১) ১৯২০ সালে দ্য সাইড অব প্যারাডাইস বইটিতে প্রথম টি-শার্ট শব্দটির উল্লেখ করেন আমেরিকান লেখক এফ স্কট ফিৎজগেরাল্ড।
২) তবে প্রথম টি-শার্ট তৈরি করে কুপার আন্ডারওয়্যার নামে একটি কোম্পানি। তখন এটিকে বলা হতো লং আন্ডারওয়্যার। এরপর ওই শার্টের তলার দিকটা বাদ দিতেই বেরিয়ে আসে আধুনিক টি-শার্ট।
৩) প্রথম পপ-কালচার আইকনের ছবি দিয়ে টি-শার্ট বের করে ট্রপিক্স টগস নামে একটি প্রতিষ্ঠান। এর পর থেকেই কাস্টমাইডজ টি-শার্টের চল শুরু হয়।
৪) হলিউডের তারকা মারলন ব্রান্ডো, জন ওয়েইন ও জেমস ডিন টি-শার্টের জনপ্রিয়তা বাড়াতে ভূমিকা রাখেন। তার আগে এটিকে অন্তর্বাস হিসেবেই বিবেচনা করা হতো। ১৯০৫ সালে মার্কিন নৌবাহিনীর ইউনিফর্মেও জায়গা করে নেয় টি-শার্ট। বছরে বিশ্বে প্রায় ২০০ কোটি টি-শার্ট বিক্রি হয়।
৫) সবচেয়ে দামি টি-শার্টটির দাম প্রায় ৪ কোটি টাকা। ১৬টি হীরার টুকরো আছে তাতে। একসঙ্গে ২৬০টি টি-শার্ট পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠিয়েছেন কানাডার টেড হাস্টিং।
মন্তব্য করুন