বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

অস্ত্র নিয়ে কাউন্সিলর-শ্রমিক লীগ নেতার ধস্তাধস্তি

অস্ত্র নিয়ে কাউন্সিলর-শ্রমিক লীগ নেতার ধস্তাধস্তি

বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রইজ আহমেদ মান্নার নেতৃত্বে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও বিদায়ী কাউন্সিলর এ কে এম মুর্তজা আবেদীনের ওপর হামলা ও তার লাইসেন্স করা রিভলবার ছিনতাইচেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশের এক সদস্য রিভলবারটি হেফাজতে নেন। এ ছাড়া মুর্তজা আবেদীনকে হেফাজতে নিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গতকাল রোববার দুপুরে নগরীর লঞ্চঘাট জোনাল সেটেলমেন্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মুর্তজা আবেদীনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন শ্রমিক লীগ নেতা রইজ আহমেদ মান্না। তার অভিযোগ কথা কাটাকাটির সূত্র ধরে মুর্তজা গুলি চালানোর চেষ্টা করলে প্রতিহত করেছেন তারা। মুর্তজা আবেদীন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল জেলা কমিটির আহ্বায়ক। শ্রমিক লীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্না মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হামিদুল আলম বলেন, ‘ঘটনাস্থলের সিসি ফুটেজ ও ফোনে ধারণ করা ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। পরে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কাউন্সিলর মুর্তজা আবেদীন বলেন, ব্যক্তিগত কাজে সেটেলমেন্ট অফিসে যাই। এ সময় ভবনের ওপর থেকে দেখতে পাই রইজ আহমেদ মান্না, তার ভাই নাদিম ও মিঠুসহ তাদের ৩০-৪০ জন অনুসারী সেটেলমেন্ট অফিসের প্রধান ফটকের সামনে জড়ো হচ্ছেন। তাদের দেখে ফোনের ভিডিও চালু করে অফিস থেকে বের হই। বাইরে বের হতেই ‘শালা আমার বৌয়ের গায়ে তুই হাত দিছো’ বলে মান্না ও তার অনুসারীরা আমার ওপর হামলা চালায়। আমার কোমরে থাকা লাইসেন্স করা অস্ত্র ছিনিয়ে নিতে চায়। পরে ট্রাফিক পুলিশ এসে আমার আগ্নেয়াস্ত্রটি হেফাজতে নেয়।

মুর্তজা বলেন, আমি ২ নম্বর ওয়ার্ডে টানা ৫ বারের কাউন্সিলর। জনপ্রিয় হওয়াই আমার অপরাধ। মান্না কারাগারে থাকাবস্থায়ও তার নির্দেশে আমাকে হত্যার উদ্দেশ্যে একাধিক হামলা চালিয়েছে তার লোকজন। রোববারের হামলার ঘটনায় মামলা করবেন বলে জানান মুর্তজা আবেদীন।

তবে অভিযোগ অস্বীকার করে রইজ আহমেদ মান্না বলেন, আমাদের জমাজমির বিষয়ে একটি ঝামেলা ছিল। সেই কাজের জন্য আমি ভূমি অফিসে যাই। কাজ শেষ করে যখন বের হই, তখন পাশ থেকে এসে মুর্তজা আবেদীন পিস্তল বের করে আমাকে গুলি করার চেষ্টা করে। এ সময় আমার সঙ্গে আরও ৩-৪ জন ছিল। তারা পুরো বিষয়টি দেখেছে। তারা এবং স্থানীয়রা মুর্তজাকে গুলি করতে বাধা দেয়। পরে স্থানীয় ট্রাফিক পুলিশ এসে ওই পিস্তলটি নিয়ে যায় এবং মডেল থানায় ফোন করা হলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

তিনি বলেন, আমি যেহেতু একটি সংগঠন করি। তাই সিনিয়রদের বিষয়টি জানিয়েছি। অবশ্যই আমি চাই তার শাস্তি হোক।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হামিদুল আলম বলেন, ভূমি অফিস থেকে বের হওয়ার পর মুর্তজা ও মান্নার সঙ্গে দেখা হয়ে যায়। তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মুর্তজা আবেদীন পিস্তল বের করেন। তিনি বৈধ পিস্তলের অবৈধ ব্যবহার করছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আপাতত তিনি পুলিশ হেফাজতে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন শুধু জাতীয় দলের হয়েই খেলতে চাইলেন রোনালদো?

যে শহরে দিনে ২ ঘণ্টার বেশি স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ!

খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে লালুর বক্তব্য ব্যক্তিগত : বিএনপি

নির্বাচন কমিশনকে দেওয়া শাপলার ৭ নমুনা প্রকাশ এনসিপির

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময় 

ডিআরইউ বর্ষসেরা রিপোর্টের জন্য পুরস্কার দেবে নগদ

হৃদয়-মিরাজে ভর করে বাংলাদেশের লড়াই

শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া নিয়ে নতুন সিদ্ধান্ত

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

১০ বছরে পাঠাও, রয়েছে মাসজুড়ে অফার

১০

রাকসু নির্বাচন / জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মারের ‘ভোট চাইছেন’ শেখ হাসিনা!

১১

এখন পরনির্ভর হয়ে আছি, আমাদের স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

১২

দুদকের মামলায় সাবেক এমপি বদির বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্যগ্রহণ

১৩

শহিদুল আলমদের বহরের সব নৌযান আটক, কোথায় নেওয়া হচ্ছে?

১৪

বানরের আক্রমণে শতাধিক ছাত্রী আহত

১৫

মুখ খুললেন রাশমিকা মান্দানা

১৬

গুমের শিকার বিশেষ বন্দিদের ‘মোনালিসা’ নামে ডাকা হতো

১৭

রাজশাহীতে হাজার ছাড়িয়েছে সাপে কাটা রোগী, মৃত্যু ৩৮

১৮

মানসিক স্বাস্থ্য বৃদ্ধি করে যে ১০ খাবার

১৯

চট্টগ্রামের সিকো অ্যারেনাতে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা

২০
X