কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১২:২৩ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে মার্কেটে আগুন, এক দোকানেই মিলল ৩০ মরদেহ

আগুনে ক্ষতিগ্রস্ত মার্কেট। ছবি: সংগৃহীত
আগুনে ক্ষতিগ্রস্ত মার্কেট। ছবি: সংগৃহীত

পাকিস্তানে একটি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। এর মধ্যে একটি দোকান থেকে অন্তত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করাচির গুল প্লাজায় উদ্ধারকর্মীরা ভবনের মেজানাইন ফ্লোরের একটি দোকান থেকে একসঙ্গে অন্তত ৩০টি মরদেহ উদ্ধার করেছেন। এতে গত এক দশকের মধ্যে শহরের সবচেয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মোট মৃতের সংখ্যা ৬০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া অগ্নিকাণ্ডে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

দক্ষিণ করাচির ডিআইজি সৈয়দ আসাদ রাজা জানান, মেজানাইন ফ্লোরে অবস্থিত একটি ক্রোকারিজ দোকানের ভেতর থেকেই সব ৩০টি মরদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, মরদেহগুলো হাসপাতালে পাঠানোর পর উদ্ধার অভিযানের পরবর্তী ধাপে যাওয়া হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল দোকানটির ভেতরে ২০ থেকে ২৫টি মরদেহ থাকতে পারে। তবে অভিযানে সেখানে ৩০ জনের মরদেহ পাওয়া যায়। এতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬০ জনে।

জিও নিউজ জানিয়েছে, মরদেহ উদ্ধারের সময় ভবন থেকে রেসকিউ ১১২২, এধি ফাউন্ডেশন, রেঞ্জার্স ও চিপা স্বেচ্ছাসেবকদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে বিপুলসংখ্যক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। এ সময় পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং অভিযান নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত জনবল মোতায়েন করে। তবে উদ্ধার হওয়া মরদেহগুলো দোকান মালিক, কর্মচারী নাকি ক্রেতাদের তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর শপিং সেন্টারের ভেতরে হুড়োহুড়ি শুরু হলে অনেকে প্রাণ বাঁচাতে ওই দোকানে আশ্রয় নেন। ভবনের অধিকাংশ বের হওয়ার পথ বন্ধ থাকায় অনেকেই দোকান, কোণা ও ছাউনি দেওয়া জায়গায় লুকিয়ে পড়েন।

এদিকে করাচি সাউথের ডেপুটি কমিশনার জানান, ভবনের কয়েকটি অংশ এখনও পুরোপুরি তল্লাশি করা হয়নি। সেসব এলাকায় দিনের পরবর্তী সময়ে উদ্ধার অভিযান শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্যুর ভাতাসহ চাকরি দিচ্ছে আকিজ বশির গ্রুপ

২৪ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায় 

মুসলিম ব্রাদারহুড / ইইউকে চাপ দিচ্ছে ফ্রান্স

আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ভোট চুরি ঠেকাতে যে বার্তা দিলেন রুমিন ফারহানা

২৪ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতেই হবে : সাকি

ছেলের মৃত্যুর খবরে প্রাণ গেল মায়ের, হাসপাতালে বাবা

হাত-পায়ের পর খণ্ডিত মাথা উদ্ধার

১০

জঙ্গল সলিমপুরের ঘটনায় কালা বাচ্চু গ্রেপ্তার

১১

এমন কাজ করিনি যে সেফ এক্সিট নিতে হবে : প্রেস সচিব

১২

কেন্দ্র দখলের চিন্তা করলে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন : হাসনাত

১৩

সীমান্ত থেকে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার

১৪

সন্ত্রাসী-চাঁদাবাজি চলবে না : ব্যারিস্টার খোকন

১৫

জবি সাংবাদিকতা বিভাগের সরস্বতী পূজার ব্যতিক্রমী থিম

১৬

গাজীপুরের সেই ঘটনায় গ্রেপ্তার ৫

১৭

আইসিজেতে রোহিঙ্গাদের ‌‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখ্যান বাংলাদেশের

১৮

মাছের ঘের থেকে বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার

১৯

টিকটক করতে বাধা দেওয়ায় গৃহবধূর কাণ্ড

২০
X