বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩৩
শিতাংশু ভৌমিক অংকুর
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫১ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪২ এএম
প্রিন্ট সংস্করণ
প্রাণের মেলা

বসন্তের ছোঁয়ায় রঙের মেলা

বসন্তের ছোঁয়ায় রঙের মেলা

ঋতুরাজ বসন্ত দুয়ারে দাঁড়িয়ে আছে। আজ বুধবার উদযাপন হতে যাচ্ছে বসন্ত উৎসব। এর ছোঁয়া লেগেছে বইমেলায়ও। গতকাল মঙ্গলবার মাঘের শেষ দিন অমর একুশে বইমেলা ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান, বাংলা একাডেমি, টিএসসিসহ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিল মানুষের ঢল। বইমেলার যেদিকে চোখ যায় সেদিকেই দেখা গেছে হলুদ, নীল, বাসন্তী রঙের শাড়ি ও পাঞ্জাবি পরিধান করা তরুণ-তরুণী। দেখে মনে হচ্ছিল পুরো চত্বরে বসেছে রঙের মেলা। মাঘের শেষ দিনে পাঠককে বাড়তি আনন্দ দিতে বাংলা একাডেমিও আয়োজন করেছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের।

গতকাল বইমেলার ১৩তম দিনে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে কথা হয় ঢাবি শিক্ষার্থী শাহনাজ ইসলাম জেরিনের সঙ্গে। তিনি বলেন, কোনো পরিকল্পনা ছাড়াই হঠাৎ হল থেকে বের হয়ে এসেছি। আজ (গতকাল) টিউশনি ছিল না। সকালে ক্লাস শেষ করে দুপুরে হল থেকে বের হয়ে মেলায় এলাম। মেলায় আজ বিপুলসংখ্যক মানুষ এসেছে।

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী রায়হান হামজা বলেন, মেলায় বন্ধু-বান্ধবদের নিয়ে ঘুরে বেড়াচ্ছি। পছন্দের বই কিনব। আগামীকাল (আজ বুধবার) বসন্তবরণ। এটা বাঙালির অন্যরকম একটা দিন। বসন্তবরণ উৎসবের জন্যও কিছু কেনাকাটা করব।

শুধু পাঠকের মধ্যেই না, বসন্তের এ আগমনী ছোঁয়া লেগেছিল স্টলগুলোতেও। বিক্রয়কর্মীরাও সেজে এসেছিলেন বসন্তের রঙে। প্রতিটি স্টলে ছিল বইপ্রেমীর ভিড়। পছন্দের লেখকের বইটি কিনতে দেখা গেছে। বিক্রয়কর্মী ও প্রকাশকরা জানান, গতকাল দর্শনার্থীর ভিড় থাকলেও আগের দিন অর্থাৎ গত সোমবার মেলায় দর্শনার্থী কম ছিল। তাই এদিন আশানুরূপ বিক্রি হয়নি।

আদর্শ প্রকাশনীর বিক্রয়কর্মী নাজনীন আরা প্রীতি বলেন, আজ (গতকাল) মাঘের শেষ দিন। আগামীকাল (আজ) ১ ফাল্গুন। এসব কারণে মেলায় প্রচুর দর্শনার্থী থাকলেও নেই ক্রেতা। এ বিষয়ে বাতিঘর প্রকাশনার স্টল ব্যবস্থাপক আতিক বলেন, আজ আশানুরূপ বিক্রি হয়নি। তবে মেলায় প্রচুর দর্শনার্থী ছিল।

গতকাল মেলায় নতুন বই এসেছে ১১০টি। এর মধ্যে সবচেয়ে বেশি উপন্যাস ২৪টি, কবিতার বই ২৯টি, গল্প ১১টি। বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় সৈয়দ ওয়ালীউল্লাহ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন আহমাদ মোস্তফা কামাল। আলোচনায় অংশগ্রহণ করেন হরিশংকর জলদাস এবং ফারজানা সিদ্দিকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ মনজুরুল ইসলাম।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি জাহিদ হায়দার, হেনরী স্বপন, শিহাব শাহরিয়ার, মতিন রায়হান, জুনান নাশিত, টিমোদী খান রিনো, সাকিরা পারভীন এবং মু. আহসান উল্লাহ ইমাম খান তমাল। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী নাসিমা খান বকুল, চন্দ্রিমা দেয়া। এ ছাড়া ছিল তুনাজ্জিনা রহমত মৌরীর পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘গীতিকবি আনিসুল হক স্মৃতি পরিষদ’, ‘হামিবা সাংস্কৃতিক একাডেমি’ এবং সৌন্দর্য প্রিয়দর্শিনীর পরিচালনায় নৃত্য সংগঠন প্রিয়দর্শিনীর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী মো. হারুনুর রশিদ, মিতা চক্রবর্তী, শ্রাবন্তী সরকার, আফরোজা খান মিতা, শহীদ করীর পলাশ, মো. মজিবুর রহমান, ফারহানা ফেরদৌসী তানিয়া, মাহবুবা রহমান এবং এম এম উম্মে রুমা। যন্ত্রাণুষঙ্গে ছিলেন পুলিন চক্রবর্তী (তবলা), রবিন চৌধুরী (কিবোর্ড), মো. মামুনুর রশিদ (বাঁশি), ফিরোজ খান (সেতার)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের পোস্ট

চরমোনাই পীরের জন্য ভোট চেয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী

ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি

স্টার নিউজের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু

সিলেটে লাল-সবুজের বাসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান

ডিজিটাল মিডিয়া ফোরামের নতুন কমিটি ঘোষণা

আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না : রাশেদ খান

ভোটারদের ‘ব্রেইন হ্যাক’ করার ডিজিটাল স্ট্র্যাটেজি

ইতালিতে ইসলামের পরিচিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে ‘ওপেন ডে’ পালন

কত আসনে নির্বাচন করবে জানাল ইসলামী আন্দোলন

১০

তারেক রহমানের সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির

১১

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল বাংলাদেশ

১২

নির্বাচিত সরকারই স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি : রবিউল

১৩

প্রতারক শামীম ওসমান গ্রেপ্তার

১৪

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

১৫

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের মানুষ : সালাউদ্দিন বাবু

১৬

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৭

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, বুধবার থেকে কার্যকর

১৮

বাংলাদেশের পরিবর্তনে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে সিল মারতে হবে : নৌপরিবহন উপদেষ্টা

১৯

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় পাবিপ্রবি পেল ২ কোটি ৩৫ লাখ টাকা

২০
X