১) এ বছর এভার-৬ নামের একটি অ্যান্ড্রয়েড রোবট সিউলের একটি মঞ্চে দক্ষিণ কোরিয়ার জাতীয় অর্কেস্ট্রা বাজিয়েছিল।
২) নেদারল্যান্ডসের জার্ট ওসকাম প্যারালাইসিসে আক্রান্ত হয়ে হাঁটতে পারছিলেন না। মস্তিষ্কে একটি পরীক্ষামূলক ইমপ্লান্ট লাগানোর পর তিনি হাঁটতে শুরু করেন।
৩) ডেনমার্কে মিনি শেফ নামে এক রেস্তোরাঁ আছে, যেখানে খাবার অর্ডার করতে অতিথিকে খাবারটির নকশা করতে হবে লোগো দিয়ে। খাবার দিয়ে যাবে রোবট।
মন্তব্য করুন