রাজন ভট্টাচার্য
প্রকাশ : ০১ জুন ২০২৪, ০৩:০০ এএম
আপডেট : ০১ জুন ২০২৪, ০৭:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

ঈদযাত্রায় ভোগাবে ৩৫০ স্পট

ড্রোন দিয়ে যানজট ও বিকল গাড়ি খোঁজা হবে
ঈদযাত্রায় ভোগাবে ৩৫০ স্পট

আসন্ন ঈদুল আজহায় সারা দেশের সড়ক-মহাসড়কে প্রায় সাড়ে ৩০০ যানজটপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সড়ক ও জনপথ বিভাগ (আরএইচডি) ২১৭টি, হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ১১৮টি, অতি যানজটপ্রবণ বা ঝুঁকিপূর্ণ এলাকা ৫৭টি। কক্সবাজার ও চট্টগ্রামের পথে সবচেয়ে বেশি পশুর হাট বসে। এই রুটটি অতিঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে পড়েছে। তবে সবচেয়ে নিরাপদ মহাসড়ক ঢাকা-মাওয়া। পদ্মা সেতুগামী এই মহাসড়কের কোথাও যানজট না হওয়ার কথা বলছে পুলিশ।

যানজটনপ্রবণ স্থানে ঈদের এক সপ্তাহ আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ঘরে ফেরা মানুষের দুর্ভোগ হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বৃষ্টির মৌসুম শুরু হওয়ায় মহাসড়কের পাশে পশুর হাট কিংবা ভাঙাচোরার কারণে জনদুর্ভোগ বাড়তে পারে। সেইসঙ্গে সিলেটসহ দেশের পূর্বাঞ্চলে ইতোমধ্যে শুরু হয়েছে বন্যা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত ১৯ জেলার জনপদ। এসব বিষয় মাথায় রেখে ১০ জুনের মধ্যে সব রাস্তা মেরামতসহ চলাচলের উপযোগী করার পরামর্শ দিয়েছেন তারা।

হাইওয়ে পুলিশের হিসাবে যানজটপ্রবণ স্পট ১১৮: ঈদ সামনে রেখে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর যানজটপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৫৭টি অতি যানজটপ্রবণ বা ঝুঁকিপূর্ণ। যানজটপ্রবণ ৬১টি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতি যানজটপ্রবণ স্পটের সংখ্যা ১৪টি ও যানজটপ্রবণ স্পট ২৫টি। ঢাকা-আরিচা মহাসড়কে অতি যানজটপ্রবণ তিনটি। ঢাকা-সিলেট মহাসড়কে ২৪টি অতি যানজটপ্রবণ ও ১২টি যানজটপ্রবণ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তিনটি অতি যানজটপ্রবণ ও দুটি কম যানজটপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে।

ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে ১৩টি অতি যানজটপ্রবণ ও ২২টি যানজটপ্রবণ এলাকা রয়েছে। তবে ঢাকা-মাওয়া হয়ে পদ্মা সেতু রুটে কোনো যানজটপ্রবণ এলাকা নেই। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, এই রুটে পশুর হাট থেকে শুরু করে যানজটপ্রবণ স্পট পাওয়া যায়নি। পদ্মা সেতু চালুর পর থেকে ঈদ উৎসবে এই মহাসড়কে কোনো দুর্ভোগ হয়নি। ফলে ঈদযাত্রায় সবচেয়ে নিরাপদ মহাসড়ক হিসেবে ঢাকা-মাওয়া পথ চিহ্নিত করা হয়েছে।

জানতে চাইলে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি কালবেলাকে বলেন, ঈদযাত্রায় ঢাকা থেকে গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর যানজটপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে। প্রতিটি স্পট নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য সচিব আব্দুল মান্নান কালবেলাকে বলেন, পশুর হাটের ইজারাদাররা যেন পণ্যবাহী গাড়ি আটকিয়ে রাস্তায় চাঁদা দাবি করতে না পারে, সেজন্য খেয়াল রাখতে হবে। পাশাপাশি ঈদযাত্রায় মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচল বন্ধ না করলে যানজট রোধ হবে না।

বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক হাসানুল কবির বলেন, পশুবাহী গাড়ি যেন মহাসড়কে যানজট সৃষ্টি না করতে পারে, এজন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। মহাসড়কের পাশে সব হাটবাজারসহ অবৈধ দোকানপাট বন্ধেরও দাবি জানান তিনি।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা করেছে হাইওয়ে পুলিশ। সভার সিদ্ধান্ত অনুযায়ী, এবার বেশ কয়েকটি বিষয়ে কঠোর থাকবে হাইওয়ে পুলিশ। তার মধ্যে অন্যতম হচ্ছে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা বন্ধ করা। কোনো যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ওয়াচ টাওয়ার, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে সাব-কন্ট্রোল রুম স্থাপন করা হবে। যেসব যানবাহন বিকল হবে, তাৎক্ষণিক সারানোর উদ্যোগ থাকবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে বলে হাইওয়ে পুলিশের সভায় জানানো হয়েছে। ইতোমধ্যে ১ হাজার ৪২৭টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। হাইওয়ে পুলিশের সদস্যদের থাকবে বডি ওর্ন ক্যামেরা। ঈদযাত্রায় ড্রোন দিয়ে যানজট, জটলা, বিকল গাড়ি খোঁজা হবে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে।

২১৭টি স্থানে পশুর হাট না বসাতে নির্দেশনা:

সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে, রোজার ঈদে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কে ১৫৫টি যানজটপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছিল। এবার তা কমে দাঁড়িয়েছে ২১৭টিতে। মূলত পশুর হাট বসানোর কারণে এসব স্থানকে কেন্দ্র করে যানজটে ভোগান্তি তৈরি হয়। মহাসড়কে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবার এসব পশুর হাট না বসানোর সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও মহাসড়ক বিভাগ।

একই সঙ্গে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সওজের আওতাধীন ক্ষতিগ্রস্ত সড়কের পাশাপাশি জাতীয় মহাসড়ক এবং করিডোরগুলো মেরামত ও সংস্কার কাজ আসন্ন ঈদের সাত দিন আগেই সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সওজ বলছে, মহাসড়কের পাশে সবচেয়ে বেশি পশুর হাট বসে চট্টগ্রাম জেলায় মহাসড়ক সংলগ্ন ৩০টি স্থানে। এর পরে কক্সবাজারে ২৩টি পশুর হাট বসে। চট্টগ্রামে ৩০টি পশুর হাটের মধ্যে রয়েছে বড়কুন্ড বাজার, বাঁশবাড়িয়া বাজার, ফকির হাট গরু বাজার, ফকির হাট, বড় দারোগার হাট, ছোট দারোগার হাট, হাদি ফকির হাট বাজার, বাড়বকুন্ড স্কুল মাঠ বাজার, বাঁশবাড়িয়া স্কুল মাঠ, ভাটিয়ারি বাজার, হাদি ফকিরহাট গরু বাজার, মিঠাছাড়া বাজার, বড়তাকিয়া হাই স্কুল বাজার, নিজামপুর, বড় কলমদাহ বাজার, ডাকঘর মৌলভীবাজার, শান্তির হাট বাজার, বাদামতল বাজার, কলম মুন্সির হাট, চৌধুরীর হাট স্টেশন বাজার, চৌধুরীর হাট বাজার, সরকারহাট, চারিয়া বাজার, বিবরিহাট, বাগিচাহাট, দেওয়ানহাট, রওশন হাট, খানহাট, কেরানী হাট ও পদুয়ার বাজার।

জানতে চাইলে সওজের ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খান কালবেলাকে বলেন, সম্মিলিতভাবে সব বিভাগ কাজ করলে ঈদযাত্রায় জনদুর্ভোগ হওয়ার কথা নয়। তবে রোজার ঈদ থেকে ঈদুল আজহায় যানজটমুক্ত মহাসড়কের চ্যালেঞ্জ অনেক বেশি।

সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ কালবেলাকে বলেন, এবারের ঈদযাত্রায় দেশের উত্তরাঞ্চলের পথে সবচেয়ে বেশি ভয় থাকে। কারণ এ পথে পশুবাহী যানবাহন বেশি আসে। অথচ সব জায়গায় চার লেনের কাজ শেষ হয়নি। তাই এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে, যেন কোনো মহাসড়কের পাশে পশুর হাট বসতে না পারে। নির্দিষ্ট দূরত্বে বসলে কোনো সমস্যা হবে না। তা ছাড়া বিকল হওয়া যানবাহন দ্রুত সরিয়ে নেওয়ারও পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ ড. হাদীউজ্জামান কালবেলাকে বলেন, নিরাপদ ঈদযাত্রার জন্য সব বিভাগকে সমান দায়িত্ব নিতে হবে। একক কোনো বিভাগের পক্ষে মহাসড়ক যানজটমুক্ত রাখা যাবে না। তিনি বলেন, ঈদে পশুবাহী যানবাহন থামিয়ে চাঁদাবাজি রোধে কঠোর হতে হবে। যেখানে সেখানে বাজার বন্ধ রাখার বিকল্প নেই। গণপরিবহনে ইচ্ছামতো যাত্রী তোলা যাবে না। লক্কড়ঝক্কড় যানবাহন যেন কোনোভাবেই গুরুত্বপূর্ণ মহাসড়কে উঠতে না পারে, এ বিষয়ে খেয়াল রাখার পরামর্শ দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা খেলবে র‌্যাংকিংয়ের ১৫৭তম দলের বিপক্ষে, জেনে নিন সময়সূচি

দুই বাচ্চার মা বলায় দেবের ওপর চটলেন শুভশ্রী

আশুলিয়ায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

সংবিধানের বই উঁচু করে অধ্যাপক কার্জন বললেন, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে

সাবমেরিন ক্যাবলে ত্রুটি, ৪ দিন ধরে অন্ধকারে ১৭ ইউনিয়ন

চাঁদাবাজির অভিযোগে ৬ জনের নামে মামলা বিএনপি নেতার

বিচার, সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই : রাশেদ প্রধান 

৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস 

শ্যামনগর যুবদলের নতুন আহ্বায়ক শেখ নাজমুল হক

বাবাকে হত্যার তিন দিন আগেই কবর খোঁড়েন ছেলে

১০

নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে : মির্জা ফখরুল

১১

লোকালয়ে ঘুরছে বাঘ, বিজিবির সতর্কবার্তা

১২

যে তিন নায়িকা নিয়ে কাজ করতে চান যিশু

১৩

নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে : সিইসি 

১৪

‘আদালতের প্রতি আস্থা নেই’ বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী

১৫

সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, পদ ৪ শতাধিক

১৬

শুল্কারোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাজার, ভয়াবহ চাপে ভারত

১৭

খুলনায় জুয়াকের মতবিনিময় সভা ও আড্ডা অনুষ্ঠিত

১৮

পাঞ্জাবে চার দশকের মধ্যে ভয়াবহ বন্যা, শঙ্কায় পাকিস্তান

১৯

জীবন বীমা করপোরেশনে চাকরির সুযোগ 

২০
X