আলী ইব্রাহিম
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৩:৫৯ এএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১০:২১ এএম
প্রিন্ট সংস্করণ

রোজা সামনে রেখে খেজুর আমদানিতে তেলেসমাতি

চট্টগ্রাম কাস্টমস
রোজা সামনে রেখে খেজুর আমদানিতে তেলেসমাতি

চাহিদা অনেক গুণ বেড়ে যাওয়ায় রমজানের আগে খেজুর আমদানি উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পায়। অবাধে আমদানির সুযোগে শুল্ক ফাঁকি দিতে ঢাকার এক আমদানিকারক নিম্নমানের খেজুর ঘোষণায় ভালো মানের খেজুর খালাসের আয়োজন শেষ করেছিলেন। চূড়ান্ত পর্যায়ে আটকে দিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আর কায়িক পরীক্ষার মাধ্যমে বেরিয়ে আসে প্রায় ৪৬ লাখ টাকার শুল্ক ফাঁকির প্রমাণ। তবে মিথ্যা ঘোষণার পরও মামলা না করেই পণ্যের চালানটি ছেড়ে দেওয়ার সব কার্যক্রম শেষ করেছিল চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। ইতোমধ্যে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। মিথ্যা ঘোষণার পরও একই আমদানিকারকের আরও দশ কনটেইনার পণ্য সর্বনিম্ন ভ্যালুতে শুল্কায়ন প্রক্রিয়া শেষ করেছেন শুল্ক কর্মকর্তারা। শুল্ক গোয়েন্দাদের তৎপরতার পর নাটকীয়ভাবে পণ্যের চালানগুলোর লক করার আগ মুহূর্তে পোস্ট এন্ট্রির মাধ্যমে ভ্যালু বাড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এ ব্যাপারে আমদানিকারক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

সূত্র জানায়, চট্টগ্রাম কাস্টম হাউস দিয়ে সংযুক্ত আরব আমিরাতের ডেনা ট্রেডিংয়ের মাধ্যমে সৌদি আরবের মরিয়ম খেজুর আমদানি করেন ঢাকার আমদানিকারক মেসার্স মো. সহিদুল্লাহ হোসাইন। ৯০ হাজার ২৫০ ডলার মূল্যমানের খেজুরের পরিমাণ ৯ হাজার ৫০০ প্যাকেট। এই চালানে আমদানিকারক প্রতিষ্ঠান শুল্ক ফাঁকি দিতে ভালোমানের খেজুরকে নিম্নমানের ঘোষণা দিয়ে শুল্কায়ন প্রক্রিয়া শেষ করে। চট্টগ্রাম কাস্টম হাউসের শুল্কায়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তারাও চার ডলারে শুল্কায়নের পণ্য থাকার পরও আড়াই ডলারে বিষয়টি খালাসের প্রক্রিয়া শেষ করেন। কিন্ত বাদ সাধে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মিথ্যা ঘোষণায় খেজুরের পণ্য চালান খালাস হচ্ছে—এমন সংবাদে চালানটি আটকে দেওয়া হয়। প্রতিষ্ঠানটি এক চালানে মিথ্যা ঘোষণায় সরকারের রাজস্ব ফাঁকি দেয় ৪৬ লাখ টাকা। যার শাস্তি সর্বোচ্চ ৪০০ শতাংশ জরিমানা। এ ছাড়া ফৌজদারি মামলাও হতে পারে। আর আগে থেকেই চালানটি পর্যবেক্ষণের সিদ্ধান্ত থাকলেও সঠিকভাবে পরীক্ষণ ও শুল্কায়ন না হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। চালানের সিঅ্যান্ডএফ ছিল করতোয়া ট্রেডিং করপোরেশন।

চট্টগ্রাম কাস্টমসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান কালবেলাকে বলেন, ইতোমধ্যে বিষয়টি তদন্ত করা হয়েছে। এই পণ্য চালানে যেসব কর্মকর্তা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া যে আমদানিকারক এবং সিঅ্যান্ডএফ মিথ্যা ঘোষণায় পণ্য চালান খালাসের চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। একই আমদানিকারকের আরও দশ কনটেইনার পণ্য চালানের ভ্যালু বাড়ানোর বিষয়টি তিনি জানেন না বলেও জানান।

ভ্যালু বাড়ানোর বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম কমিশনার তারেক হাসান কালবেলাকে বলেন, মিথ্যা ঘোষণায় খেজুর আমদানি করা শহীদুল্লাহ হোসাইনের আরও দশ কনটেইনার পণ্যের ভ্যালু বাড়ানোর বিষয়টি জানতাম না। বিষয়টি জানার পর এই আমদানিকারকের আগের আমদানি করা সব পণ্য চালানের শুল্কায়ন প্রক্রিয়া খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির বিষয়ে জানতে চাইলে করতোয়া ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী স্বপন বিষয়টি নিয়ে কথা বলতে পারবেন না বলে এই প্রতিবেদককে জানিয়ে দেন। আর আমদানিকারক প্রতিষ্ঠানের মোবাইল ফোন নম্বর চাইলেও তিনি অপারগতা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধিকাংশ পাকিস্তানি পুরুষ অবিশ্বস্ত, দাবি পাক অভিনেত্রীর

বিমানবন্দরে ক্রিকেটার হেনস্তা, জড়িতদের ধরতে পুলিশের সহায়তা চেয়েছে বিসিবি

ছুটির দিনও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

গণমানুষের কণ্ঠস্বর এখন কালবেলা

শিবির প্যানেলের সনাতন ধর্মের সেই সুজন চন্দ্র বিজয়ী

বাংলাদেশে গুম ও নির্যাতনের বিচার নিয়ে জাতিসংঘের বার্তা

মাদ্রাসায় ক্রিকেট চালুর চিন্তা বিসিবির, যা বলছেন শায়খ আহমাদুল্লাহ

রাকসুতে ছাত্রদলের প্যানেল থেকে বিজয়ী জাতীয় খেলোয়াড় নার্গিস

১৭ হলের ভিপি-জিএস-এজিএস পদে ছাত্রশিবিরের জয়

আরিয়ান একদম সুইটহার্ট: ঈশিকা দে

১০

পুরো কলেজে একজন পরীক্ষার্থী, তবু ফেল

১১

জানা গেল দুপুর পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া

১২

রাকসুর কেন্দ্রীয় ২৩ পদের ২০টিতেই শিবিরের জয়

১৩

রাকসুর চূড়ান্ত ফল ঘোষণা, কোন পদে কারা জয়ী

১৪

রাকসু নির্বাচনের ফল নিয়ে ছাত্রদলের এজিএস প্রার্থী এষার প্রতিক্রিয়া

১৫

পদত্যাগ করছেন লাতিন আমেরিকার মার্কিন সামরিকপ্রধান

১৬

ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, প্রতি বিষয়ে ফি ১৫০ টাকা

১৭

স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন

১৮

হিনা খানের কণ্ঠে কৃতজ্ঞতার সুর

১৯

জিৎ গাঙ্গুলির কণ্ঠে হতাশা

২০
X