস 

অপারেশনের ভয়ে হাসপাতাল থেকে লাফ দিলেন যুবক

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছেন যে ধনকুবের

রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

খুলনার রাজনীতির মাঠে সক্রিয় বিএনপি নেতা পারভেজ মল্লিক

সরকারি অফিসে হোয়াটসঅ্যাপ-পেনড্রাইভ নিষিদ্ধ করল জম্মু ও কাশ্মীর

মমতাজের পর এবার আদালতে জুতা খোয়ালেন তৌহিদ আফ্রিদি

ক্যাম্পাসে সহনশীল রাজনীতি চায় ছাত্রদল : আবিদুল

১০

বগুড়ায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক আঞ্চলিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

সব পাথর কোয়ারিগুলো ইকো ট্যুরিজম করার নির্দেশ

১২

জকসু নির্বাচনের আগে বিচার চায় জবি ছাত্রদল

১৩

প্রোডাক্ট বিভাগে ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছে শিক্ষা

১৪

চীনের সহযোগিতা বাংলাদেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : ইউজিসি চেয়ারম্যান

১৫

ইলিশের উৎপাদন কমার কারণ জানালেন প্রাণিসম্পদ উপদেষ্টা

১৬

জকসু নির্বাচন ঘিরে ছাত্রশিবিরের ৫ দফা

১৭

ভারতে নির্মিত হচ্ছে ‘পরীমণি’, তবে কে এই পরী?

১৮

বক্তব্যের ভুল ধরতে ফজলুর রহমানের আহ্বান

১৯

মাত্র ১৪ হাজার টাকা আবেদন ফি-এ মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ

২০
X