আলজেরিয়ার গৃহযুদ্ধের সময় নিখোঁজ হন ওমর বি নামে এক ব্যক্তি। ১৯৯৮ সালে ঘটনার সময় তার বয়স ছিল ১৯ বছর। তখন তার পরিবার ভেবেছিল, হয় তাকে অপহরণ করা হয়েছে, না হয় হত্যা। ওই ঘটনার ২৬ বছর পর সম্প্রতি ডিজেলফা নগরীতে তাদের প্রতিবেশীর বাড়ি থেকে বন্দি অবস্থায় ওমরকে উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়। উত্তরাধিকার নিয়ে বিরোধের জেরে মূল অভিযুক্তের ভাই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এরপর ৪৫ বছর বয়সী ওমরকে তাদের বাড়ির ২০০ মিটার দূরে খড়ের গাদা থেকে উদ্ধার করা হয়।
কর্মকর্তারা জানান, ৬১ বছর বয়সী এল গুইডিড নামে এক দারোয়ান এ ঘটনাটি ঘটিয়েছেন। পালানোর সময় তাকে আটক করা হয়েছে। আইন কর্মকর্তারা বলছেন, ঘটনাটির তদন্ত চলছে। ওমরের চিকিৎসা ও মানসিক পরিচর্যা চলছে। সূত্র: গালফনিউজ