

শীত মানেই শুধু ঠান্ডা নয়, শীত মানে স্টাইলের নতুন অধ্যায়। কুয়াশামাখা সকাল, নরম রোদ আর আরামদায়ক লেয়ারিং—সব মিলিয়ে এ ঋতুতে ফ্যাশন হয়ে ওঠে আরও ব্যক্তিগত, আরও এক্সপ্রেসিভ। ডেনিমের পোশাক, উলের সোয়েটার, ওভারসাইজড কোট, আর্থি টোনের শাল কিংবা ক্ল্যাসিক বুট—প্রতিটি আইটেমই বলে দেয় আপনার রুচি আর মুডের গল্প। আরাম আর এলিগ্যান্সের নিখুঁত মেলবন্ধনে শীতের ফ্যাশন শুধু আপনাকে উষ্ণ রাখে না, তুলে ধরে আপনার স্বকীয় স্টাইল স্টেটমেন্ট। এ শীতে কীভাবে ট্রেন্ড আর টাইমলেসের মধ্যে ভারসাম্য রাখবেন, তাই আপনাদের জানাচ্ছেন—বৃষ্টি শেখ খাদিজা
স্টাইলিশ গরম পোশাকের সঙ্গে নানা ডিজাইনের ডেনিম যেমন ট্রেন্ডি, তেমনই আবহাওয়ার পক্ষে আরামদায়ক। পার্টি থেকে পিকনিক সবেতেই ডেনিম সুপারহিট। তবে একটা ডেনিম তো রোজ-রোজ পরা যায় না, তাই আলমারিতে এ ডিজাইনার ডেনিম থাকলেই কিন্তু শীতের সাজ নিয়ে আর ভাবতে হবে না।
নব্বইয়ের স্ট্রেইট জিন্স
নব্বই দশকের শুরুতে স্ট্রেইট জিন্সের ফ্যাশনের খুব চল হয়েছিল। সেই ট্রেন্ড সম্প্রতি ফের ফিরে এসেছে। যারা কম সাজগোজে বিশ্বাসী, তারা স্ট্রেইট জিন্স বেশ পছন্দ করেন। সঙ্গে কোমরে একটি চওড়া ডিজাইনের বেল্ট থাকলেই হবে। সঙ্গে যে কোনো হেয়ার স্টাইল।
পুডলিং হেমলাইন
পুডলিং হেমলাইন জিন্স অনেকটা বেলবটমের মতো। ওপরের দিকটি চাপা এবং গোড়ালির দিকটি চওড়া। ফুল স্লিভ টাইট পুলওভারের সঙ্গে এই ডেনিম পরলে বেশ মানায়। আবার ডেনিম জ্যাকেটের সঙ্গেও ভালো লাগে।
স্কিনিজ
স্কিনিজ বা স্কিন টাইট জিন্সের কদর আজও অমলিন। বিশেষ করে যাদের চেহারা একটু ভারী তারা এ ধরনের জিন্স খুব পছন্দ করেন। এ ধরনের জিন্সে দেহের গড়ন বেশ সুন্দর দেখায়। লং কার্ডিগান বা কোটের সঙ্গে স্কিনিজ ভালো মানায়।
জ্যাজি জিন্স
জ্যাজি জিন্স জেন-জিরা খুব পছন্দ করেন। জিন্সের মধ্যে চকচকে সুতার কাজ বা ঝালর আধুনিক পার্টির জন্য বেশ মানানসই। বিশেষ করে বড়দিন বা নতুন বছরের পার্টিতে এ ধরনের জিন্স পরলে ভালো মানায়। সঙ্গে যে কোনো শর্ট টপ পরলেই হবে। আর সবশেষে ফাঙ্কি অ্যাকসেসরিজ এবং ফাঙ্কি মেকআপ থাকলে তো কথাই নেই।
ডিস্ট্রেসড/DIY ডেনিম
যারা নিত্যনতুন ফ্যাশন করতে ভালোবাসেন তাদের এ ধরনের জিন্স ভালো লাগে। তবে বাজার থেকে দাম দিয়ে এ ধরনের জিন্স কেনার চেয়ে পুরোনো জিন্সে নিজেই ডিজাইন করে নিতে পারেন। জিন্সের হাঁটু, থাইসহ বিভিন্ন স্থান চিরে সুতা তুলে ডিজাইন করতে পারেন। আবার রঙিন সুতা দিয়ে সেলাই করে নিলেও দেখতে ভালো লাগে।
শুধু ডেনিমেই আবদ্ধ থাকে না শীতের ফ্যাশন। ঠান্ডার এ মৌসুমে এবারের শীতে নিজেকে আরও একটু স্টাইলিশ করে তুলতে বেছে নিতে পারেন অন্যান্য ডিজাইনের পোশাকগুলোও। যার মধ্যে রয়েছে—
উলে বোনা মিনি ড্রেস
উলে বোনা সোয়াটার তো পরেই থাকেন, এবারের শীতে বরং পরে দেখতে পারেন উলে বোনা মিনি ড্রেস। কাপড়ের ড্রেসের মতো হুবহু দেখতে এ পোশাকগুলো সুতার পরিবর্তে বোনা হয় উল দিয়ে। হালকা বা গাঢ় যে কোনো রঙের উল দিয়ে তৈরি মিনি ড্রেস কিন্তু চমৎকার।
পছন্দের রঙের উলের ড্রেসের সঙ্গে পরে ফেলতে পারেন কনট্রাস্টিং রঙের ট্রেঞ্চ কোট। আর পায়ে মানাবে অ্যাঙ্কেল বুট জুতা।
মিডি ড্রেস
যারা মিনি ড্রেসে সাবলীল নন তারা আবার ফ্যাশনের জন্য বেছে নিতে পারেন উলে বোনা মিডি ড্রেস। নরম উল দিয়ে বোনা এ পোশাক সন্ধ্যার যে কোনো অনুষ্ঠানের জন্য একেবারে আদর্শ। শুধু কোমরে একটি বেল্ট এবং ফেল্টের লম্বা কোট পরে নিলেই ষোলোকলা পূর্ণ হবে।
হাই নেক উইন্টার ড্রেস
শীত হাইনেকের যে কোনো পোশাকই ভালো মানায়, তা সে সোয়েটার হোক বা টপ। এমনকি হাইনেক টপ বা ব্লাউজের সঙ্গে শাড়ি পরলেও বেশ মানায়। আবার হাইনেক সোয়েটারের সঙ্গে ডেনিম বা মিডি স্কার্টও দারুণ ভালো লাগে। চাইলে এর ওপর হাতকাটা জ্যাকেটও পরতে পারেন কিংবা নিতে পারেন ডিজাইনার মাফলার।
রাফেল মিডি
রাফেল মিডি ড্রেস পরে পার্টিতে তো মাঝেমধ্যেই যাওয়া হয়। এবার সে পোশাকটিই পরে ফেলুন উলে বুনে। না না, নিজেকে বুনতে হবে না। বাজারে উলের রাফেল ড্রেস কিনতে পাওয়া যায়। আর রাফেল মিডি উইন্টার ড্রেস পরলে সঙ্গে অবশ্যই হাঁটু পর্যন্ত বুট জুতো পরুন। খুব ভালো মানাবে।
স্ট্রাইপড বডিকন
ডোরাকাটা বডিকন ড্রেস এখন বেশ ট্রেন্ডিং। শীতেও সেই ট্রেন্ড বজায় রাখুন। শুধু সুতার বদলে উলে বোনা ডোরাকাটা বডিকন ড্রেস পরে নিন। লম্বালম্বি বা তির্যক ডোরাকাটা উলের পোশাকের চাহিদাই আজকাল বেশি দেখা যায়। ডিনার ডেট বা সন্ধ্যায় বেড়াতে যাওয়ার জন্য এ পোশাক একদম পারফেক্ট।
কনকনে শীতে পরিপূর্ণ উষ্ণতা পেতে শীত পোশাক মতোই মাফলার-টুপি অতি প্রয়োজনীয় অনুষঙ্গ। শীত মৌসুম কেন্দ্র করে রাজধানীর মার্কেটগুলো সেজে উঠেছে টুপি, মাফলার দিয়ে। বৈচিত্র্যময় ডিজাইন আর বাহারি রঙের মাফলারগুলো এখন শোভা পাচ্ছে ছেলেমেয়ে উভয়ের গলায়। তরুণ-তরুণী শুধু নয়, যে কোনো বয়সের মানুষ শীত নিবারণে মাফলার-টুপিকে বেছে নিচ্ছেন নিত্যসঙ্গী হিসেবে। নগরীর ফ্যাশন হাউস থেকে শুরু করে ফুটপাতেও মিলছে দৃষ্টিনন্দন এসব টুপি-মাফলার। উলের, এন্ডি কটন, পশমি টুপি-মাফলারসহ নানারকম চেক ও ডিজাইনের টুপি-মাফলার পাওয়া যাচ্ছে বাজারে। এর পাশাপাশি এসেছে মেয়েদের জন্য বেনি ক্যাপ। শীত থেকে রক্ষার পাশাপাশি কানও সুরক্ষা করবে বেনি ক্যাপ। টুপির সঙ্গে ম্যাচ করে নিন মাফলারও। অনেকে আবার টুপির রঙের সঙ্গে মিলিয়ে কিনছেন মাফলারও, যা ফ্যাশনে যোগ করছে এক অন্য মাত্রা।
বাজারে লং ও শর্ট দুরকম মাফলার পাওয়া যায়। মেয়েদের মাফলারগুলো একটু শর্ট হয়। তবে কিছু মাফলার ছেলেমেয়ে উভয়ই যাতে ব্যবহার করতে পারে সেভাবে তৈরি করা হয়। উলের নেট নকশার মধ্যেও পাওয়া যায় বিভিন্ন মাফলার।
সুতির মাফলার
হালকা শীতের জন্য সুতির মাফলার আদর্শ। এটি শীতের ঠান্ডা থেকে সুরক্ষা দেয় এবং ক্যাজুয়াল লুকের জন্য বেশ মানানসই।
উলের মাফলার
তীব্র শীতের জন্য উলের মাফলার একটি চমৎকার পছন্দ। এটি শুধু গলা নয়, বরং পুরো শরীরে একটি উষ্ণতার আবেশ তৈরি করে। উলের মাফলারের হালকা প্যাটার্ন বা একরঙা ডিজাইন ফরমাল ও ইনফরমাল উভয় ধরনের পোশাকের সঙ্গে মানানসই।
প্রিন্টেড মাফলার
যারা একটু ভিন্নতা পছন্দ করেন, তারা বেছে নিতে পারেন প্রিন্টেড বা চেক মাফলার। এগুলো সাধারণ শীতকালীন পোশাকেও এক ধরনের প্রাণবন্ততা নিয়ে আসে।
মাফলারের মধ্যে হাতে বোনা এবং চিকন উলের বিভিন্ন চেক মাফলার পাবেন ১০০ থেকে ৮০০ টাকার মধ্যে। দেশি মাফলারগুলো পাবেন ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে। এ ছাড়া স্টাইলিশ মাফলার পাবেন ৪০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। এ মাফলারগুলো বেশিরভাগ আসে চীন, ব্যাংককসহ বিভিন্ন দেশ থেকে। লাল-কালো, কমলা-সবুজ, টিয়া-সাদা, বেগুনি-গোলাপি, সাদা-কালোর মিশেলের মাফলারগুলো বেশ পছন্দ হবে আপনার। তাই পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে বেছে নিন আপনার গলার বন্ধনীটি।
বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শপিং মল আজকের ডিলে বিক্রি হচ্ছে চীন, ভারত ও বাংলাদেশি বিভিন্ন ধরনের মাফলার। আরও আছে ইংল্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের মাফলার। চীন, ভারত ও বাংলাদেশি মাফলার বিক্রি হচ্ছে ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে। এ ছাড়া ব্র্যান্ডের মাফলার সেনি, রিবোক, কুমা, নাইফ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৬০০ টাকার মধ্যে।
নারী-পুরুষের শীতের ফ্যাশনে অনেক বড় ভূমিকা রাখে টুপি। পুরো স্টাইল যেন পাল্টে দেয়। এ ছাড়া ছোট শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী বা বড়দের কানটুপিতেই আনা হয়েছে ভিন্নতা। সুতি, উল, পশমি কাপড়ের পাশাপাশি নিট কাপড়ের টুপির কদর বেড়েছে। রঙেও আনা হয়েছে ভিন্নতা। এর মধ্যে রয়েছে—
বেনি টুপি
বেনি টুপি শীতের একটি বহুল জনপ্রিয় ফ্যাশন অনুষঙ্গ। এটি শুধু হালকা ও আরামদায়ক নয়, বরং যে কোনো ক্যাজুয়াল লুকের সঙ্গে চমৎকারভাবে মানিয়ে যায়। বিভিন্ন রং এবং ডিজাইনের বেনি টুপি আপনার লুককে করে তুলতে পারে আরও স্টাইলিশ। ক্যাজুয়াল ডেনিম জিন্স এবং সোয়েটারের সঙ্গে উলের বেনি টুপি ও চেক মাফলার ব্যবহার করতে পারেন।
উলের টুপি
উলের টুপি শীতে মাথাকে উষ্ণ রাখার পাশাপাশি ক্ল্যাসিক এবং ট্রেন্ডি লুক প্রদান করে। এটি ক্যাজুয়াল ও ফরমাল উভয় ধরনের পোশাকের সঙ্গে মানানসই। লং ওভারকোটের সঙ্গে বেছে
নিন উলের বা চামড়ার টুপি এবং হালকা টেক্সচারযুক্ত মাফলার।
ফেডোরা এবং ব্যারেট টুপি
যারা শীতেও কিছুটা আভিজাত্যের ছোঁয়া রাখতে চান, তারা ফেডোরা বা ব্যারেট টুপি ব্যবহার করতে পারেন। এগুলো আপনার স্টাইলকে একটি ভিনটেজ ও অভিজাত লুক দেয়। ফরমাল কোটের সঙ্গে ফেডোরা টুপি এবং একরঙা মাফলার মানানসই।
শীতকালীন ফ্যাশনে টুপি ও মাফলার নিছক একটি শীতবস্ত্র নয়, বরং এটি আপনার ব্যক্তিত্ব প্রকাশের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। সঠিক রং, স্টাইল এবং টেক্সচারের মেলবন্ধন—এ দুটি উপকরণ আপনার শীতকালীন সাজকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। তাই শীতের স্টাইলের ক্ষেত্রে টুপি ও মাফলারকে কখনোই অবহেলা করবেন না। মনে রাখবেন, ফ্যাশন মানেই শুধু আরাম নয়, এটি আপনার সৃজনশীলতারও প্রতিফলন।
মন্তব্য করুন