রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২
শফিকুল ইসলাম
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০১:৫৮ পিএম
প্রিন্ট সংস্করণ

যুব মহিলা লীগের দ্বন্দ্ব চরমে

বাংলাদেশ যুব মহিলা লীগের লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ যুব মহিলা লীগের লোগো। ছবি: সংগৃহীত

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী নারী সংগঠন যুব মহিলা লীগের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। গেল বছরের ডিসেম্বরে সম্মেলনের মাধ্যমে আলেয়া সারওয়ার ডেইজিকে সভাপতি এবং শারমিন সুলতানা লিলিকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এরপরই সংগঠনের কর্মসূচি ও সিটি নির্বাচনে সফরকে কেন্দ্র করে তৈরি হওয়া দূরত্ব প্রকাশ্য বিরোধের রূপ নেয়। এর ফলে দায়িত্ব পাওয়ার পর সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছিলেন না সংগঠনের সভাপতি ডেইজি ও তার অনুসারী নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকালে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক লিলির নেতৃত্বে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সংগঠনটি। পরে সংগঠনের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে শোভাযাত্রা বের করেন। এর আগে সকাল ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন তারা। ডেইজিপন্থি নেতাকর্মীদের দাবি, অসুস্থ থাকায় সংগঠনের সভাপতি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে থাকতে পারেননি। তবে দলের অপর অংশের দাবি, তিনি অসুস্থ না থাকলেও সভাপতি নির্বাচিত হবার পর বেশ কয়েকবার বিদেশে গিয়েছেন এবং সপ্তাহের পর সপ্তাহ অবস্থান করেছেন। ফলে সাংগঠনিক কর্মকাণ্ডে ছেদ পড়েছে, তৈরি হয়েছে দূরত্ব। এ বিষয়ে যুব মহিলা লীগের সভাপতি ডেইজির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মোবাইলে ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি। আর সংগঠনের সভাপতির সঙ্গে কোনো দ্বন্দ্ব বা দূরত্ব নেই দাবি করে সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি কালবেলাকে বলেন, তিনি (ডেইজি) অসুস্থ, তাই কর্মসূচিতে ছিলেন না। এর চেয়ে বেশি কিছু জানি না। জানা গেছে, যুব মহিলা লীগের সভাপতির স্বামী-সন্তান আমেরিকায় বসবাস করেন। ফলে অসুস্থ হলে তার পরিচর্যা করার তেমন কেউ নেই ঢাকায়। তাই তিনি শ্বশুরবাড়ি চট্টগ্রামে অবস্থান করছেন। সিলেট সিটি নির্বাচনের সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর থেকে দলের কর্মকাণ্ডে অনুপস্থিত রয়েছেন। এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য নিলুফা ইয়াসমিন নিলু কালবেলাকে বলেন, আমাদের সভাপতি (ডেইজি) শারীরিক অসুস্থতাজনিত কারণে আজকের (প্রতিষ্ঠাবার্ষিকী) অনুষ্ঠানে আসতে পারেননি। তবে তিনি ফিরলে আমরা আবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালন করব। সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালন নিয়ে দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দ্বন্দ্ব সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রধান আলোচ্য বিষয়। এ প্রসঙ্গে গত বুধবারের আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বৈঠকেও আলোচনা হয়। বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রতিষ্ঠাবার্ষিকী পালনে দ্বিধাবিভক্ত মতামত দিলেও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছোট পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালনের নির্দেশনা দেন। জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদকের এ দ্বন্দ্বে বিভক্ত হয়ে পড়েছে যুব মহিলা লীগের তৃণমূলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা ও পদপ্রত্যাশী অন্তত ১৫ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, যুব মহিলা লীগ দুই ধারায় বিভক্ত। এক অংশ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। অন্য অংশ পালন করেনি। এদের অনেকে অসুস্থ কিংবা ঢাকার বাইরে অবস্থান করছে বলেও এড়িয়ে যান। গত বছরের ১৫ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার কমিটি ঘোষণা করা হয়। সে কমিটিতে ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগে ফারজানা ইয়াসমিন সভাপতি, নিলুফা রহমান সাধারণ সম্পাদক, উত্তর যুব মহিলা লীগে তাহেরা খাতুন লুৎফা সভাপতি, শামীমা রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর মধ্যে উত্তরের সভাপতি অসুস্থতার কারণে দেশের বাইরে অবস্থান করছেন, অন্য তিনজনের মধ্য দক্ষিণের সভাপতি কর্মসূচিতে অংশ নিয়েছেন, অন্য দুজন সাধারণ সম্পাদক প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বিরত ছিলেন। অসুস্থ থাকায় কর্মসূচিতে অংশ নেননি দাবি করে দক্ষিণের সাধারণ সম্পাদক নিলুফা কালবেলাকে বলেন, দলের দ্বন্দ্বের কিছু নেই। ডেইজি আপা সুস্থ হলেও কর্মসূচি পালন করা হবে। নিলুফার সঙ্গে সুর মিলিয়ে দক্ষিণের সাধারণ সম্পাদক শামীমা বলেন, স্বামী ও ছেলে-মেয়ে আমেরিকা থাকায় সভাপতি অসুস্থ হয়ে চট্টগ্রামে অবস্থান করছেন, অন্য কোনো বিষয় নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার ক্ষতি

৪৫ বছর ভাত না খেয়েও সুস্থ ও সবল বিপ্লব

চেতনানাশক খাইয়ে দুধর্ষ ডাকাতি

রংপুর বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

প্রার্থিতা প্রত্যাহার নিয়ে ছাত্রদলের নির্দেশনা, না মানলে ব্যবস্থা

নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিয়ে চাকরি খোয়ালেন বেরোবি সমন্বয়ক

হাওর ও চরাঞ্চলের শিক্ষক বদলির তদবির আসে ওপর থেকে : গণশিক্ষা উপদেষ্টা

জয় স্যুটকেস ভরে টাকা নিয়ে গেছে : হাবিব-উন-নবী সোহেল

২৫ বছর ধরে বাঁশির মায়ায় আটকে আছে শফিকুলের জীবন

একাত্তরেও আ.লীগ পালিয়েছে, এবারও পালিয়ে গেছে : টুকু

১০

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু, শেষ হচ্ছে কবে

১১

তিন দিনের মধ্যে সাদাপাথর ফেরত না দিলে ব্যবস্থা

১২

উগান্ডার সঙ্গে ট্রাম্পের চুক্তি, জানা গেল নেপথ্য কারণ

১৩

ইসহাক দারের সঙ্গে কী আলোচনা হলো বিএনপি-জামায়াত-এনসিপির

১৪

মনোনয়নপত্র বিতরণ শুরু রোববার : রাকসু ট্রেজারার

১৫

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক অনুষ্ঠিত

১৬

পাথরের জন্য মাইকিং, ডেডলাইন ২৬ আগস্ট

১৭

‘চোখের সামনেই আমার ছেলেটার মৃত্যু হয়েছে’

১৮

তুরাগের চার ওয়ার্ড বিচ্ছিন্নের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না : মোস্তফা জামান

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আমেরিকান প্রবাসী মিঠুর খাদ্যসামগ্রী বিতরণ

২০
X