

মুন্সীগঞ্জের গজারিয়ায় মো. জহিরুল ইসলাম জয় নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এর এক বছর আগে জয়ের (২৭) বাবা মো. জামাল সরকারকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
নিহতের বোন ও পরিবার সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে প্রায় এক বছর আগে দুর্বৃত্তরা জামাল সরকারকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। সেই মামলায় গ্রেপ্তার হয়ে জেল খেটে জামিনে বের হয় একই গ্রুপের সদস্যরা।
এরপর এ ঘটনা ঘটে। বুধবার রাতে জয়কে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জয়কে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আলম আজাদ কালবেলাকে জানান, হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন