# আনুমানিক ১০ হাজার বছর আগে মানুষ ছাগলকে গৃহপালিত করে।
# ছাগলকে দেওয়া নাম সে মনে রাখতে পারে। নাম ধরে ডাকলে সাড়াও দেয়।
# প্রতিটি ছাগল ছানাই একটি বিশেষ গন্ধ নিয়ে জন্মায়। ওটা শুঁকেই মা তাদের চিনতে পারে।
# অন্য গবাদি পশুর চেয়ে ছাগলের কৌতূহল বেশি।
# ছাগল সামাজিক প্রাণী। গবেষণায় দেখা গেছে, একা রাখলে ছাগল বিষণ্ন বোধ করে। তাই পালন করতে চাইলে একটি ছাগল পালন না করাই শ্রেয়।
# ছাগলে কি না খায়, এমন প্রবাদ প্রচলিত থাকলেও মূলত ছাগল খাবার বাছাইয়ে বেশ খুঁতখুঁতে। তাদের জিব বেশ স্পর্শকাতর। খাবার নিরাপদ ও সুস্বাদু মনে করলেই তারা সেটা খায়।
# একটি ছাগল আরেকটি ছাগলকে বিপৎসংকেত দিতে হাঁচির মতো শব্দ করে।
# ছাগল পানির প্রবাহ পছন্দ করে না। তাই প্রবহমান পানি সামনে পড়লে ছাগল সেটা লাফিয়ে পার হয়।
# গরুর মতো ছাগলের পাকস্থলীরও চারটি ভাগ আছে।
মন্তব্য করুন