অটোরিকশা ভারতজুড়েই বাহন হিসেবে জনপ্রিয়। একে তো কম ভাড়া, তার ওপর যে কোনো জায়গায় যাওয়া যায় দ্রুত। যাত্রীদের টানতে চালকরা তাই নানা রং, চমকপ্রদ স্লোগান এবং অদ্ভুত পোস্টার লাগান তিন চাকার এ যানে। এ বাহনকে আরামপ্রদ করতে দেশটির এক চালক এমনভাবে পরিবর্তন করেছেন, যাকে এখন বিলাসবহুল অটোরিকশা বলাটাই হবে যুক্তিযুক্ত।
অদ্ভুত এ অটোরিকশার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেছেন অজিত শাহানি নামে একজন। তিনি লেখেন, হ্যালো, বেঙ্গালুরু কী সুন্দর অটোরিকশা। কেউ কি এতে চড়েছেন?
ভিডিওতে দেখা যায়, অটোরিকশার পুরোনো চেহারা সম্পূর্ণ বদলে ফেলা হয়েছে। এতে লাগানো হয়েছে বিভিন্ন রঙের এলইডি লাইট, দরজা এবং যাত্রী ও চালকের অংশে কাচের জানালা। যাত্রীর আরামের জন্য বসানো হয়েছে চামড়ার সিট কভার, দেওয়া হয়েছে কুশন, রয়েছে ফ্যান। এ ছাড়া খাবার সুবিধার জন্য স্থাপন করা হয়েছে ট্রে টেবিল। আর অটোরিকশার পেছনে লাগানো হয়েছে মৃত কন্নড় সুপারস্টার পুনিত রাজকুমার ও শঙ্কর নাগের ছবি।
ভিডিওটি পোস্ট করার পর থেকেই অটোরিকশাচালক প্রশংসা পাচ্ছেন নেটিজেনদের। একজন লিখেছেন, খুবই আকর্ষণীয়। আমি এ ধরনের অটোরিকশা শ্রীলঙ্কায় দেখেছি। অন্য একজন লিখেছেন, খুবই সুন্দর অটোরিকশা, বিশেষ করে ভেতরটা। সূত্র: এনডিটিভি
মন্তব্য করুন