কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ

ভোটের মাঠে সৌহার্দ্যের অনন্য নজির

শরীয়তপুর-৩ আসন
ভোটের মাঠে সৌহার্দ্যের অনন্য নজির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে যখন জাতীয় রাজনীতির উত্তাপ, তখন শরীয়তপুর-৩ (ডামুড্যা-ভেদরগঞ্জ-গোসাইরহাট) আসনে দেখা যাচ্ছে ভিন্ন এক চিত্র। সংঘাত আর পাল্টাপাল্টি নয়, বরং ধর্মীয় সম্প্রীতি এবং রাজনৈতিক শিষ্টাচারের এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এই জনপদ। ভোটের মাঠে প্রচার যত জমজমাট হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে সৌহার্দ্যপূর্ণ নির্বাচনী পরিবেশ। সব ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিন-রাত চলছে প্রচার ও গণসংযোগের নানান কর্মসূচি। দেশে সংসদীয় নির্বাচনের অতীত নজির অনুযায়ী অন্যান্য আসনের তুলনায় শরীয়তপুর-৩ আসনে বড় ধরনের নির্বাচনী সংঘাতের চেয়ে রাজনৈতিক সমঝোতা ও পারস্পরিক সৌহার্দ্যের উদাহরণই বেশি। বিশেষ করে গত কয়েক দশকের রাজনৈতিক প্রেক্ষাপটে এই আসনটি অন্যান্য এলাকার তুলনায় বেশ স্থিতিশীল এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে আলোচিত। শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ থাকা সত্ত্বেও নির্বাচনী প্রচারে ব্যক্তিগত আক্রমণ না করার সংস্কৃতি এখানে প্রচলিত।

খোঁজ নিয়ে জানা গেছে, এই আসনে নির্বাচনী লড়াইয়ে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মেরূকরণের নতুন সমীকরণ। সাধারণত ভোটের মাঠে দলীয় বিভেদ প্রকট থাকলেও এখানে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। কার্যক্রম স্থগিত থাকা দল আওয়ামী লীগের সমর্থনে নির্বাচিত ইউনিয়ন পরিষদের সাবেক প্রায় সব চেয়ারম্যানই দলীয় বলয় থেকে বেরিয়ে এসে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে সমর্থন জানিয়েছেন। তারা ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দেন।

জানতে চাইলে কনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান বাচ্চু মাদবর বলেন, ‘মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু স্পষ্ট করে বলেছেন, আপনারা যারা আওয়ামী লীগ করেন, তারা আওয়ামী লীগই করবেন, বিএনপিতে আসার প্রয়োজন নেই। নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলেই হবে। তার এই বক্তব্যে আমরা কনেশ্বর ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তাকে সমর্থন জানিয়েছি।’

এই আওয়ামী লীগ নেতা আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, নুরুদ্দিন অপু ভাই নির্বাচিত হলে আমাদের এলাকার অসম্পূর্ণ উন্নয়নমূলক কাজগুলোর বাস্তবায়ন হবে। এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থেই আমরা সবাই তাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এই সংসদীয় আসনের ভোটাররা বলছেন, নুরুদ্দিন অপুর ব্যক্তি ইমেজের (ভাবমূর্তি) কারণে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সবাই যেভাবে এক কাতারে শামিল হচ্ছেন, তা শরীয়তপুরের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। সাবেক এসব জনপ্রতিনিধির সমর্থন নির্বাচনী প্রচারে নতুন প্রাণ সঞ্চার করেছে।

এলাকার সাধারণ মানুষ জানান, শরীয়তপুর-৩ আসনে নির্বাচনের সময় আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীদের মধ্যে পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও সৌজন্য সাক্ষাতের নজির রয়েছে। বিশেষ করে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে দেখা হলে একে অপরকে আলিঙ্গন করেন। একই চায়ের দোকানে বসে সব দলের কর্মীদের গল্প করতে দেখা গেছে, যা দেশের অনেক নির্বাচনী এলাকার জন্য বিরল এক দৃশ্য।

শরীয়তপুর-৩ আসনে নির্বাচনী প্রচারের সবচেয়ে বড় সৌন্দর্যের দিকটি হলো সব ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার নজির স্থাপন করে হিন্দু ধর্মাবলম্বী নেতারা সরাসরি বিএনপি প্রার্থীর সমর্থনে মাঠে নেমেছেন। তারা শুধু সমর্থনই দিচ্ছেন না, বরং ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন। এ প্রসঙ্গে হিন্দু সম্প্রদায়ের একজন প্রবীণ নেতা কালবেলাকে বলেন, ‘আমরা এমন এক নেতৃত্ব চাই, যেখানে ভয় নেই, আছে নিরাপত্তা আর ভালোবাসা। সৌহার্দ্যপূর্ণ এই পরিবেশে আমরা আমাদের পছন্দের প্রার্থীর হয়ে কাজ করতে পেরে আনন্দিত।’

সরেজমিন ভোটের মাঠে দেখা যায়, ডামুড্যা থেকে গোসাইরহাট—সর্বত্রই উৎসবের আমেজ। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় চলছে নির্বাচনী নানান বিশ্লেষণ। তবে এসব আলোচনার কেন্দ্রে কোনো উসকানি বা বিবাদ নেই; আছে এলাকার উন্নয়ন ও পরিবর্তনের প্রত্যাশা। নুরুদ্দিন আহাম্মেদ অপুর পক্ষে গণসংযোগের সময় ভোটারদের মাঝে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তা মূলত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আকাঙ্ক্ষাকেই প্রতিফলিত করে।

স্ত্রী-সন্তান নিয়ে গণসংযোগে নুরুদ্দিন অপু: ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে গণসংযোগ শুরু করেন বিএনপির প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। সপরিবারে তার এমন উপস্থিতি ভোটারদের মধ্যে জন্ম দিয়েছে প্রাণবন্ত আলোচনার, প্রচারে এনে দিয়েছে অনন্য উষ্ণতা।

ভেদরগঞ্জ বাজারের ব্যবসায়ী, ক্রেতা, পথচারী সবাইকে আন্তরিক অভিবাদন জানিয়ে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘মানুষের ভালোবাসাই আমার আসল শক্তি। আমার পরিবারও এই ভালোবাসার অংশীদার। উন্নত, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ শরীয়তপুর গড়তে আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমি চাই রাজনীতি হোক মানবতার সেবার মাধ্যম। মানুষের মুখে হাসি ফোটানোই আমার অঙ্গীকার।’

নুরুদ্দিন অপুর স্ত্রী ও সন্তানকে পাশে পেয়ে অনেকেই অভিভূত হয়ে পড়েন। কাউকে কাউকে বলতে শোনা যায়, একজন নেতা যখন নিজের পরিবারকে সঙ্গে নিয়ে মাঠে নামেন, তখন বোঝা যায় তিনি সাধারণ মানুষকেও নিজের পরিবারের অংশ হিসেবে ভাবেন। এমন দৃশ্য শরীয়তপুরের রাজনীতিতে বিরল।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নুরুদ্দিন অপুর সপরিবারে এমন মানবিক প্রচার জনগণের সঙ্গে তার সম্পর্ককে আরও দৃঢ় করেছে। তরুণ ভোটারদের মধ্যেও এটি ইতিবাচক সাড়া ফেলেছে। ভেদরগঞ্জে এ দিনটি এক উৎসবমুখর প্রচারের দিনে পরিণত হয়। শিশুদের সঙ্গে সময় কাটানো, সাধারণ মানুষের সঙ্গে হাত মেলানো, নারীদের সঙ্গে সৌজন্য আলাপ—সব মিলিয়ে বিএনপির এই প্রার্থীর প্রচার ছিল মানুষের সঙ্গে মেলবন্ধনের হৃদয়গ্রাহী এক উদাহরণ।

দল-মত ভুলে আধুনিক শরীয়তপুর গড়ার অঙ্গীকার: ýঅতীতের সব মতভেদ, দলীয় আদর্শ এবং ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে অবহেলিত শরীয়তপুরকে আধুনিক জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন নুরুদ্দিন আহাম্মেদ অপু। গতকাল ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ও মহিষার ইউনিয়নে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে মতবিনিময় সভা এবং বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠকে অংশ নিয়ে এই অঙ্গীকার করেন তিনি।

ýýমতবিনিময় সভায় নুরুদ্দিন অপু বলেন, ‘দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমি নির্বাচিত হলে ভেদরগঞ্জসহ শরীয়তপুর-৩ আসনের মানুষের উন্নয়ন, কর্মসংস্থান এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করব। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সব সময় পাশে থাকব।’ এদিনের ýýউঠান বৈঠকে অংশ নেওয়া এক ভোটার মাহফুজুর রহমান বাচ্চু সরকার বলেন, ‘মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে আল্লাহ আমাদের জন্য আশীর্বাদ হিসেবে পাঠিয়েছেন। নুরুদ্দিন অপু বিজয়ী হলে আমাদের ভেদরগঞ্জসহ পুরো শরীয়তপুর উন্নয়নের জোয়ারে ভাসবে।’

এদিন সকাল ৯টায় নারায়ণপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারকালে শারমিন কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির এই প্রার্থী। পরে কৃষকদের সঙ্গে খেতে-খামারে সময় কাটান এবং এলাকার লোকজনের সঙ্গে মতবিনিময় করেন।

ýýবেলা ১১টায় নারায়ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বয়াতী বাড়িতে উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শরীয়তপুরের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

বিকেলে মহিষার ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের এলেম সরদার বাড়িতে মতবিনিময় সভায় অংশ নেন নুরুদ্দিন অপু। পরে পড়ন্ত বিকেলে এলাকার শিক্ষার্থীদের সঙ্গে ভলিবল খেলেন। সন্ধ্যায় মহিষার ইউনিয়নে নির্বাচনী প্রচারকালে টং দোকানে বসে এলাকার লোকজনকে নিয়ে চা-বিস্কুট খান। পরে মহিষার ইউনিয়নের সিকদার বাড়ি এবং দাসপাড়া মন্দির এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে দিনের নির্বাচনী প্রচার শেষ করেন।

এদিনের গণসংযোগের সময় নুরুদ্দিন অপুর সঙ্গে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, মোহাম্মদ আসলাম মাঝি, বিএম মোস্তফা, আনিসুর রহমান স্বপন সরদার, জাকির পালোয়ান, টিআইএম মহিতুল গনী, ফারহানা নিপা, হুমায়ন দেওয়ানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রতিবেদনটিতে তথ্য দিয়েছেন ýভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি ýশাহীন আহমেদ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩

নীরবতা ভাঙলেন পরেশ রাওয়াল 

ক্ষমতায় গেলে জামায়াত কওমি মাদ্রাসা বন্ধ করবে, এটি জঘন্য মিথ্যাচার : শফিকুর রহমান

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ‘ইমার্জেন্সি অপশন’ হতে পারেন স্টিভ স্মিথ

জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী

কিশোরীকে ধর্ষণ, ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি

বিশ্বকাপে না যাওয়া ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট

শেরপুরে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

জবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

১০

যেসব কারণে বিশ্বজুড়ে বাড়ছে স্বর্ণের দাম

১১

রাজধানীতে বাসে আগুন

১২

হাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১৩

নিখোঁজের ৩ দিন পর ডোবায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

১৪

কিয়েভে হামলা বন্ধে রাজি হয়েছেন পুতিন

১৫

দেশে স্বর্ণের দাম কমলো

১৬

দুপুরে অপহরণ, রাতেই উদ্ধার মুগদার সেই শিশু

১৭

পাকিস্তান সিরিজেই জাতীয় দলে ফিরছেন সাকিব!

১৮

৫০তম বিসিএস পরীক্ষা শুরু

১৯

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

২০
X