বিড়াল দুষ্টু প্রকৃতির এবং উদ্দীপনায় ভরপুর একটি প্রাণী। এটি মানুষের সঙ্গে বেশি যোগাযোগ করতে পছন্দ করে। এ ছাড়া খেলনা নিয়ে মেতে থাকাসহ বাসায় নানা কাণ্ড ঘটাতে তাদের জুড়ি নেই। পারলে ঘরে বসে টেলিভিশনে চলা ফুটবল ম্যাচের ফ্রি-কিকই ঠেকিয়ে দেয়! সম্প্রতি করিতকর্মা গোলকিপার বিড়ালের এমনই এক অদ্ভুত কাণ্ড নিয়ে মেতেছেন নেটিজেনরা।
বিড়ালের ফ্রি-কিক ঠেকানোর চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে, একেবারে টিভির সামনে বসেই খেলা দেখছে একটি বিড়াল। এমন সময় ফ্রি-কিক নিচ্ছিলেন এক খেলোয়াড়। তা দেখেই অস্থির হয়ে পড়ে বিড়ালটি, ঠেকানোর জন্য শুরু করে লাফঝাঁপ। পরে হাইলাইটস দেখানোর সময় একই চেষ্টা করে বিড়ালটি, যা দেখে হেসে খুন ঘরে থাকা লোকজন।
বিড়ালের এ কাণ্ড নিয়ে মেতে উঠেছেন নেটিজেনরা। পোস্টে একজন লিখেছেন, বিজয়ী দলের অবশ্যই এমন গোলকিপার প্রয়োজন। অন্য একজন লিখেছেন, দুর্দান্ত। আমি এটি বারবার দেখছি। সূত্র: এনডিটিভি
মন্তব্য করুন