১) কথিত আছে গ্রিক সন্ন্যাসী মিহাইলো টোলোটোস তার ৮২ বছরের জীবদ্দশায় কখনো কোনো নারীর চেহারা দেখেননি। ২) এক জার্মান নাগরিক তার বাড়ির আঙিনায় নগ্ন হয়ে শুয়ে থাকেন। এর জেরে তার ভাড়াটিয়ারা তাকে ভাড়া কম দিচ্ছেন—এমন অভিযোগ আদালতেও গড়ায়। ৩) হুইপটেইল লিজার্ড প্রাকৃতিকভাবে নিজেদের ক্লোন করতে পারে। যে কারণে প্রকৃতিতে এ প্রাণীর স্ত্রী প্রজাতির সংখ্যা বেশি।
মন্তব্য করুন