কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪০ এএম
প্রিন্ট সংস্করণ

কামরাঙ্গীরচর ছাত্রলীগের পাঁচ নেতার পদত্যাগ

ছাত্রলীগের লোগো। ছবি : সংগৃহীত
ছাত্রলীগের লোগো। ছবি : সংগৃহীত

সম্মেলন না করে কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ ছাড়াই কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি দিয়ে গঠনতন্ত্রের ব্যত্যয় ঘটিয়ে নতুন একজনকে সভাপতির দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে একই কমিটির পাঁচজন পদত্যাগ করেছেন। ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব সংশ্লিষ্ট শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আনায় ক্ষোভ বিরাজ করছে নেতাকর্মীদের মধ্য।

জানা গেছে, ২১ নভেম্বর ২০২২ সালে পারভেজ হোসেন বিপ্লব ও এম এইচ মাসুদ মিন্টুকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১০-সদস্যের কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে। নিষ্ক্রিয়তার অভিযোগ এনে গত ২৫ জুলাই এক চিঠিতে কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সভাপতি পারভেজ হোসাইন বিপ্লবকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার স্থলে শরীফুল ইসলাম শরীফকে সভাপতি হিসেবে দায়িত্ব দেয়।

এর পরিপ্রেক্ষিতে গত ২৬ জুলাই ১০-সদস্যের আংশিক কমিটির তিনজন সহসভাপতি ও দুজন সাংগঠনিক সম্পাদকের সবাই পদত্যাগ করেন। পদত্যাগপত্র জমা দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন কামরাঙ্গীরচর ছাত্রলীগের সহসভাপতি আখিরুল ইসলাম হান্নান, আবু রায়হান অন্তর ও ফয়সাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হিমেল আহমেদ ইমন ও রাব্বিন হোসেন শাকিল প্রমুখ। তবে সাধারণ সম্পাদক ও দুজন যুগ্ম-সাধারণ সম্পাদক স্বপদে বহাল রয়েছেন।

পদত্যাগের ঘটনার সত্যতা স্বীকার করে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক বারেক হোসাইন আপন বলেন, কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের কয়েকজনের পদত্যাগপত্র পেয়েছি। সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি অবগত করা হয়েছে।

সংগঠনের গঠনতন্ত্রে বলা হয়েছে, সভাপতির অনুপস্থিতিতে কমিটির সহসভাপতি দায়িত্ব পালন করবেন। এবং শাখা কমিটির কাউকে বহিষ্কার করা বা অব্যাহতি দিতে হলে তা কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করতে হবে। এক্ষেত্রে অভিযুক্ত সভাপতিকে কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ না দিয়ে সরাসরি অব্যাহতি দিয়ে গঠনতন্ত্রের ব্যত্যয় ঘটিয়ে কমিটির বাইরে থেকে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল হাসান বাপ্পি বলেন, ছাত্রলীগে মাদকাসক্ত ও অছাত্রদের কোনো স্থান নেই। এটা রেজিমেন্টাল নিয়মে চলবে। বিপ্লবকে নিষ্ক্রিয়তার কারণে অব্যাহতি দেওয়া হয়েছে। সভাপতি হিসেবে যে কাউকে দায়িত্ব দিতে পারি, সেজন্য সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন কালবেলাকে বলেন, এ ব্যাপারে আমি অবগত আছি। যদি কোনো ব্যত্যয় হয়ে থাকে তবে সাংগঠনিকভাবেই এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুপ্তচরবৃত্তি ঠেকাতে নজিরবিহীন আইন করল রাশিয়া

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দিলে গলার কাঁটা হয়ে দাঁড়াবে : ১২ দলীয় জোট

যুবদল নেতা কিবরিয়াকে কারা হত্যা করেছে, জানাল র‌্যাব

আদালতে পিবিআইর চার্জশিট, আত্মহত্যা করেছিলেন দুদকের পিপি নওরোজ

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৬ জনের

ফোবানা বৃত্তি পেলেন নূর নবীসহ জবির পাঁচ শিক্ষার্থী

পৌরসভার সার্ভেয়ারের ঘুষিতে প্রাণ গেল ট্রাকচালকের

পুত্রসন্তানকে প্রকাশ্যে আনলেন পরিণীতি-রাঘব

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

নাসিরুদ্দিনের প্রতি ফারহানের ক্ষোভ প্রকাশ

১০

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

১১

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

১২

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

১৩

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

১৪

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

১৬

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৭

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

১৮

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

১৯

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

২০
X