

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিদ্যুৎস্পর্শে নারী-শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার রাজপাট ইউনিয়নের তেতুলিয়া গ্রামের সজীব সিকদারের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
তিনজন হলেন—তেঁতুলিয়া গ্রামের মৃত মোশাররফ শিকদারের স্ত্রী রেহেনা বেগম (৫৫), মৃত হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫), সজীব সিকদারের ১০ মাস বয়সী শিশুসন্তান সাইফান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেহেনা বেগমের নিজ বাড়ি সংলগ্ন ধানের জমিতে ইঁদুর তাড়ানোর জন্য বৈদ্যুতিক তার সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎ সংযোগ থেকে বিদ্যুতায়িত হন রেহানা বেগম এবং তার কোলে থাকা ১০ মাস বয়সী নাতি সাইফান। তাদের উদ্ধার করতে এগিয়ে আসলে ইরান সিকদারও বিদ্যুতায়িত হয়ে মারা যান।
কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান কালবেলাকে বলেন, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন