কামাল পারভেজ অভি, সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ১০:১৫ এএম
প্রিন্ট সংস্করণ
আজ পবিত্র হজ

লাব্বাইক ধ্বনিতে আরাফাত ময়দান মুখর হবে

পবিত্র কাবা শরিফ। ছবি: সংগৃহীত
পবিত্র কাবা শরিফ। ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার পবিত্র হজ। মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব। এবারের হজ পালনে বাংলাদেশসহ বিশ্বের ১৬০ দেশের ২০ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান জড়ো হয়েছেন পবিত্র নগরী মক্কায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল-হামদা ওয়াননি’মাতা লাকা ওয়াল-মুলক, লা শারিকা লাক—এই তালবিয়াহ উচ্চারণ ও মহান আল্লাহর এককত্ব ও সার্বভৌমত্ব ঘোষণা করে হজযাত্রীরা আজ মঙ্গলবার মহানবী (সা.)-এর বিদায় হজের স্মৃতিবিজড়িত আরাফাত ময়দানে সমবেত হবেন।

শ্বেতশুভ্র পোশাকে আবৃত এসব হজযাত্রী জাবালে রহমতের পাদদেশ ও মসজিদে নামিরার আশপাশে অবস্থান নিয়ে হজ পালন করবেন। মূলত এ দিনটির জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসেন সক্ষম মুসলিমরা। বাবা আদম ও মা হাওয়া পৃথিবীতে দীর্ঘদিন একাকী ঘুরতে ঘুরতে এই আরাফাতের ময়দানে এসেই মিলিত হন।

রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খা-সিরিন—এ দোয়া পড়ার পর আল্লাহ তাদের ক্ষমা করেন এবং দুজনের মিলন ঘটান। তাদের মিলনের স্মৃতিকে অম্লান করে রাখতেই আজ পৃথিবীর মুসলিমের এই মিলনমেলা। প্রতিবছরই একবার করে এটি দৃশ্যমান হয়।

হজরত ইবরাহিম (আ.) তার স্ত্রী-পুত্রকে জনমানব ও খাদ্যপানীয় বিহীন মরুপ্রান্তরে ছেড়ে যাওয়ার সময় দোয়া করেছিলেন, ‘সুতরাং মানবের মধ্য থেকে এক দলকে এর দিকে ধাবিত করে দাও এবং তাদের ফলফলাদি দ্বারা আহার জোগাও।’ এ দোয়ার প্রতিফলন দেখা যায় পবিত্র হজে। সমগ্র বিশ্বের মুসলিমরা পাগলপারা হয়ে ছুটে আসেন সৌদি আরবের মক্কা নগরীর পানে। তাদের একটাই চাওয়া—আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা।

গতকাল সোমবার হজযাত্রীরা মিনায় পৌঁছেছেন। সেখান থেকে আজ মঙ্গলবার মোয়াল্লিমরা হজযাত্রীদের গাড়িতে করে নিয়ে যাবেন আরাফাত ময়দানে। তাদের সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে। এটিই মূলত হজ। হজরত মুহাম্মদ (সা.) বলেন, আল-হাজ্জু আরাফাহ। অর্থাৎ, আরাফাতের ময়দানে অবস্থান করাই হচ্ছে হজ।

আজ স্থানীয় সময় দুপুরে ঐতিহাসিক আরাফাত প্রান্তরে অবস্থিত মসজিদে নামিরায় মুসলিম উম্মাহর উদ্দেশ্যে হজের খুতবা দেবেন শায়খ ড. ইউসুফ মুহাম্মদ বিন সাঈদ। তিনি সৌদি আরবের সিনিয়র উলামা কাউন্সিলের সদস্য।

এ বছরও হজে আরবি খুতবা বাংলাসহ মোট ২০টি ভাষায় শোনা যাবে। বাংলা ভাষায় হজের খুতবা অনুবাদ করবেন ড. খলীলুর রহমান।

সূর্যাস্তের পর মাগরিব আদায় না করে হাজিদের যাত্রা শুরু হবে মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে যাওয়া মাত্র মাগরিব ও এশা এক আজানে, দুই ইকামাতে আদায় করবেন তারা। এরপর মুজদালিফায় মসজিদে মাশআরিল হারামের আশপাশে উন্মুক্ত আকাশের নিচে মাথা খোলা অবস্থায় রাতযাপন করবেন হজযাত্রীরা। পরের দিনগুলোতে জামারাতে নিক্ষেপের জন্য এখান থেকেই পাথর সংগ্রহ করেন তারা। এজন্য বিশেষ ধরনের ছোট ছোট পাথর রাখা হয় পুরে মুজদালিফা জুড়ে।

১০ জিলহজ সূর্যোদয়ের পর আবার মিনায় ফিরে সূর্য পশ্চিমাকাশে ঢলে যাওয়ার পূর্বে বড় জামারাতে ৭টি কঙ্কর নিক্ষেপ, কোরবানি সম্পন্ন করার পর মাথা মুণ্ডন করে ইহরাম পরিত্যাগ করবেন হাজিরা। এরপর সুযোগ বুঝে মক্কায় গিয়ে ফরজ তাওয়াফ করতে হবে তিন দিনের মধ্যে। ১১ ও ১২ জিলহজও হাজিদের ৩টি জামারাতে ৭টি করে মোট ২১টি কঙ্কর নিক্ষেপ করতে হবে।

পরে মক্কায় ফিরে বিদায়ের দিন বিদায়ী তাওয়াফের পূর্ব পর্যন্ত স্বাভাবিকভাবে প্রতি ওয়াক্তের নামাজ ও যত বেশি সম্ভব তাওয়াফে সময় কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মামাতো ভাইকে দিয়ে যুবদল নেতাকে খুন করান স্ত্রী’

জার্মান যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত 

জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে খুন

নিউইয়র্কে কনস্যুলেটের ঘটনায় ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

‘শেষবার মানিক আমাকে মা বলে ডেকেছিল’

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ 

অনলাইনে যেভাবে কাটবেন বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের টিকিট

পালানোর প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট?

প্লট দুর্নীতি / শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য শুরু

ভাসমান বীজতলা তৈরিতে সফল খুলনার রোকেয়া

১০

ব্রাজিল থেকে ১২০ টাকায় গরুর মাংস আমদানির খবর ভিত্তিহীন

১১

ন্যূনতম কর একটা কালাকানুন : এনবিআর চেয়ারম্যান

১২

ঈদে মিলাদুন্নবীর ছুটি যেদিন

১৩

শপথ নিলেন হাইকোর্টের ২৫ বিচারপতি

১৪

সাকিবের প্রিয় ‘শিকারের’ তালিকায় তামিম, দেখে নিন পুরো তালিকা

১৫

‘ভয়ংকর আফ্রিদির’ মুখোশ খুললেন তানভীর রাহী

১৬

ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু

১৭

তথ্য গোপন করে প্রধান শিক্ষক, অতঃপর...

১৮

পুঁজিবাজারের প্রতারক চক্র গোয়েন্দা সংস্থার নজরে: ডিএসই

১৯

পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম 

২০
X