ভারত বা বাংলাদেশে পরীক্ষায় পাসের নম্বর একাডেমিক সাফল্যের সঙ্গে জড়িত। ফলে বোর্ড পরীক্ষায় নম্বর যেন বেশি থাকে, সেজন্য সন্তানদের চাপে রাখেন অভিভাবকরা। তারা মনে করেন, বেশি নম্বর পাওয়া মানেই সফল হওয়া নিশ্চিত! আবার অনেক ঘরে আনন্দ বা হতাশা নির্ভর করে সন্তানের ফলের ওপর। এমন অবস্থায় ঘরের কেউ যদি বোর্ড পরীক্ষায় ৩৫ শতাংশ নম্বর পেয়ে পাস করে তাহলে কী দাঁড়াবে! পরিস্থিতির কথা ভেবে গা শিওরে ওঠার কথা! তবে এমন সময় ব্যতিক্রমী আচরণ করে অবাক করে দিল ভারতের মুম্বাইয়ের একটি পরিবার। তারা ছেলের কম নম্বর পাওয়া নিয়ে হতাশ হওয়ার বদলে উল্টো আহ্লাদে আটখানা।
এনডিটিভির খবরে বলা হয়, এক শিক্ষার্থী মারাঠি একটি বিদ্যালয় থেকে ৩৫ শতাংশ নম্বর পেয়ে এসএসসি পাস করে। তার এ ফলে ক্ষুব্ধ বা রাগ না করে উল্টো বাবা-মা গর্বিত। একই সঙ্গে তারা ছেলের নম্বর খুশি হয়েই ক্যামেরার সামনে দেখাচ্ছেন।
ছেলের ফল নিয়ে বাবা-মায়ের উচ্ছ্বাসের ভিডিও টুইটারে পোস্ট করেছেন ভারতের সরকারি কর্মকর্তা অবনীশ শরণ। তিনি ক্যাপশনে লেখেন, মুম্বাইয়ে দশম শ্রেণির এক ছাত্র ৩৫ শতাংশ নম্বর পেয়ে পরীক্ষায় পাস করেছে। বাবা-মা তার ফল নিয়ে রাগ করার বদলে উল্টো উদযাপন করছেন।
এদিকে অভিভাবকের আচরণে উৎফুল্ল নেটিজেনরা। একজন লিখেছেন, প্রত্যেক ছাত্রের এমন বাবা-মা প্রয়োজন। অন্যজন লিখেছেন, খুবই ভালো উদ্যোগ। বাবা-মায়ের উচিত নয় ভালো ফলের জন্য বাচ্চাদের চাপে রাখা।
মন্তব্য করুন