ইউসুফ আরেফিন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২১ এএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪২ এএম
প্রিন্ট সংস্করণ

কমছে মামলা নিষ্পত্তির সময়, বাড়ছে জরিমানা

মন্ত্রিসভায় উঠছে গ্রাম আদালত আইন
গ্রাম আদালত। পুরোনো ছবি
গ্রাম আদালত। পুরোনো ছবি

দ্বিতীয় দফায় সংশোধন করা হয়েছে গ্রাম আদালত আইন। সংশোধিত আইনটি অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উঠতে পারে আজ রোববার। সংশোধনীতে মামলা নিষ্পত্তির সময়সীমা বর্তমান আইনে বেঁধে দেওয়া সময় থেকে ১৫ দিন কমানো হচ্ছে বলে জানা গেছে। এ ছাড়া সর্বোচ্চ জরিমানার পরিমাণ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হচ্ছে।

এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে সকাল ১০টায় মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। সাধারণত সোমবার মন্ত্রিসভার বৈঠক হয়ে থাকে।

স্থানীয় সরকার বিভাগ সূত্র জানায়, গত বছরের ২৩ অক্টোবর বিদায়ী সরকারের মন্ত্রিসভায় সংশোধিত আইনটি অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু সেটি বিল আকারে সংসদে উত্থাপন করা সম্ভব হয়নি। ফলে নতুন সরকারের সময় এখন আবার আইনটিতে মন্ত্রিসভার অনুমোদনের প্রয়োজন রয়েছে। এজন্য মন্ত্রিসভার অনুমোদনের জন্য আজকের বৈঠকে তোলা হতে পারে।

সূত্র জানায়, গ্রাম আদালত (সংশোধিত) আইন-২০২৪ এ জরিমানার পরিমাণ চার গুণ বাড়িয়ে ৩ লাখ টাকা করা হচ্ছে। বিদ্যমান আইনে গ্রাম আদালতের আর্থিক ক্ষমতা (জরিমানা করার ক্ষমতা) মাত্র ৭৫ হাজার।

বিদ্যমান আইনে ৬গ (২) উপধারায় বলা আছে, মামলার শুনানির কার্যক্রম শুরু হওয়ার ৯০ দিনের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে হবে। তবে শর্ত থাকে, ওই সময়সীমার মধ্যে মামলা নিষ্পত্তি করা সম্ভব না হলে গ্রাম আদালত কারণ লিপিবদ্ধ করে ৩০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করবে। কিন্তু ৩০ দিন সময় কমিয়ে সংশোধিত আইনে ১৫ দিন করা হচ্ছে বলে জানিয়েছে সূত্র।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ পাঁচজনের সমন্বয়ে গ্রাম আদালত গঠিত হয়। কোনো সিদ্ধান্তে আসার সুবিধার্থে এ সংখ্যা বিজোড় রাখতে হয়। কিন্তু কোনো কারণে একজন অনুপস্থিত থাকলে আদালতের সদস্য সংখ্যা চারজন হয়ে যায়। সেক্ষেত্রে চেয়ারম্যানের সিদ্ধান্ত প্রাধান্য পাবে। এ ছাড়া আগের আইনের কয়েকটি জায়গায় থাকা ‘নাবালক’ শব্দটির পরিবর্তে সংশোধিত আইনে ‘শিশু’ শব্দ ব্যবহার করা হয়েছে।

২০১৩ সালে গ্রাম আদালত আইন সংশোধন করে জরিমানা করার ক্ষমতা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করেছিল সরকার। চেয়ারম্যানদের দাবির পরিপ্রেক্ষিতে ফের জরিমানার পরিমাণ বাড়াতে যাচ্ছে সরকার। ২০০৬ সালে প্রথম গ্রাম আদালত আইন প্রণয়ন করা হয়। বাংলাদেশে বিচার ব্যবস্থার সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম আদালত। গ্রামাঞ্চলের কিছু কিছু মামলার নিষ্পত্তি এবং তৎসর্ম্পকীয় বিষয়াবলির বিচার সহজলভ্য করার উদ্দেশ্যে গ্রাম আদালত অধ্যাদেশ, ১৯৭৬-এর আওতায় গঠিত একটি স্থানীয় মীমাংসামূলক তথা সালিশি আদালতই হলো গ্রাম আদালত। গ্রাম আদালতের রায়ের বিরুদ্ধে উপযুক্ত আদালতে মামলা করতে পারবে সংক্ষুব্ধ পক্ষ।

ছোটখাটো বিষয়ে মানুষ যেন আদালতের শরণাপন্ন না হয়ে গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পন্ন করে নেয়, সেজন্য গ্রাম আদালতকে শক্তিশালী করার বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। গ্রাম আদালতকে সক্রিয় করতে এবং মানুষ যেন ন্যায় বিচার পায়, সেজন্য প্রচার-প্রচারণার পাশাপাশি সময় সময় আইন সংশোধনেও হাত দিচ্ছে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসএফের হাতে আটক বাংলাদেশির মৃত্যু 

মাদুরোকে অপহরণ, যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে ইরানে

নারীর গলা কাটা মরদেহ উদ্ধার

তারেক রহমানের সঙ্গে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নেতাদের বৈঠক

জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

চলন্ত ট্রেনের হুক ছিঁড়ে দুই বগি বিচ্ছিন্ন

আরও ৩ দেশকে পতনের হুঁশিয়ারি ট্রাম্পের

নীলফামারীতে আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ : স্বরাষ্ট্র উপদেষ্টা

‘জুলাইযোদ্ধা’ তাহরিমার ২ দিনের রিমান্ড

১০

ওএমআর মেশিনে নানা ত্রুটি, হাতে ভোট গণনার দাবি ছাত্রদল প্যানেলের

১১

বাংলাদেশের ‘পক্ষে’ দাঁড়িয়ে বিসিসিআইকে তুলাধুনা করলেন কংগ্রেস নেতা

১২

মারা গেলেন দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি অভিনেতা 

১৩

ডিসি অফিসে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

১৪

দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার

১৫

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ ঈশ্বরদীতে 

১৬

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা

১৭

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের / বিশ্বকাপের ‘নতুন সূচি প্রস্তুত করছে’ আইসিসি!

১৮

ডিএনসিসিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল 

১৯

ভূরাজনৈতিক সংকট / ভেনেজুয়েলা উত্তেজনায় সতর্ক উত্তর কোরিয়া

২০
X