কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১০:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

বিদায়ী অর্থবছরে মূল্যস্ফীতি লক্ষ্যের ৩ শতাংশের বেশি

বিবিএসের তথ্য
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অফিস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অফিস। ছবি: সংগৃহীত

বিদায়ী অর্থবছরে মূল্যস্ফীতির নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। অর্থবছর শেষে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক শূন্য ২ শতাংশ। অথচ ২০২২-২৩ অর্থবছরে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্র ছিল ৬ শতাংশ। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক শূন্য ২ শতাংশ বেশি হয়েছে মূল্যস্ফীতি।

গতকাল সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২২-২৩ অর্থবছরের সর্বশেষ মাস জুনের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) হালনাগাদ তথ্য প্রকাশ করে। বিবিএসের তথ্য পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া যায়।

সদ্য বিদায়ী অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৫ দশমিক ৬ শতাংশে বেঁধে রাখার লক্ষ্য ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। পরে তা সংশোধন করে ৬ শতাংশ করা হয়। তবে সেই লক্ষ্যও পূরণ হয়নি। এদিকে, অর্থবছরের ব্যবধানে দেশে মূল্যস্ফীতি বেড়েছে ২ দশমিক ৮৭ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ১৫ শতাংশ। আর ২০২০-২১ অর্থবছরে ছিল ৫ দশমিক ৫৬ শতাংশ।

বিবিএসের তথ্যানুযায়ী, বিদায়ী অর্থবছরের শেষ মাসে সামান্য কমেছে মূল্যস্ফীতি। জুন মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশে। এর আগের মাসে মূল্যবৃদ্ধির বিরূপ প্রভাবের কারণে সাধারণ মূল্যস্ফীতি ছিল গড়ে ৯ দশমিক ৯৪ শতাংশ, যা গত এক যুগের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১১ সালের মে মাসে ছিল ১০ দশমিক ২ শতাংশ মূল্যস্ফীতি।

চলতি অর্থবছরের সাধারণ মূল্যস্ফীতির হার কমলেও বেড়েছে খাদ্যপণ্যের দাম। জুন মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার বেড়ে ৯ দশমিক ৭৩ শতাংশ হয়েছে, যা মে মাসে ছিল ৯ দশমিক ২৪ শতাংশ।

বিবিএসের তথ্যে দেখা গেছে, মে মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার ৯ দশমিক ২৪ শতাংশ ছিল, এপ্রিল মাসে যা ছিল ৮ দশমিক ৮৪ শতাংশ। ফলে এপ্রিল থেকে বেড়ে জুনে খাদ্যপণ্য বৃদ্ধির রেকর্ড গড়েছে। চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি, মসলা ও তামাকজাতীয় পণ্যের দাম বাড়ায় খাদ্য মূল্যস্ফীতির হার বেড়েছে বলে জানিয়েছে বিবিএস।

তবে কমেছে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি। বাড়িভাড়া, আসবাব, গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দাম কিছুটা কমেছে। মে মাসে এ খাতে মূল্যস্ফীতিরে হার ছিল ৯ দশমিক ৯৬ শতাংশ, জুনে কিছুটা কমে ৯ দশমিক ৬০ শতাংশ হয়েছে।

২০২২-২৩ অর্থবছরের জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ। এর পরই আগস্টে মূল্যস্ফীতি বেড়ে হয়েছিল ৯ দশমিক ৫২ শতাংশ। পরে কিছুটা কমলেও ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৭৮ শতাংশ। মার্চে মূল্যস্ফীতির হার বেড়ে ৯ দশমিক ৩৩ শতাংশ হয়। এপ্রিলে মূল্যস্ফীতি কিছুটা কমলেও তা আশাব্যঞ্জক ছিল না। তখন সার্বিক বা সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ২৪ শতাংশ।

বিবিএসের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে মূল্যস্ফীতির চাপ শহরের তুলনায় এখন গ্রামের মানুষের ওপর বেশি। মে মাসে গ্রামের তুলনায় শহরের মূল্যস্ফীতি বেশি ছিল। কিন্তু জুনে এসে শহরের মূল্যস্ফীতি কিছুটা কমেছে। জুন মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৫ শতাংশ। গ্রামে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। এর আগের মাসে শহরে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯৮। আর গ্রামে ছিল ৯ দশমিক ৮৪ শতাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তানকে বাঁচাতে মেট্রোরেলের গেট ধরে মায়ের আহাজারি

এবার নতুন কর্মসূচির ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের

অভিনেত্রী মানেই পোশাক খুলে দাঁড়িয়ে পড়বে?

প্রীতির হ্যাটট্রিকে নেপালের বিপক্ষে আরেকটি জয় বাংলাদেশের

গ্রেপ্তার ডাকসুর ভিপি প্রার্থী জালালকে নিয়ে রাশেদের পোস্ট

রাজশাহীতে বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলন অনুষ্ঠিত

কৃষি জমি রক্ষায় দ্রুত আইন আসছে : কৃষি উপদেষ্টা

টিসিবির চাল নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

সরকারি কর্মচারীদের চিকিৎসায় অনুদান মঞ্জুরির হার পুনর্নির্ধারণ

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, ২৪৫০ কোটি টাকার ক্ষতি

১০

কবরের আজাব ও বার্ধক্যের দৈন্য থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন

১১

ডুবন্ত বাঁধ নির্মাণ হলে হাওরে কৃষি উৎপাদনের ক্ষতি কমানো সম্ভব : রিজওয়ানা হাসান

১২

আমড়া ভর্তা খেয়ে হাসপাতালে ৬ শিক্ষার্থী

১৩

সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বৃহস্পতিবার

১৪

‘কাজী জাফরকে বাদ দিয়ে কেউ বাংলার ইতিহাস লিখতে পারবে না’

১৫

গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের তথ্য চেয়ে ‘জরুরি’ নির্দেশনা

১৬

পাঁচটি কংক্রিট মিক্সারসহ নিলামে ৫৮ লট পণ্য

১৭

নতুন আইফোন কবে আসছে, জানাল অ্যাপল

১৮

‎গকসু : শুরুতেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ

১৯

নারীর তুলনায় ক্যানসারে পুরুষের মৃত্যুঝুঁকি বেশি, নেপথ্যে কারণ কী?

২০
X