মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল
আত্মকেন্দ্রিক মানুষ দূরে থাকাই শ্রেয়। ব্যবসায়িক যোগ শুভ। সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক থাকুন। ভ্রমণ শুভ।
বৃষ | ২১ এপ্রিল-২০ মে
অলসতাকে প্রশ্রয় দেবেন না। পারিবারিক সুখ সমৃদ্ধি বাড়বে। পরিমিত আহার করুন। আর্থিক সমস্যা হতে পারে। দাম্পত্যে যত্নশীল হোন।
মিথুন | ২১ মে-২০ জুন
সাংসারিক বিষয়ে সহনশীলতা বাড়াতে হবে। শারীরিক ও আর্থিক চাপে থাকবেন। ব্যয় নিয়ন্ত্রণ করুন। পেশাগত জটিলতা বাড়তে পারে।
কর্কট | ২১ জুন-২০ জুলাই
দোদুল্যমান মানসিকতা সফলতা লাভের অন্তরায় হবে। আত্মবিশ্বাসী হোন। পারিবারে যত্নশীল হোন।
সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট
আর্থিক ভাগ্য সুপ্রসন্ন। পরিবারে গুরুত্ব বাড়বে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব পাবেন। আবেগ প্রশ্রয় দেবেন না।
কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
পুষ্টিকর খাবার এবং নিয়মিত ব্যায়াম করুন। দাম্পত্য মতানৈক্য এড়িয়ে চলুন। সমালোচনায় ইতিবাচক থাকুন।
তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
আর্থিক উৎকণ্ঠা বাড়তে পারে। আবেগের কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। প্রেমে সুখী হবেন। ব্যবসায় প্রতিকূলতা যোগ।
বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর
কর্মজীবনে নানামুখী চাপ বাড়তে পারে। শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে। পারিবারিক সুখ সমৃদ্ধি বাড়বে। ভ্রমণ শুভ।
ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
শারীরিক সমস্যায় ভুগতে পারেন। মানসিক অস্থিরতা বাড়তে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। মিতব্যয়ী হোন।
মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
পারিবারিক জীবনে সমন্বয় করে চলুন। প্রিয়জন ভুল বুঝতে পারে। নেতিবাচক পরিবেশ থেকে দূরে থাকুন। খাবারে বিশেষ সতর্ক থাকুন।
কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
আবেগ নিয়ন্ত্রণে রাখুন। জীবনে সফলতার জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিকল্প নেই। ঠান্ডা থেকে সতর্ক থাকুন। আবেগের কারণে ভুল বোঝাবুঝি হতে পারে।
মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
পরিবারে সহনশীল হোন। মানসিক অবসাদজনিত কারণে পেশাগত জটিলতা বাড়তে পারে। ভ্রমণ শুভ। ব্যবসায়িক যোগাযোগ শুভ।
লিখেছেন: সঞ্জয় চক্রবর্তী