বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২
শিতাংশু ভৌমিক অংকুর
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫১ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪২ এএম
প্রিন্ট সংস্করণ
প্রাণের মেলা

বসন্তের ছোঁয়ায় রঙের মেলা

বসন্তের ছোঁয়ায় রঙের মেলা

ঋতুরাজ বসন্ত দুয়ারে দাঁড়িয়ে আছে। আজ বুধবার উদযাপন হতে যাচ্ছে বসন্ত উৎসব। এর ছোঁয়া লেগেছে বইমেলায়ও। গতকাল মঙ্গলবার মাঘের শেষ দিন অমর একুশে বইমেলা ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান, বাংলা একাডেমি, টিএসসিসহ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিল মানুষের ঢল। বইমেলার যেদিকে চোখ যায় সেদিকেই দেখা গেছে হলুদ, নীল, বাসন্তী রঙের শাড়ি ও পাঞ্জাবি পরিধান করা তরুণ-তরুণী। দেখে মনে হচ্ছিল পুরো চত্বরে বসেছে রঙের মেলা। মাঘের শেষ দিনে পাঠককে বাড়তি আনন্দ দিতে বাংলা একাডেমিও আয়োজন করেছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের।

গতকাল বইমেলার ১৩তম দিনে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে কথা হয় ঢাবি শিক্ষার্থী শাহনাজ ইসলাম জেরিনের সঙ্গে। তিনি বলেন, কোনো পরিকল্পনা ছাড়াই হঠাৎ হল থেকে বের হয়ে এসেছি। আজ (গতকাল) টিউশনি ছিল না। সকালে ক্লাস শেষ করে দুপুরে হল থেকে বের হয়ে মেলায় এলাম। মেলায় আজ বিপুলসংখ্যক মানুষ এসেছে।

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী রায়হান হামজা বলেন, মেলায় বন্ধু-বান্ধবদের নিয়ে ঘুরে বেড়াচ্ছি। পছন্দের বই কিনব। আগামীকাল (আজ বুধবার) বসন্তবরণ। এটা বাঙালির অন্যরকম একটা দিন। বসন্তবরণ উৎসবের জন্যও কিছু কেনাকাটা করব।

শুধু পাঠকের মধ্যেই না, বসন্তের এ আগমনী ছোঁয়া লেগেছিল স্টলগুলোতেও। বিক্রয়কর্মীরাও সেজে এসেছিলেন বসন্তের রঙে। প্রতিটি স্টলে ছিল বইপ্রেমীর ভিড়। পছন্দের লেখকের বইটি কিনতে দেখা গেছে। বিক্রয়কর্মী ও প্রকাশকরা জানান, গতকাল দর্শনার্থীর ভিড় থাকলেও আগের দিন অর্থাৎ গত সোমবার মেলায় দর্শনার্থী কম ছিল। তাই এদিন আশানুরূপ বিক্রি হয়নি।

আদর্শ প্রকাশনীর বিক্রয়কর্মী নাজনীন আরা প্রীতি বলেন, আজ (গতকাল) মাঘের শেষ দিন। আগামীকাল (আজ) ১ ফাল্গুন। এসব কারণে মেলায় প্রচুর দর্শনার্থী থাকলেও নেই ক্রেতা। এ বিষয়ে বাতিঘর প্রকাশনার স্টল ব্যবস্থাপক আতিক বলেন, আজ আশানুরূপ বিক্রি হয়নি। তবে মেলায় প্রচুর দর্শনার্থী ছিল।

গতকাল মেলায় নতুন বই এসেছে ১১০টি। এর মধ্যে সবচেয়ে বেশি উপন্যাস ২৪টি, কবিতার বই ২৯টি, গল্প ১১টি। বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় সৈয়দ ওয়ালীউল্লাহ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন আহমাদ মোস্তফা কামাল। আলোচনায় অংশগ্রহণ করেন হরিশংকর জলদাস এবং ফারজানা সিদ্দিকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ মনজুরুল ইসলাম।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি জাহিদ হায়দার, হেনরী স্বপন, শিহাব শাহরিয়ার, মতিন রায়হান, জুনান নাশিত, টিমোদী খান রিনো, সাকিরা পারভীন এবং মু. আহসান উল্লাহ ইমাম খান তমাল। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী নাসিমা খান বকুল, চন্দ্রিমা দেয়া। এ ছাড়া ছিল তুনাজ্জিনা রহমত মৌরীর পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘গীতিকবি আনিসুল হক স্মৃতি পরিষদ’, ‘হামিবা সাংস্কৃতিক একাডেমি’ এবং সৌন্দর্য প্রিয়দর্শিনীর পরিচালনায় নৃত্য সংগঠন প্রিয়দর্শিনীর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী মো. হারুনুর রশিদ, মিতা চক্রবর্তী, শ্রাবন্তী সরকার, আফরোজা খান মিতা, শহীদ করীর পলাশ, মো. মজিবুর রহমান, ফারহানা ফেরদৌসী তানিয়া, মাহবুবা রহমান এবং এম এম উম্মে রুমা। যন্ত্রাণুষঙ্গে ছিলেন পুলিন চক্রবর্তী (তবলা), রবিন চৌধুরী (কিবোর্ড), মো. মামুনুর রশিদ (বাঁশি), ফিরোজ খান (সেতার)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজী নজরুলের কবিতা দেশের মুক্তিকামী মানুষকে সাহস যুগিয়েছে : তারেক রহমান

‘রোহিতকে সরানোর জন্যই ব্রঙ্কো টেস্ট এনেছে বিসিসিআই’

অভিনেত্রী হিমুর আত্মহত্যা, প্রেমিক রাফির বিচার শুরু

ভারতে প্রয়াত ক্রিকেটারদের স্ত্রীরা পাবে অনুদান

রাজধানীতে একক ব্যবস্থায় বাস চলবে : প্রেস উইং

ভিনিকে বিক্রি করে দিতে বললেন রিয়াল কিংবদন্তি

নতুন বিচারপতিদের মধ্যে সংখ্যালঘু নেই, ঐক্য পরিষদের ক্ষোভ

বিসিবির হাতে বিপিএলের স্পট ফিক্সিং তদন্ত প্রতিবেদন

ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন মাওলানা মামুনুল হক

চুল পড়া রোধ করবে যে জিনিস

১০

ডাকসু নির্বাচনে সাত সদস্যের টাস্কফোর্স গঠন

১১

সাদাপাথরকাণ্ডে এবার পুলিশে বড় রদবদল

১২

৪৫ বছর ধরে ঝুপড়ি ঘরে থাকা সেই দম্পতির পাশে ইউএনও

১৩

শুনানিতে বিএনপি-এনসিপির মারামারির ঘটনায় ইসির জিডি

১৪

পাঁচ মাসে ১২ হাজার ২০০ কোটি টাকার প্রস্তাব পেল বিডা

১৫

নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : চরমোনাই পীর

১৬

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

১৭

বুয়েটের শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা

১৮

বিমানের নতুন চেয়ারম্যান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১৯

এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআরে হবে এমপি বাণিজ্য : খোকন

২০
X