** ২০০৩ সালের ১৯ আগস্ট ইরাকে জাতিসংঘ কার্যালয়ে বোমা হামলা হলে ২২ জন নিহত হন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৮ সালে প্রতি বছর ১৯ আগস্ট বিশ্বমানবতা দিবস পালনের সিদ্ধান্ত নেয়।
** মানবতাকর্মীদের শুধু শারীরিক নয়, মানসিক ধকলও যায়। দুর্যোগের চিত্র দেখে দেখে যাতে তারা মানসিকভাবে ভেঙে না পড়েন এ জন্য তাদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়।
** একটি দেশে অনেক সময় বিদেশি সাহায্য সংস্থাকে কাজ করতে দেখা যায়। তবে মাঠপর্যায়ে কাজ করা মানবতাকর্মীদের বেশিরভাগই হন স্থানীয়।
** পেশাদার মানবতাকর্মীদের অনেক কঠিন পরিস্থিতিতেও ভারসাম্যের নীতি মেনে চলতে হয়। মানে কোনো যুদ্ধক্ষেত্রে চোখের সামনে অন্যায়-অবিচার হতে দেখলেও তারা পরে সেটা নিয়ে কোনো বিবৃতি দিতে পারবেন না। তাদের চোখে কোনো শত্রুপক্ষ বা মিত্রপক্ষ নেই। আহত বা দুর্যোগে যে কারও সেবা করবেন তারা।
** মানবতাকর্মীদের বেশ ঝুঁকি নিয়েই কাজ করতে হয়। ২০০৬ থেকে ২০২০ সাল পর্যন্ত মোট ৬ হাজার ৭০ জন মানবতাকর্মী আহত, নিহত ও অপহরণের শিকার হয়েছিলেন।
** মানবতাকর্মীদের প্রতিনিয়ত শিখতে হয় এবং বিশেষ ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণও নিতে হয়। করোনা মহামারির সময় যেমন অনেকেই স্বাস্থ্যসেবার প্রশিক্ষণ নিয়েছিলেন।
মন্তব্য করুন