কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:৪২ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১০:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

আচরণবিধি রক্ষায় কঠোর অনুসন্ধান কমিটি

আরও চার প্রার্থীকে শোকজ; জবাব দিয়েছেন তিন মন্ত্রী ও নিক্সন
আচরণবিধি রক্ষায় কঠোর অনুসন্ধান কমিটি

নির্বাচনী আচরণবিধি পরিপালনে কঠোর অবস্থান অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। দলের মনোনয়ন এবং রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমাদানের আগে-পরে মিছিল, মিটিং, মোটর শোভাযাত্রা, বিপুল গণজমায়েত ও শোডাউনের ঘটনায় একের পর এক শোকজ করা হচ্ছে প্রার্থীদের। দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ৩০০ আসনের জন্য গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি তাদের শোকজ করছে। আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় প্রার্থীর কর্মীকে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। এদিকে আচরণবিধি ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পাওয়া প্রার্থীরাও একে একে তাদের জবাব দিতে শুরু করেছেন। কোনো কোনো প্রার্থী তাদের প্রতিনিধি অথবা আইনজীবীর মাধ্যমে জবাব দিচ্ছেন।

ইসি সূত্র জানায়, দলের মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে কয়েকদিন থেকে সারা দেশেই প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। দলের মনোনয়ন পেয়ে অনেক প্রার্থীই নিজ নিজ সংসদীয় আসনে বিশাল মিটিং, মিছিল, মোটর শোভাযাত্রাসহ নানাভাবে শোডাউন করছেন। অনেক প্রার্থী রাস্তাঘাট বন্ধ করে গণসংবর্ধনাও নেন। আবার আচরণবিধি লঙ্ঘন নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের ওপর চড়াও হন কোনো কোনো প্রার্থী। সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের এ বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরে নানা আলোচনা-সমালোচনা চলছিল। এসব বিষয়ে শুরুতে নির্বিকার থাকলে বিভিন্ন গণমাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি ফলাও করে প্রচারের পর নড়েচড়ে বসে কমিশন। গত বৃহস্পতিবার থেকে ব্যবস্থা নেওয়া শুরু হয় অভিযুক্ত প্রার্থীদের বিরুদ্ধে। সারা দেশে বিভিন্ন প্রার্থীকে একের পর এক শোকজের খবর আসে নির্বাচন কমিশনে। ওইদিন সরকারের চার মন্ত্রীসহ অন্তত ৩০ জন প্রার্থীকে শোকজের তথ্য আসে কমিশনে। এ ধারা গতকালও অব্যাহত ছিল।

ইসি সূত্র জানায়, চট্টগ্রাম-১২ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী পুলিশ প্রটোকলে জাতীয় পতাকাবাহী গাড়ি নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। আচরণবিধি ভঙ্গ করে মনোনয়ন জমা দিতে আসার বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সামশুল হক চৌধুরী বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আমি শুধু আমার নির্বাচনী এলাকায় প্রটোকল পাব না, পতাকা পাব না। সুতরাং পতাকা ও প্রটোকল বন্ধ হবে আমার এলাকায় ঢুকলে। বিষয়টি মিডিয়ায় এলে গতকাল তাকে শোকজ করে অনুসন্ধান কমিটি। তাকে আগামীকাল রোববারের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নেত্রকোনা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোশতাক আহমেদ রুহীকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। গতকাল কমিটির নেত্রকোনা-১-এর চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সোলায়মান কবীর স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে তলব করা হয়। এ ব্যাপারে তাকে আজ শনিবার বিকেল ৩টার মধ্যে সিনিয়র সহকারী জজ দুর্গাপুর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্যের আদেশ দেওয়া হয়। এ ছাড়া আচরণবিধি ভঙ্গের অভিযোগে শোকজ করা হয় ঢাকা-২০ আসনের আওয়ামী লগের প্রার্থী বেনজীর আহমদ ও সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী রনজিত সরকারকে।

এদিকে বৃহস্পতিবার শোকজ করা সরকারের বর্তমান মন্ত্রী ও এমপি প্রার্থীরা তাদের জবাব দেওয়া শুরু করেছেন। ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগ প্রার্থী এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান অনুসন্ধান কমিটির কাছে দেওয়া জবাবে বলেন, ‘গত ২৯ নভেম্বর আমার মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তার কক্ষে আমি আমার পাঁচজন কর্মী ও সমর্থককে নিয়ে প্রবেশ করেছিলাম। কিন্তু ওইদিন পূর্বনির্ধারিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও আরও অন্য মাসিক সভা থাকায় বিপুলসংখ্যক লোকের সমাগম ছিল। এ ছাড়া উপজেলা পরিষদে বিভিন্ন সরকারি দপ্তর থাকায় সেসব দপ্তরে সেবাপ্রত্যাশী অনেক লোকের উপস্থিতি ছিল। তা ছাড়া নির্বাচন সংক্রান্ত খবরাখবর ধারণের জন্য সেখানে শতাধিক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন এবং আরও একাধিক প্রার্থীর মনোনয়নপত্র জমা প্রদানের জন্য সেখানে তাদের অনেক কর্মী ও সমর্থকরা আগে থেকেই উপস্থিত ছিলেন। এখানে আরও উল্লেখ্য, সাভার উপজেলা চেয়ারম্যান সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় স্বাভাবিকভাবেই তার দপ্তরে প্রতিদিন অনেক লোকের উপস্থিতি থাকে এবং ওইদিনও একই কারণে বরাবরের মতো তার দপ্তরে সেবাপ্রার্থী জনসাধারণ আগে থেকেই সমাগত ছিলেন। ওই সময়ে আমি আমার কর্মী ও সমর্থককে কোনোরূপ প্রচারণা ও সমাগম না করার জন্য নিবৃত্ত করি এবং কোনো ধরনের শোডাউন সেখানে করা হয়নি। এ সত্ত্বেও এরূপ অভিযোগ উত্থাপিত হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত।

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন তার জবাবে বলেন, ‘আমি মনোনয়নপত্র জমাদানের সময় জনগণকে ডেকে আনিনি। অন্যান্য প্রার্থী একই সময়ে মনোনয়নপত্র জমা দেওয়ায় তাদের সমর্থকরাও সে সময় সমবেত হন। উৎসুক কিছু জনতা মনোনয়ন জমার দৃশ্য দেখার জন্য স্বেচ্ছায় চলে আসেন। উৎসুক জনতার বিষয়ে আমি আগে থেকে অবগত ছিলাম না। তবুও অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে আর এ ধরনের ভুল হবে না বলে অঙ্গীকার করেন তিনি।

নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী তার জবাবে বলেন, আমি তিনবারের নির্বাচিত সংসদ সদস্য এবং সরকারের মন্ত্রী হওয়ায় এলাকায় গেলে উৎসুক জনতা ভিড় জমায়। ব্যানার ফেস্টুন নিয়ে আসা কেউ আমার কর্মী বা সমর্থক নয়। একজন সশস্ত্র কর্মীর কথা উল্লেখ করা হলেও তাকে আমি দেখিনি। একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে এসব করে থাকতে পারে। এ অবস্থায় অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে ন্যায়বিচার পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ ছাড়া শোকজের জবাব দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নরসিংদী ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার: এদিকে ‘কোনো স্বতন্ত্র মতন্ত্র আমরা চিনি না, মাইরের ওপর কোনো ওষুধ নাই’—এমন বক্তব্য দেওয়ার অভিযোগে নরসিংদী ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনকে কারাগারে পাঠানো হয়েছে। নরসিংদীতে আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময় সভায় জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন স্বতন্ত্র প্রার্থীকে পেটানোর হুমকি দেওয়ার ঘটনায় গতকাল শুক্রবার দুপুর ১টায় ঢাকার নিউমার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সফর ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ইসহাক দার

লুট হওয়া ২৫ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার

ক্ষমা চেয়ে আবেদন উমামা ফাতেমার

যেসব লক্ষণে বুঝবেন আপনি লো ব্লাড প্রেশারে ভুগছেন

গণহত্যা মামলায় আফ্রিদি গ্রেপ্তার, ফেসবুকে প্রতিক্রিয়া প্রত্যয় হিরণের

চুরির মামলার হাজিরার টাকা জোগাতে ফের চুরি, অতঃপর...

বাবা-মায়ের ডিভোর্স নিয়ে মুখ খুললেন গোবিন্দ-কন্যা

সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে দেশ সেরা ইলেকট্রনিকস ব্র্যান্ড যমুনার পণ্য 

জেন-জির নতুন ট্রেন্ড ‘থিম পার্টি’, কী হয় সেখানে

নারী ওয়ানডে বিশ্বকাপ / আসন্ন বিশ্বকাপের জন্য পাকিস্তানের ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা

১০

মামলা নিয়ে বিচলিত নন পলক, আইনজীবীকে ট্রায়ালের প্রস্তুতির নির্দেশ

১১

ঘুষকাণ্ডে এবার জামায়াতের সেই পিপির নিয়োগ বাতিল

১২

ভরা মৌসুমেও ইলিশের আকাল

১৩

শোকজের জবাব দেবেন ফজলুর রহমান

১৪

হত্যাচেষ্টার নতুন মামলায় পলক, রাষ্ট্রদ্রোহে জাহাঙ্গীর গ্রেপ্তার

১৫

অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা সরকারের

১৬

প্রিয় মানুষের অভিমান ভেঙে ফেলুন সহজ কিছু উপায়ে

১৭

ইসলামী সংগীত গাইলেন ইউটিউবার সাইদুল হাসান

১৮

টঙ্গীতে ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ 

১৯

ভারতে আসছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ হিসেবে যাদের নাম আলোচনায়

২০
X